📕The Diary game. Have a wonderful day 📕 20% beneficiaries goes to @steemit-bd

in Steem Bangladesh2 years ago

হ্যালো
আমার প্রিয় বন্ধুরা
আমি @parvag09 🇧🇩 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমার প্রিয় কমিউনিটি @Steem-bangladesh কমিটিতে আজকে আমার ডায়েরি গেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তাহলে চলুন দেরি না করে আবার আজকের সারাদিনের কাজকর্ম নিয়ে আপনাদের সামনে আলোচনা করা যাকঃ------------------------------

সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনের মত আজকেও সুভেসাদিকর আগে ঘুম থেকে উঠলাম উঠে একটু হাঁটাহাঁটি করে ফ্রেশ হলাম। পরিবারের সদস্যদের সাথে সেহেরী খাওয়ার জন্য বসে পড়লাম। সেহরি খাওয়া শেষ করেন কিছুক্ষণ বসে বিশ্রাম করলাম। আজান হলো আমি নামাজের উদ্দেশ্যে গেলাম।

IMG_20220428_124235.jpg
Source

Devicerealme c15
Click@parvag09

মসজিদ কমিটি আমাদেরকে ফিতরা উঠার জন্য দায়িত্ব দিয়েছিল। তাই আর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়লাম। আজ সকালে আনুমানিক আটটার সময় ঘুম থেকে উঠলাম। মসজিদ কমিটির একজন সদস্য আমাকে ফোন দিল। একটু ফ্রেশ হয়ে আমি তাদের কাছে চলে গেলাম এবং আমরা আমাদের ফিতরা ওটার কাজ শুরু করে দিলাম।

IMG_20220428_124332.jpg
Source

আমাদের জমিরহাট তোকেয়া পাড়া এলাকাটা অনেক বড়। আমাদের এলাকার মাঝ দিয়ে একটি সড়ক পার্বতীপুরে চলে গেছে। আমরা আমাদের এলাকাটা দুই ভাগে ভাগ করলাম। প্রথম ভাগে আমাদের টাকা ওঠার কাজ শুরু করে দিলাম। আমিও আমার সহপাঠী মুনতাসীর উদ্দিন আমরা সবার আগে।

আমাদের দুজনের কাজ হলো প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে টাকার কথা বলা। মোঃ সোহেল রানা এবং কমিটির দু'জন সদস্য তারা টাকা ওটার দায়িত্ব নিল। আরেকজন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইবনে বিন রাফেক নয়ন ভাই তিনি মোবাইল ফোনে ক্যালকুলেটর দিয়ে প্রত্যেকবারই বাড়ির সদস্যদের হিসাব করতেছে। জনপ্রতি ৭৫ টাকা করে ফিতরা নেওয়া হয়েছে।

IMG_20220428_124258.jpg
Source

আমরা প্রায় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ফিতরার টাকা কালেকশন করলাম। আজান হলো আমরা সবাই একটা দোকানের কাছে বসলাম বসে টাকার হিসাব টি মিলিয়ে নিলাম। আমরা দিনের অর্ধেক বেলা ১৫.২৭০ টাকা কালেকশন করলাম। কালেকশন করা টাকাটা আমরা কমিটির সদস্যদের কাছে জমা দিলাম। আমরা আমরা সবাই নিজ নিজ বাড়িতে চলে গেলাম। বাড়ি আসার পর আমি গোসল করে নামাযের উদ্দেশ্যে রওনা দিলাম। নামাজ শেষ করে আমি বাড়ি ফিরে আসলাম একটু বিশ্রাম নিলাম। তারপর আবার সবাই একসঙ্গে হলাম। তারপর এলাকার বাকি অংশ কালেকশন করলাম।

IMG_20220428_124351.jpg
Source

তারপর আমরা সবাই একসঙ্গে আবার মসজিদে চলে আসলাম আসার পর আমি একা বাড়ি চলে আসলাম। তারপর বাড়ি কিছু স্বাভাবিক কাজকর্ম করে মোবাইল ফোন হাতে নিয়ে কমিউনিটি তে ঢুকে একটু ঘুরাঘুরি করলাম। আজান হলো আমি মসজিদের উদ্দেশ্যে গেলাম নামাজ আদায় করার জন্য। নামাজ শেষে বাড়ি ফিরে ফোনে একটু গেম খেললাম। তারপর বাইকে ইফতারি তৈরি করলাম আর মা ইফতারের ৫ মিনিট আগে ইফতারি করার জন্য।

এই ছিল আমার আজকের কাজকর্ম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সবাই ভাল থাকবেন ধন্যবাদ এই কামনা করি।

🙏 সবাইকে ধন্যবাদ🙏

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67688.54
ETH 3821.02
USDT 1.00
SBD 3.55