আমার ছাদ বাগান এবং কিছু চমৎকার আলোকচিত্র।

"আমার ছাদ বাগান এবং কিছু চমৎকার আলোকচিত্র।"

20221004_143653.jpg

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই শুভ সন্ধ্যা। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাড়ির ছাদে আমার একটি ছাদ বাগান আছে। সেখানে আমার কিছু ফুল, ফল, সবজি গাছ রয়েছে। আমি সময় পেলেই বাগানের গাছগুলোকে পরিচর্যার কাজে নেমে পড়ি। আজকে আমি আপনাদের মাঝে আমার ছাদ বাগানের কিছু ছবি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


20221004_142209.jpg

20221004_142656.jpg

এই আম গাছটি আমার বাবার হাতে কলম করা গাছ। মোটামুটি সারাবছরই এই গাছে আম ধরে তবে তা বেশি বড় হয় না তার আগেই পেকে যায়। আজ আমাদের মাঝে বাবা নেই, তবে তার হাতে লাগানো গাছটি এখনো আমাদের ফল দিয়ে যাচ্ছে।

20221004_143508.jpg

20221004_143825.jpg

সারাদিনের পরিশ্রম ও ক্লান্তির পর এক গ্লাস লেবুর শরবত হৃদয়ে প্রশান্তি এনে দেয়। আলহামদুলিল্লাহ আমার এই লেবুর গাছটি আমাদেরকে অনেক লেবুর যোগান দিয়েছে এবং এখনো দিচ্ছে।

20221004_143237~2.jpg

20221004_143203~2.jpg

আমার খুব প্রিয় ফল হচ্ছে ডালিম। ডালিমগুলো খেতে অনেক মিষ্টি ও সুস্বাদু। গাছটি থেকে এখন পর্যন্ত অনেক গুলো ডালিম পরিবারের সবাই মিলে খেয়েছি। এছাড়া ডালিম গাছের ছাল ও পাতাও অনেক রোগে কাজে লাগে।

20221004_142925.jpg

ক্যাপসিকাম গাছে একটি ক্যাপসিকাম ও ফুল ধরেছে। লন্কা প্রজাতির এই সবজিটি প্রায় বারো মাসই হয়। যেদিন বাসায় ফাস্টফুড বা চাইনিজ খাবার রান্না করি তখন এ গাছটি উপকারে আসে। এই ধরনের খাবারগুলো খেতে আমার ভালোই লাগে।

20221004_143739~2.jpg

20221004_143754.jpg

লাউ গাছের বীজ বেশিদিন হয়নি লাগিয়েছি। মাশাআল্লাহ ভালভাবেই এর লতা পাতা গজিয়ে উঠছে। আশা করছি পরবর্তিতে এই গাছের লাউ দিয়েই একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

20221004_142818~3.jpg

20221004_142755~2.jpg

বাগানের প্রথম দিকটাতেই পুদিনা গাছটির অবস্থান। গাছটিতে কি সুন্দর ফুল হয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। এই গাছটির পাতা ব্যবহার করে বেশ কয়েকবার বোরহানি বানিয়ে খেয়েছি।

20221004_143705~2.jpg

20221004_143653.jpg

গোলাপ ফুল অনেকেরই পছন্দের ফুল। আমার ছাদ বাগানে চারটি গোলাপ গাছ রয়েছে। বাগানে প্রবেশ করলেই গোলাপ ফুলগুলোর সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ি।

তো বন্ধুরা কেমন লাগলো আমার ছাদ বাগান এবং কিছু চমৎকার আলোকচিত্র। আশা করি ভালো লেগেছে। আশা করি ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণা ও সহযোগীতা সামনের দিনে আমাকে আরো ভালো কিছু করার উৎসাহ যোগাবে।

আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

  • ছবি তোলার যন্ত্র :- স্যামসাং এফ ২২
  • অবস্থান:- মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

বাহ আপনি তো দেখছি বাড়ির ছাদে খুব সুন্দর একটি ফুলের বাগান গড়ে তুলেছেন খুবই ভালো লাগলো আমার কাছে বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলা অসাধারণ হয়েছে।।

অনেকগুলা ফলের গাছও দেখলাম ক্যাপসিকাম ডালিম লেবু বারোমাসি আম খুবই ভালো লাগলো ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

বাগান করতে কার না ভালো লাগে। বাগান করতে সবারই অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখে সত্যি ভালো লাগলো। আপনার বাবার হাতে লাগানো বারোমাসি আম গাছ দেখে থেকে অনেক ভালো লাগলো। এর ফলে বছরের অনেকটা সময় আম পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে আপনার বাগানের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ আপু। আমারো বাগান অনেক ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া আপনি তো দেখছি বাসায় ছাদে চমৎকার বাগান তৈরি করেছেন। ডালিম এর ফটোগ্রাফি গুলো দেখে তো খেতে ইচ্ছা করছে। আম গাছটি আপনার বাবার হাতে কলম করা গাছ জেনে ভালো লাগলো। আজকে আপনার বাবা নেই তবে আপনার বাবার স্মৃতি রয়ে গেছে। আপনার বাবার জন্য দোয়া রইল 🤲

জি ভাইয়া শুধু আম গাছটিই নয় পুরো বাগানটিতেই বাবার স্মৃতি রয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপনার ছাদ বাগানে দেখছি অনেক ধরনের গাছ রয়েছে দেখে অনেক ভালো লাগলো। ডালিম আমি অনেক পছন্দ করি। তাছাড়া আপনার বাগানে পুদিনা পাতা দেখেতো আমি লোভ সামলাতে পারছি না। কারণ পুদিনা পাতা আমার অনেক পছন্দ। তাছাড়া আপনার ছাদ বাগানে চারটি গোলাপ ফুলের গাছ গোলাপ ফুল গুলো অসাধারণ।

ফলের মধ্যে ডালিম আমার একটি প্রিয় ফল। আমার বাগানে আরো একটি পুদিনা গাছ আছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর এই মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ছাদ বাগান থেকে ধারণ করা চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ছাদ বাগানে আপনি চারটি গোলাপ গাছ লাগিয়ে খুব ভালো করেছেন । এতে আপনি খুব সহজে গোলাপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনার বাগানের ক্যাপসিকাম গুলো তো দেখছি ভালই বড় হয়ে গিয়েছে।

জি ভাইয়া বাগানে প্রবেশ করলেই গোলাপগুলোর সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ি। ক্যাপসিকাম গুলো কিন্তু আরো বড় হয় তখন দেখতে খুব ভাল লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার বাবা না থাকলেও উনার স্মৃতিগুলো ঠিকই রয়ে গেছে। দোয়া রইল আপনার বাবার জন্য। পুদিনা গাছ আমারও আছে তবে এই গাছের ফুল হয় এটা জানা ছিল না। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।

আপু আমার আরো একটি পুদিনা গাছ আছে সে গাছটিতে কিন্তু এমন ফুল নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ছাঁদ বাগানের চমৎকার কিছু ফুলের ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি গুলো আমরা কাছে অনেক ভালো লাগে। গোলাপ ফুল আমার অনেক প্রিয় একটা ফুল।আপনার বাবার হাতে লাগানো বারো মাসি আম গাছ দেখে থেকে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

আলোকচিত্র গুলো ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.029
BTC 68016.16
ETH 3564.44
USDT 1.00
SBD 3.21