Enjoy natural beauty with friends and travel experience || Narsingdi to Habiganj || ||10% Benefits to hive-163291

in Steemit Travel3 years ago (edited)

**English post

Travel
Date: ২৭-০৬-২০২২
Narsingdi to Chunarughat ,Habiganj
Bangladesh **

❤️Assalamoyalikom ❤️

I hope you are all well by the grace of God. Today I am going to share with you this is my first travel experience.
The main theme of my blog is to enjoy the natural beauty with friends I hope you like my blog first
On the afternoon of 26-07-2022, we decided that we were going to Habiganj on 26-08-2022 to visit the tea garden. Although it was difficult in a very short time, something impossible was not possible through joint efforts


IMG_20220628_063044.jpg

LOCATION

Last previous at 06.30 am some of us left our college hall for our destination.
The PPL super bus was waiting in front of our college. It took some more time for the rest of our friends to come Finally we left for the bus destination at 08.00 in the morning There was a lot of excitement working around us on this trip. Because we set out on a journey after a long time We took noodles and banana bread for breakfast.We all ate breakfast inside the bus.


Screenshot_20220629-144547~2.png

LOCATION


I had to be moved by the beautiful scenery on both sides of the road Then we reached a bridge over the river Meghna and saw a train passing by It looked very nice.

Everyone on the bus was going to sing together so that the journey would not feel boring. For a while we all thought like professional guys. As soon as we entered Habiganj, singing in unison, we saw rows and rows of beautiful tea gardens.Finally we crossed about 98 km and reached Chunarughat in Habiganj.

IMG_20220628_155839.jpg

LOCATION


I got off the bus and ate tea at the tea shop for liveliness The taste of that tea is still on my lips I believe I have never had the good fortune to taste such a fun tea.

IMG_20220628_155358.jpg

LOCATION


While having tea, I saw a different kind of jackfruit shop there I have never seen such a small jackfruit before So I bought 2 jackfruits for 25 rupees and tasted 6 of these rare mountain jackfruits The jackfruit was sweet and sour.


Screenshot_20220629-151852~2.png

1656431058425.jpg

LOCATION


Eventually we started traveling to the tea garden we wanted We were shocked to come in contact with such a beautiful nature We were all looking around and taking pictures to remember As far as the eye could see, only green and green ceremony His eyes were calm and he could look in the middle of the green I took some pictures myself. I could not understand how the time was passing.


IMG_20220628_161428.jpg

LOCATION


Finally it is our turn to return It seemed as if I could go down the hillside and stay in this place for a while or for the rest of my life. So as I approached the bus, I planned to build a small wooden house in this hilly area at some point in my life, and dedicate the rest of my life to this nature.


Screenshot_20220629-152644~2.png

LOCATION


I hope my travel experience today will inspire you to get closer to nature again and again If there is any mistake in my writing, I apologize for the inconvenience. I wish you all the best.

❤️Allah Hafez ❤️

বাংলা পোষ্ট

ভ্রমন
তাং: ২৭-০৬-২০২২
🇧নরসিংদী টু চুনারুঘাট, হবিগঞ্জ🇧
🇧🇩বাংলাদেশ 🇧🇩

❤️আসসালামু আলাইকুম❤️

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই প্রথম আমার একটি ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি।
আমার ব্লগের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বন্ধুদের সাথে প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য উপভোগ৷ আশা করি আমার ব্লগটি প্রথম লেখা হলেও আপনাদের কাছে ভালো লাগবে৷
গত ২৬-০৬-২০২২ ইং তারিখের দুপুরের দিকে আমাদের সিদ্ধান্ত হলো আমরা ২৮-০৬-২০২২ ইং তারিখে হবিগঞ্জ যাচ্ছি চা বাগান ঘুরতে৷ খুবই আল্প সময়ের ভেতরে কঠিন সাধ্য হলেও অসম্ভব কিছু ছিলো নাহ সম্মিলিত প্রচেষ্টায়৷


IMG_20220628_063044.jpg

LOCATION


গত পরশু সকাল ০৬.৩০ মিনিটে আমরা কয়েকজন আমাদের কলেজের হল থেকে বের হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।

আমাদের কলেজের সামনে অপেক্ষা করতেছিলো পি পি এল সুপার বাস। আমাদের বাকি বন্ধুদের আসতে আরো কিছু সময় লেগে গেলো৷ অবশেষে আমরা সকাল ০৭.০০ টায় বাস গন্তব্যের উদ্দেশে রওনা হলো৷ অনেক বেশি উত্তেজনা কাজ করতেছিল আমাদের মধ্যে এই ভ্রমণ কে ঘিরে। কারণ আমরা দীর্ঘ অনেকদিন পর একটি ভ্রমনের উদ্দেশ্য বেরিয়েছিলাম৷ সকালের খাবার হিসেবে আমরা নুডুলস ও কলা-রুটি নিয়ে গিয়েছিলাম৷ সবাই একসাথে বাসের ভেতরেই নাস্তা খেয়ে নিলাম।


Screenshot_20220629-144547~2.png

LOCATION


রাস্তার দুপাশে সুন্দর মনোরম দৃশ্যে আমার আন্দলিত করতেছিলো৷ তারপর আমরা মেঘনা নদীর উপর অবস্থিত একটি ব্রিজের উপর পৌছানোর পর দেখতে পেলাম পাশ দিয়ে একটি ট্রেন যাচ্ছে৷ খুবই চমৎকার লাগছিলো দেখে৷

