The Diary Game :10th August 2020

in Steem Bangladesh5 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমি পিয়াল বাংলাদেশ থেকে। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ।

আজ ১০ই আগষ্ট মঙ্গলবার ২০২০ রোজ সোমবার। আজ সকাল ঘুম ভাঙ্গল আমার সকাল ৯টা নাগাদ।ঘুম ভাঙ্গার পড় অনেক সময় পার করে উঠলাম বিছানা ছেড়ে।তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে নাস্তা করে।চলে গেলাম বাজারের ওদিকে কিছু কাজ সম্পুর্ণ করার জন্য কাজটা শেষ করে বাসায় চলে আসলাম ১২টায় আসার সময় প্রজাপতির কিছু স্টিকার নিয়ে আসলাম।ভাগিনী আবদার করছিলো স্টিকারটির কাঙ্ক্ষিত জিনিসটা আজকে পেয়ে নিয়েই নিলাম।বাসায় স্টিকারটি দেখে ভাগিনীর খুশি দেখে কে।এ যেন এক রাজ্য জয়ের চেয়েও বেশি আনন্দের কিছু।
তার হাসিটা দেখেই আমি খুশি।
তারপর কিছু সময় ফোন চালিয়ে দেখি ১টা বাজে চলে গেলাম গোসল করতে।

20200810_115246.jpg

20200810_115244.jpg

গোসল করে নামাজ পরে এসে বড় ভাইকে বিদায় দিলাম। আজ সে ঢাকা যাবে।আমি আসলাম এসে দেখি তার ব্যাগপ্যাক করা শেষ। সে বিদায় নিলো। চলে গেল সে তার উদ্দেশ্যে।আমিও এখন দুপুরে খাওয়া করে বিশ্রাম করবো।কিছু সময় বিশ্রাম করার পরেই বড় বোন চলে আসলে সে বললে আজ তাকে এগিয়ে দিয়ে আসতে হবে বাসস্ট্যান্ডের দিকে তাই আমিও রেডি হয়ে চলে গেলাম তার সাথে। তাকে এগিয়ে দিয়ে এসে।বাসায় দেখি বিকেল ৫টা বাজে।এখন সময় পেলাম বিশ্রাম করার তাই বিশ্রাম করলাম। তারপর উঠে মাঠের দিকে রওনা দিলাম সেখান থেকে চলে আসলাম। এসে সন্ধ্যার নাস্তা করলাম। আজ আবার টিভি কার্ডটা সমস্যা দিচ্ছে। টিভি অফ করেই থাকলাম আজ।

20200810_195851.jpg

20200810_195846.jpg

রাতের রুটিন প্রায় একই তাই সেটা আজকে বিষাদ বিবরণ দিলাম না।তা ছাড়া আজ কিছুটা ক্লান্ত লাগছে তাই গল্প বাড়ালাম না।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সুস্থ থাকবেন ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। 😍❤

Sort:  

Nice blog

 5 years ago (edited)

Great post bro, carry on