আমার দিনলিপি|২৩ সেপ্টেম্বর ২০২১|১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম সবাইকে
আমি রাহুল
বাংলাদেশ থেকে


বন্ধুরা আসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন আমিও ভালো আছি ।প্রতিদিনের মত আমি আজকে আমার দিনলিপি টি উপস্থাপন করব ।ত উপস্থাপন করার আগে কিভাবে উপস্থাপন করবো সেই বিষয়টি অবশ্যই এখানে আমি তুলে ধরব ছবি সহ।কিভাবে আমি আমার সারাদিনের দিনটিকে অতিবাহিত করেছি সেটি নিয়েই লেখা যাক...


IMG_20210923_062511.jpg

ছবি
লোকেশন:https://what3words.com/likening.tell.bricks
ক্যামেরা oneplus 8T ক্লিক @rahul75

আজ খুব সকালে ঘুম থেকে উঠি। গত কালকে রাতে একটু আগে আগে ঘুমিয়ে যাওয়ার কারণেই মূলত আজকে আমি খুব সকাল বেলা উঠতে পারি। যদিও আমি বেশি সময় ধরে ঘুমাতে পারিনা। কারণ আমার আম্মু আমাকে খুব সকালবেলায় ডাক দিয়ে থাকেন। তেমনি আজকে আম্মু আমাকে সকালবেলায় ডাক দিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠার পর আমি আমার রুমে গেলাম। ওয়াশ রুমে গেলাম ,ওয়াশরুমের কাজ সেরে বাইরের দিকে বের হলাম। সকালবেলা আমি মূলত আমার বাসার কাছেই একটি ডুবা আছে। সেই ডুবা কাছে ডুবার পাড়ে আমি গিয়েছিলাম। সকাল বেলার সেই সুন্দর পরিবেশ টি দেখার জন্য। যদি পাড়ে না যেতে পারতাম তাহলে বুঝতে পারতাম না যে সকাল বেলার একটা সুন্দর মনোরম দৃশ্য চোখে পড়ার মতো। তাই সকাল বেলা আমার বাড়ির দক্ষিণ একটু যায়। ওখানে যাই নিস্তব্ধতা কোন শব্দ নেই । কোন পরিবেশে কোন শব্দই নেই। যার কারণে সময়টা খুব ভালো লাগে। জিম জম পরিবে। তারপর ঐদিকে আম্মু সকাল বেলার নাস্তা তৈরি করে রেডি। তাই আমি আবার বাসায় চলে আসলাম ।সকালবেলা দেখি আম্মু খুব ভালো কিছু নাস্তা তৈরি করে। তার মাঝে হচ্ছে পরোটা ডিম ভাজি সকালবেলা এরকমভাবে খাওয়া-দাওয়া করে, সুন্দরভাবে সকালের সময়টা অতিবাহিত করলাম ।খুবই ভালো লাগলো।


IMG_20210923_132537.jpg

ছবি
লোকেশন:https://what3words.com/likening.tell.bricks
ক্যামেরা oneplus 8T ক্লিক @rahul75

দুপুরবেলা আমি একটু বাইরে গিয়েছিলাম। বাজার করতে বাজার করার জন্য ।আমি একটা যে রাস্তা দিয়ে যাচ্ছিলা। সেটা খুবই সুন্দর একটি রাস্তা। তো এই রাস্তার সুন্দর্য হলো যে রোদ দেখা দিলে রাস্তার মাঝে পড়ে গাছের সুন্দর ছায়া কারনে রোদগুলো রাস্তার মাঝে পড়ে যার কারণে রাস্তাটা খুব চাকচিক্য মনে হয় । এবং রাস্তা টা খুব সুন্দর তাই এ রাস্তা দিয়ে বাইক চালালে খুবই ভালো লাগে ।তাই আমি আমার বন্ধুকে নিয়ে যখন যাচ্ছিলাম খুব সুন্দরভাবেই অর্থাৎ টপ স্পিড চালাচ্ছিল ।সে খুব দ্রুতই বাজারে গিয়ে পৌঁছে গেলাম । আর তারপরে আমি আমার জন্য বেশকিছু তরকারি সবজি এসব নিয়ে আসলাম ।


IMG_20210923_172517.jpg

IMG_20210923_172538.jpg

ছবি
লোকেশন:https://what3words.com/weary.briskly.locked
ক্যামেরা oneplus 8T ক্লিক @rahul75

