খুলনা বিভাগ ভ্রমণ পর্ব ৪ খুলনা শহরে কিছুক্ষণ কাটিয়ে বাগেরহাটের উদ্দেশ্য

in Steem For Bangladesh7 months ago (edited)


আজকে খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওয়ানা দিব



হ্যালো

আমি রাব্বী #Bangladesh থেকে



কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে ভ্রমণ কাহিনি লেখা শুরু করেছিলাম কিন্তু, আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তাই আপনাদের মাঝে কন্টিনিউ করতে পারিনি। খুলনা বিভাগে আমার ভ্রমণ ছিল অনেক দিনের আপনাদের মাঝে পুনরায় খুলনা বিভাগ ভ্রমণ সম্পর্কে লিখতে এসেছি। যশোরে ভ্রমণ সম্পন্ন করার পর আমি খুলনাতে একটি আবাসিকে রাত কাটিয়েছি এবং আবাসিকের সামনে একটি পার্ক ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বাহিরে যাবো এবং বাগেরহাটের উদ্দেশে রওনা দেব। ততক্ষণে ভাবলাম এই পার্কে ভ্রমণ সম্পন্ন করে আমি বাগেরহাট এর উদ্দেশ্যে রওনা দেই। খুলনা শহরের যদিও পরবর্তীতে আমার ফিরতে হবে।


1000081876.jpgহাদিস পার্কে সকাল বেলা

পার্কের নাম হচ্ছে শহীদ হাদিস পার্ক পার্কের মধ্যে প্রবেশ করার জন্য কোন টাকা পয়সা বা টিকিট কাটার প্রয়োজন হয় না। পার্কের মধ্যে সকালবেলা খুব অল্প সংখ্যক মানুষজন চলাচল করছে বাহিরে থেকেই তা বোঝা যাচ্ছে। কারণ বর্তমানে সূর্যের প্রচুর তাপমাত্রা এই জন্য মানুষ হয়তো বিকেলবেলা এই পার্কের মধ্যে এসে সময় কাটায়।

পার্কের মধ্যে একটি শহীদ মিনার রয়েছে এখানে একুশে ফেব্রুয়ারি দিনের ফুল দেওয়া হয় এবং প্রচুর সংখ্যক মানুষ এসে শ্রদ্ধা জ্ঞাপন করে। আমি পার্কের সামনের এক দোকানদারের কাছ থেকে জানতে পেরেছি। দোকানদারের সাথে কথা বলে আমি পার্কের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। পার্কে গিয়ে একটি খুবই সুন্দর আপনারা চাইলে ছবিতে দেখতে পারেন। আমাদের বগুড়া শহরের পার্কের গেট গুলো ঠিক এতটা সুন্দর নয় যতটা এই খুলনার শহীদ হাদিস পার্কের গেটটি সুন্দর।


1000081878.jpgবাহিরে থেকে পার্কের গেইট


1000081879.jpgএকটি বন্দুক স্তম্ভ

গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর একটি মূর্তি দেখতে পেলাম। যাইহোক পাথর দিয়ে তৈরি করা তাই এটাকে মুর্তি বললাম কিন্তু এটা একটা বন্দুকের চিত্র। পার্কের ভেতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি বেশ কয়েকটা ছবি তুলেছি। নিচে আমি একটি গ্যালারিতে ছবিগুলো প্রকাশ করলাম।

1000081877.jpg


1000082770.jpg


1000082769.jpg

1000082768.jpg


1000082771.jpg


1000082772.jpg

পার্কের ভিতরে শহীদ মিনার এবং একটি পুকুর

পুকুরের চতুর পাশে খুব সুন্দর পরিবেশ রাস্তাঘাট গাছগাছিলে খুবই সুন্দর খুবই সুন্দর। এবং পুকুরের উপরে রয়েছে শহীদ মিনার যা দেখতে অসম্ভব সুন্দর এবং রাস্তা দিয়ে চলার সময় পাশ থেকে দেখতে আরো সুন্দর দেখাচ্ছে। আমি ছবি তুলতে তুলতে বিরক্ত হয়ে যাচ্ছি কারণ এত সুন্দর কিন্তু সূর্যের প্রচুর তাপ।


1000082774.jpgপার্কে কিছু মানুষজন রয়েছে

অল্প কিছু সংখ্যক লোকজন দেখা যাচ্ছে পার্কের মধ্যে। তারা চলাচল করছে পার্কের মধ্যে খুবই সুন্দর পরিবেশ খারাপ পরিবেশ নয়। আমাদের বাংলাদেশের বিভিন্ন পার্কে সাধারণত বেশিরভাগ জায়গাতে দেখা যায় পার্কের ভিতরে খারাপ পরিবেশ। সে ধরনের এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না। আমার মনে হয় খুলনা শহরের মানুষজন অনেক ভালো 🤭🤭।

আমি এখানে বেশি দেরি করতে পারবোনা। পরবর্তীতে খুলনা শহরে আমাকে পুনরায় ফিরতে হবে এবং দুই তিন দিন স্টে করতে হবে। তখন আমি আপনাদের মাঝে খুলনা শহর সম্পর্কে আরো লিখব। আমি পার্কের ভিতর থেকে বাইরে আসলাম এবং বাহিরে একটি ভিডিও শুট করলাম পার্কে সামনে দিয়ে রাস্তাঘাট খুবই সুন্দর ছিল তাই।


1000082773.jpgপার্কের পাশে একটি সুন্দর জায়গাতে বসে ফটোসেশন

পার্কের ভিতরে খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে যেটা একটা পাথর দিয়ে তৈরি করা রাস্তার পাশে বসে আমি অনেক দূরে মোবাইল ফোন রেখে একটি সেলফি তুললাম। আমি একা ছিলাম আমার ছবি তুলে দেওয়ার মতন কোন মানুষ আমার সাথে ছিল না পরবর্তী যখন আসবো তখন হয়তো থাকবে ।

পরবর্তীতে আপনাদের মাঝে আবার দেখা হবে। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মাঝে দীর্ঘ অনেকদিন যাবত উপস্থিত হতে পারি নাই। আসলে আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই নিয়মিত উপস্থিত হতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।

Device NameGalaxy F23
Camera50 mp
Image typeTravel Photography
Photographer@rabibulhasan71
Editinglightroom


Rabbi.png



Facebook:::twitter:::Skype

🙏Thank to all of you for reading my post🙏


Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 7 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

TEAM 2

Congratulations! This post has been voted through steemcurator05. We support quality posts, good comments anywhere and any tags.

Post.jpg

Curated by : @chant