My weekly report (Moderator & Discord in Charge)|| 14th July-2023||

in Incredible Indialast year (edited)
20230530_223310_0000.png Edited by Canva

Hello Friends,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং ঈশ্বরের ইচ্ছাতে। আজ কোনো ফটোগ্রাফি না, সাপ্তাহিক প্রতিবেদন উপস্থাপন করতে চলে এসেছি।

একটা প্রতিবেদন দর্পণসরূপ। কারণ এখানে আমাদের ব্যক্তিগত কার্যাবলীর পাশাপাশি কমিউনিটির চলমান সকল কার্যক্রম লিপিবদ্ধ থাকে। সকলের কাছে ক্ষমাপ্রার্থী বিশেষ করে কমিউনিটি Admin ma'am @sduttaskitchen এর কাছে, বিগত সপ্তাহে আমার মোবাইল ডিভাইসের ত্রুটিজনিত কারণে প্রতিবেদন প্রকাশ করতে পারিনি।🙏

চলুন তাহলে , প্রতিবেদনের বিষয়বস্তুতে যাওয়া যাক।

কমিউনিটির উন্নতির স্বার্থে মোডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।

PhotoCollage_1689320178928.jpgWith new steemians

@sumayaorin @hasnahena @karobiamin71 @rashidaakter @rimirahman @farhanaaysha @sinthiyadisha

এই স্ক্রিনশটটি আমি নিয়েছি, যখন পরিবারে বেশ কিছু নতুন সদস্যা যুক্ত হয়েছিলেন। নতুনদের সঠিক দিকনির্দেশনা প্রদান করার জন্য এই আয়োজন করেছিলেন আমাদের কমিউনিটি Admin ma'am. Steemit platform এর basic নিয়মাবলী সংক্রান্ত সকল তথ্য তাদের সামনে উম্মোচন করেছিলেন, Admin ma'am.

আমাদের কমিউনিটিতে প্রচলিত নিয়মানুসারে আমরা আট জন স্টিমিয়ানের ভিডিও ভেরিফিকেশন করেছিলাম। কারণ আমাদের উদ্দেশ্য কমিউনিটিতে কোনো স্প্যামার আশ্রয় গ্রহণ যাতে না করতে পারে।

এটার ফলে স্টিমিট প্ল্যাটফর্ম পাবে সঠিক স্টিমিয়ান।

PhotoCollage_1689321266118.jpg Tutorial Class
PhotoCollage_1689321254872.jpg Tutorial Class

Tutorial Class এর উপস্থিতি অনেক ভালো ছিল। বিশের অধিক স্টিমিয়ান যুক্ত হয়েছিলেন, tutorial class এ। যেহেতু নতুনরা উপস্থিত ছিল, তাই প্ল্যাটফর্মের সকল নিয়মাবলী এবং কমিউনিটিতে চলমান সকল কার্যক্রম আলোচনা করা হয়েছিল।

নতুনদের মধ্যে কিছু কৌতুহল কাজ করে আপভোটের ব্যাপারে। সেই বিষয়টা আমরা নিয়মাবলির মধ্যে থেকে উপস্থাপন করেছিলাম। কারণ এখানে ভোট গ্রান্টেড নয়। তবে ভালো কাজের মূল্যায়ন পাওয়া সম্ভব। যদি সেই কাজের মধ্যে প্ল্যাটফর্মের সকল নিয়মাবলী আবদ্ধ থাকে।

কমিউনিটির উন্নতির স্বার্থে এবং সঠিক স্টিমিয়ানদের ভবিষ্যৎ উজ্জ্বলের উদ্দেশ্যে ১০% (meraindia) , কমিউনিটির সকল জেনারেল পোস্ট এ সেট করার উদ্দ্যোগ নেওয়া হয়েছিল। ক্লাসে উপস্থিত সকল স্টিমিয়ান এটাকে সমর্থন জানিয়েছিলেন।

PhotoCollage_1689321925741.jpg Hangout

এছাড়া আমাদের সাপ্তাহিক বিনোদন পর্বে আমরা অনেক আনন্দ উপভোগ করেছিলাম। যেখানে সপ্তাহ শেষে আমরা নিজেদের ক্লান্তি গুলো মুছে ফেলেছিলাম। বিনোদন পর্বটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা ক্ষেত্রে।

তাছাড়া আপনারা জানেন যে আমাদের কমিউনিটিতে steemit platform কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বুমিং সমর্থনের ব্যবস্থা রয়েছে। যেগুলো চেক করার অনেকটা দায়িত্ব রয়েছে আমার ওপর।

কমিউনিটির গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি পোস্ট যাচাইকরুণ। অনেক criteria অনুসরণের মাধ্যমে একটি পোস্ট যাচাই করতে হয়।

যেহেতু আমি Discord In Charge হিসেবে রয়েছি, Moderator এর পাশাপাশি, তাই মাঝেমধ্যেই steemian দের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য textvoice এ কথা বলতে হয়।

আমার আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয়ের সাথে।

Sort:  
 last year 

কাজের পাশাপাশি বিনোদন টা খুবই প্রয়োজন। আমার কাছে এটা খুবই ভালো লাগে। সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায় অল্প একটু সময় যদি বিনোদনে কাটাই। আপনি আমাদের পরিবারের জন্য অনেক পরিশ্রম করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সপ্তাহের সমস্ত রিপোর্ট এবং কাজের বিষয়গুলো আলোচনা করার জন্য।

 last year 

আসলে আমাদের কমিউনিটিতে টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়। আমাদের নতুন কিছু বিষয় জানানোর জন্য নতুন কিছু শিক্ষা দেয়ার জন্য। আর আমরা হ্যাংআউট অনুষ্ঠান করি,, কারণ হচ্ছে সারা সপ্তাহে আমরা কাজের মধ্যে থাকি,,,, একটু আনন্দ একটু বিনোদনের জন্য।

যাইহোক একজন মডারেটর এবং একজন ডিসকর্ড ইনচার্জ হিসেবে। আপনি আপনার দায়িত্ব বেশ সুন্দরভাবেই পালন করছেন। যেটা আপনার পোস্ট পড়ে এবং আপনার কার্যাবলী দেখে বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

আপনি এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসের রিপোর্ট এবং নতুন সদস্যদের নিয়ে টিউটোরিয়াল ক্লাসের রিপোর্ট খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে তুলে ধরেছেন যেটা আমরা টিউটোরিয়াল ক্লাসে জানতে পেরেছি এবং সেটাকে আমরা সমর্থন জানিয়েছি। এছাড়াও আমরা হ্যাংআউট অনুষ্ঠান করি সেখানে একটু আনন্দ উপভোগ করি। কারণ কাজের পাশাপাশি আমাদের বিনোদনটাও খুবই প্রয়োজন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহের সমস্ত রিপোর্ট খুবই সুন্দর ভাবে তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

Loading...