আসার জন্য বিকালবেলা মূলত আজকে আমি গিয়েছিলাম ।একটি সুন্দর আমাদের শহরের রেস্টুরেন্টে। তো সেখানে আমি প্রথমে গেলাম দেখলাম দুই তিনজন মানুষ আছে ।তারপর আমি এবং আমার এক বন্ধু দুজনেই সেখানে গিয়েছিল। তো যাওয়ার পরে দেখি আমরা কি খাবো তার পরে দেখার পর মনে হচ্ছে যে আমরা সেট মেনু তাই অর্ডার করি । তারপরে আমি সেন্ড মানি অর্ডার করলাম। সেখানে ছিল ফাইড রাইস। ভেজিটেবল, চিকেন ফ্রাই। এসব নিয়ে একটা প্যাকেজ 250 টাকা ছিল। খুব ভালই লেগেছিল এই প্যাকেজ। তারপর আমি এবং আমার বন্ধু খুব খাওয়া-দাওয়া করলাম । খাওয়া-দাওয়া করার পরে একটি ছবি তুললাম খাওয়া-দাওয়ার পরে টাকা টি দিয়ে ,বিল পরিশোধ করে আমি এবং আমার বন্ধু বিকাল বেলা চলে আসলাম। এবং এরই মাঝে সন্ধ্যার আজান দিয়ে দিলো । মাগরিবের নামাজ পড়লাম নামাজ পড়ে বাসায় ফিরে আসলাম।


IMG_20210923_212537.jpg

IMG_20210923_212544.jpg

IMG_20210923_212559.jpg

ছবি
লোকেশন:https://what3words.com/likening.tell.bricks
ক্যামেরা oneplus 8T ক্লিক @rahul75

আমার বাসার পাশেই একটি রেল লাইন সেখানে । আমাদের প্রায়ই যাওয়া হয়ে যেত বাসার পাশের রেললাইন তো রাতে খুব সুন্দর একটা দৃশ্য আমি আপনাদের সময় দেখাবো। রাতের যে এত সুন্দর একটা দৃশ্য তায় আমি আমার ফোনে দিয়ে ওই রেল লাইন সহ আকাশের কিছু ছবি তুলি। এবং সেটা দেখার পরে খুবই আমার কাছে ভালো লাগ। তারপর আমি সেটি আমার ফোন দিয়ে তুলে নিলাম । এবং কিছুক্ষণ পরে আমি আমার ঘরে গেলাম যাওয়ার পরে আমি আমার ল্যাপটপটা অন করলাম। মোবাইলটা হাতে নিলাম। যদি এই কাজ করছি ল্যাপটপের স্ক্রিনটা ওপেন করলম । তারপরে কিছুক্ষণ ফেসবুকে ব্রাউজিং করলাম এবং ইউটিউবে কিছুক্ষণ ব্রাউজিং করলাম। একটা মুভি দেখতে মন চাইল তাই আমি একটা মুভি ওপেন করলাম ।মুভিটি দেখে আমার খুবই ভালো লাগলো রাতের বেলা । আমি ক্রিশ মুভি টি মূলত দেখছিলাম । তো এটা আমি আগেও অনেকবার দেখেছি ।তারপরও আমার কাছে মনে হচ্ছে যে আজকে একটু দেখি তারপরে কিছুক্ষণ মুভি দেখলাম। কিছুক্ষণ গান শুনলাম শোনার পরে অনেক রাতের দিকে চলে যাচ্ছে মনে হচ্ছে তারপরে আমার মনে হচ্ছে যে এখন আমার ল্যাপটপ এবং ফোন অফ করে চার্জে চার্জ এ দেই । কারণ সারাদিনই এগুলোর ব্যবহার করার ফলে রাতের বেলায় মূলত আমি চার্জ দিয়ে থাকি। তারপর চার্জে দিয়ে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি হয়ে যায় তারপর আমি আর ল্যাপটপ অফ করে ঘুমিয়ে পড়লাম ।


আশা করি আমার দিনলিপি একবার হলেও আপনারা পড়বেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাপোর্ট এবং অনুপ্রেরণাই আমাকে নতুন নতুন দিনলিপি লেখার সুযোগ করে দিবে আমি আশাকরি আমি সামনে আরো সুন্দর সুন্দর দিনলিপি আপনাদেরকে উপহার দিতে পারব সবাই আমার জন্য দোয়া করবেন


আমার পরিচয়

IMG_3294.JPG

আমি রাহুল । বাংলাদেশ থেকে বলছি । আমি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি অনার্স চতুর্থ বর্ষে। আমার বাংলা ব্লগে আমি নতুন । আমার জন্য সবাই দোয়া করবেন ।

ইতি রাহুল


Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61467.71
ETH 3435.85
USDT 1.00
SBD 2.51