THE DIARY GAME : Friday, 07.08.2020

in Steem Bangladesh5 years ago (edited)

আচ্ছালামুয়ালাইকুম
আমার নাম মানতাসা। আমি বাংলাদেশের লালমনিরহাট জেলায় বাস করি।

আজ সকালের ঘুমই ভাঙ্গতেই চাচ্ছিলো না। এর প্রধান কারণ আমি কাল রাতে দেরি করে ঘুমিয়ে ছিলাম। কাল রাতে ইলেক্ট্রিসিটি চলে গিয়েছিলো। আর কালকে প্রচন্ড গরম ছিল। বিছানায় থাকাই যাচ্ছিল না। প্রায় ৩০ মিনিট পর ইলেক্ট্রিসিটি আসছে। তখন মনে হয় ১২ টা বাজে। আর আমি তখনিই ঘুমিয়েছিলাম।

আর আজ সকাল ৯ টার দিকে উঠছিলাম। উঠে আগে নাস্তা করে নিলাম। তারপর ঘর গুলো ঝাড়ু দিলাম৷ তারপর হাত-মুখ ধুয়ে কিছুক্ষণ ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে থাকলাম।

তারপর উঠে ১ গ্লাস পানি খাইলাম। পানি খেয়ে শরীরে সতেজ করে নিলাম।

তারপর থেকে সারাদিন কিছু করি নাই। তার জন্য আমার নানু অনেক বকা -ঝকা করে কিন্তু তবুও আমার ভালো লাগে না। তাই আমি সবসময় শুয়েই থাকি।

আর হ্যাঁ আমি তো এস এস সি পরিক্ষা দিয়েছি। আমর ভর্তি শুরু হবে আগস্ট মাসের ৯ তারিখ থেকে। আর এই নিয়েও অনেক চিন্তা করছি আজকে। কোথায় যে ভর্তি হবো? এ সব নিয়ে আজ সারাদিন চিন্তাই করলাম।

সারাদিন শুয়ে-বসে থাকতেই পছন্দ করি আমি। আমি মানুষটা অনেক অলস। তাই আমাকে বাড়ির সবাই বেশি কেউ পছন্দ করে না। মা, ভাই, নানু আর আন্টিরাই। তাছাড়া আমাকে কেউ চায় না। তাই আমার সারাদিন মন খারাপ থাকে। অবশ্য পারিবারিক সমস্যার কথা বলাটা ঠিক না তবে আমি না সারাদিনের বেশির ভাগ সময় এ সব নিয়েই টেনশনে থাকি।

তবুও আমি হাসি মুখে সবার সাথেই থাকার চেষ্টা করি। ও হ্যাঁ আর ১টা কাজ আমি রোজ করি দুপুর সময় যখন রোদ বেশি থাকে তখন আমার গাছগুলোকে নিচে নামিয়ে রাখি আর বিকাল বেলা পানি দেই তাও নিয়মিত দেই না। মন খারাপ থাকলে বা যে দিন সবার কথা মনে পড়ে আর যে দিন দেখি গাছগুলো আমার দিকে চেয়ে আছে সে দিন পানি দেই।

আমার সারাটাক্ষন সারাটাদিন কখনো কারো গালাগাল আর কখনো বা শুয়ে থেকেই কেটে যায়। জীবনটাই এরকম। কখনও ভালো কখনও খারাপ। হয়তো আমার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করতেছে৷

আমাদের পান গাছ৷ অনেক পান ধরছে এবার।

পান গাছ

received_1753793184783110.jpeg

আমি আমার সারাদিনের সময় এভাবেই কাটাই।

Live in #Bangladesh

আল্লাহ্ হাফেজ।

Sort:  
 5 years ago 

আরও ছবি দিতে পোস্টটি আকর্ষণীয় হইতো।

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

প্রতিটি মেয়ে নামক জীবন্ত মানুষগুলো যেন বড় মন খারাপের পাত্র,তাদের সুখ বিলাসিতা খুব কম এবং তাদের হুট করে মন খারাপ করাটাও যেন সবার সাথে যায়না।তাদের অনেক পরিস্থিতি নিজের মতো করে সামলাতে হয়🙂

i also having problem to wake up early in the morning. And best of luck for your addmission result.