DIY-"এসো নিজে করি" সপ্তাহ" ||আমার হাতের তৈরি- " কাগজের ফুল"||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য।

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।

আজ - ২৮ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | শরৎকাল |


আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

♨️"সৃজনশীলতাই পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।আশাকরি আপনাদের ভালো লাগবে।


20211013_215206.jpg


রঙিন কাগজের ফুল
Device : Realme 7

প্রয়োজনীয় উপকরন

  • রঙিন পেপারস্
  • আঠা
  • কেচি

চলুন শুরু করা যাক


20211013_221211.jpg

20211013_221158.jpg

20211013_221223.jpg

  • ধাপ-১:প্রথমে রঙিন পেপারস্ সংগ্রহ করতে হবে এবং পেপারস্ লম্বার পর স্কেল ধরে দুই ইঞ্চিতে কেটে নিতে হবে।
  • কাটা অংশের পেপারে আঠা দুই পাশে দিয়ে মাঝ বরাবর একটি শক্ত কাঠি দিয়ে পেপারের দুই পাশ্ব জোড়া দিতে হবে।
  • একটি শক্ত প‍্যাড গোল করে কেটে নিতে হবে।তারপর...

20211013_221146.jpg

20211013_221134.jpg

  • ধাপ-২:শক্ত প‍্যাডের কোনা বরাবর একটু আঠা বসিয়ে নিতে হবে। আঠা বসানো জায়গায় জোড়া লাগানো পেপার লাগিয়ে দিতে হবে।এভাবে ক্রমেই বসাতে হবে।তারপর...

20211013_221024.jpg

20211013_221013.jpg

  • ধাপ-৩:পেপার ত্রিভুজাকৃতিতে কেটে নিতে হবে।এবার ধাপে ধাপে এপিট ওপিট করে ভাজ করে নিয়ে মাঝ বরাবর ধরে পেপার দুই পাশ থেকে উপরের দিকে নিতে হবে।তারপর...

20211013_220910.jpg

20211013_221002.jpg

  • ধাপ-৪:উপরের দিকে ওঠানো পেপার মাঝখানে আঠা দিয়ে জোড়া দিয়ে দিতে হবে।তারপর...

20211013_220819.jpg

20211013_220753.jpg

  • ধাপ-৫:পেপার জোড়া দিয়ে লাগানো গুলো এখন প‍্যাডের উপর শক্ত লাঠির মাথায় আঠা বসিয়ে লাগিয়ে দিতে হবে।তারপর...

20211013_220444.jpg

  • ধাপ-৬:একটি ফুল তৈরি করে শক্ত গোলাকৃত্তির প‍্যাডের মাঝখানে বসিয়ে দিতে হবে।

20211013_220351.jpg

20211013_220423.jpg

  • অবশেষে সেই হয়ে যাওয়া কাঙ্ক্ষিত রঙিন কাগজের ফুল।

20211013_220309.png

  • হয়ে যাওয়া ফুলের গ‍্যালারি থেকে স্কেনশর্টের দৃশ্য পটভূমি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে কিভাবে একটি ফুল তৈরি করতে হয় সেটি আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে।এটার মধ্যে দিয়ে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন‍্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার কাগজ দিয়ে বানানো ফুলের দৃশ্য। অবশ্যই আপনার ড্রাইটি প্রশংসার দাবিদার।

ধন্যবাদ ভাইয়া।

চমৎকার কারুকাজ আপনার হাতের! আমি প্রশংসা করছি আপনার এই সুন্দর কাজের। কাগজের ফুল সত্যি অসাধারণ হয়েছে ভাই। প্রতিটি স্টেপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি এই পোস্টের মাধ্যমে। শুভকামনা আপানার জন্য 😊

ধন্যবাদ ভাইয়া।

❤️❤️

সৃজনশীলতা পৃথিবীতে নতুনত্বের আবির্ভাব ঘটায়।কাগজের ফুল সত্যি অসাধারণ হয়েছে ভাই। আপনার প্রতিভাকে আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টের মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করার জন‍্য।

 3 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু।

 3 years ago 

কাগজের ফুল সত্যি অসাধারণ হয়েছে ভাই। প্রতিটি স্টেপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি এই পোস্টের মাধ্যমে। শুভকামনা আপানার জন্য

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন‍্য।

ভাই,আপনার বানানো কাগজের ফুলটি অনেক সুন্দর হয়েছে।আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।শুভ কামনা রইলো।

আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার বানানো কাগজের ফুলটি বেশ সুন্দর হয়েছে।আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর করে কমেন্টের মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করার জন‍্য।

 3 years ago 

অসাধারণ ভাইয়া👍।সত্যিই আপনি দারুণ রং এর কাগজ ব্যবহার করেছেন।খুব সুন্দর হয়েছে আপনার diy টি।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ দিদি