বাসে সবাই মিলে গান করতে করতে যাচ্ছিলাম যাতে ভ্রমণ বিরক্তিকর মনে না হয়। কিছু সময়ের জন্য আমরা সবাই প্রফেশনাল গায়দের মত ভাবতেছিলাম। খালি গলায় বেসুরা সুরে গান গাইতে গাইতে হবিগঞ্জের ঢুকতেই আমাদের চোখে পড়লো দৃষ্টিনন্দন সারি সারি চায়ের বাগান। অবশেষে আমরা প্রায় ৯৭ কিলোমিটার পাড়ি দিয়ে হবিগঞ্জের চুনারুঘাট পৌঁছে গেলাম।


IMG_20220628_160427.jpg

IMG_20220628_155839.jpg

LOCATION


বাস থেকে নেমে সবাই সজীবতার জন্য চায়ের দোকানে চা খেয়ে নিলাম৷ এখনো আমার ঠোঁটে লেগে আছে সেই চা এর স্বাদ৷ আমি বিশ্বাস করি এর আগে কখনো এত্ত মজাদার চায়ের স্বাদ নেওয়ার সৌভাগ্য আমার হয়নি৷

IMG_20220628_155358.jpg

LOCATION


চা খাওয়ার সময় সেখানে একটি ভিন্ন রকম কাঁঠালের দোকান দেখতে পেলাম৷ এর পূর্বে আমি কখনো এত ছোট কাঁঠাল দেখিনি৷ তাই ২ টা কাঁঠাল ২৫ টাকাতে কিনে স্বাদ নিয়ে নিলাম এই বিরল পাহাড়ি কাঁঠালের৷ মিষ্টি এবং টক স্বাদ যুক্ত ছিলো কাঁঠালটি৷

Screenshot_20220629-151852~2.png

1656431058425.jpg

LOCATION


অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই চায়ের বাগানে ভ্রমন করা শুরু করে দিলাম৷ আমরা খুবই হতবাক ছিলাম এত্ত সুন্দর প্রকৃতির সংস্পর্শে আসতে পেরে৷ আমারা সবাই যে যার যার মত ঘুরে দেখছিলাম এবং স্মৃতিতে রাখতে ছবি তুলতেছিলাম৷ যতদূর চোখ যাচ্ছিলো শুধু সবুজ আর সবুজের সমারোহ৷ চোখ শান্ত হয়ে আসছিলো সবুজের মাঝে দৃষ্টিপাত করতে পেরে৷ আমি নিজেও বেশ কিছু ছবি তুললাম। কিভাবে যে সময়টা কেটে যাচ্ছিলো বুঝতেই পারতেছিলাম নাহ৷

IMG_20220628_161428.jpg

LOCATION


আবশেষে আমাদের ফেরার পালা৷ পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে মনে হচ্ছিলো আর কিছুটা সময় বা সারাটা জীবন যদি এই জায়গায় থেকে যেতে পারতাম। তাই বাসের কাছে আসতে আসতে পরিকল্পনা করলাম কখনো সুযোগ আসলে বা জীবন এর শেষ বয়সে এই পাহাড়ি কোন এলাকায় ছোট্ট একটি কাঠের ঘর বানাবো এবং বাকিটা জীবন এই প্রকৃতিকে উৎস্বর্গ করব৷


Screenshot_20220629-152644~2.png

LOCATION


আশা করি আমার আজকের ভ্রমন অভিজ্ঞতা আপনাদের অনুপ্রাণিত করবে প্রকৃতির কাছাকাছি যেতে বার বার৷ আমার লেখার মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করে আজ এখানেই শেষ করছি সকলেত সু-স্বাথ্য কামনা করে৷

❤️আল্লাহ হাফেজ ❤️

Sort:  
 3 years ago 

REPORT

Plagiarism freeYes
SteemexclusiveYes
Club100✅ 75✅50✅
Verified userYes
Bot FreeYes
Voting CSI? - 50-00 % self
Ranting7-10

Thank you for sharing posts on Steemit Travel, Stay consistent to share interesting and quality posts, my suggestion is that you add a google location https://what3words.com/, have a nice day.

 3 years ago 

Hi, thanks for sharing the post. It will be more open and easy to understand if you share posts in English.

Thank you very much for your participation.

nice day !!!

 3 years ago 

Thanks for this instruction. I must be share this in English language very soon ❤️

 3 years ago 

Congratulations !!!

You got upvote from the Steemit Travel community.

  • Improve the quality of your posts, minimum post 300 word!.

  • Original posting and dont plagiarism.

  • Join #Club5050, #Club75 or #Club100.

  • Support community accounts with a minimum of 10% setting beneficiary (payout) rewards to the @hive-163291 account.

  • Support the Steemit Travel community charity program (Environmental campaign project for Better Planet) with a minimum of 10% setting beneficiary (payout) rewards to the @steemforsdgs account.

DELEGATION

We are very open to receiving delegations from anyone who wants to support the community. if you are interested in becoming a delegator for Steem-Database you can give any delegation you like :

Alternative links delegates to @hive-163291

50100200300400500
1000200030004000500010000