আমার দিনলিপি প্রথম পর্ব ০৭/০৯/২০২১ ||10% Beneficiary To @shy-fox ||

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা সালামুআলাইকুম ,
আশা করি সবাই ভাল আছেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং কৃপায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ।. আমি আমার গতকালকের দিনলিপি শেয়ার করব ।আশা করি সবাই আমার দিনলিপি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। তো চলুন শুরু করা যাক ......


সকাল


IMG_20210906_061810.jpg


ঠিক সকাল বেলা সূর্যোদয়ের সময় যখন আমি দাঁড়িয়ে ছিলাম আমার গ্রামের সেই ডুবা জায়গাটিতে
location

আমি গতকাল সকালে খুব ভোরে ঘুম থেকে উঠার পর আমার বাড়ি থেকে একটু সামনে হেটে হেটে যায় ।সেখানে একটি ডোবা ছিল । সেখানে কিছুক্ষণ আপন সুখে থাকিয়ে তাকিয়ে ছিলাম । কারণ সেখানে আমাদের প্রথম সূর্যোদয় হয় । তাই আমি সূর্যোদয় দেখার জন্য মূলত এবং সবুজ ঘেরা গ্রামটি সকালবেলা উপভোগ করার জন্য সেখানে সকাল-সকাল উপস্থিত হয়েছিলাম । তারপর আমি সকালবেলা দেখি বাতাস বইছে । ধান আঁকাবাঁকা বাতাসে সেখানে কিছুক্ষণ থাকার পর আমি আমার বাসার দিকে ফিরে আসলাম । বাসায় এসে সকালের নাস্তা করলাম । নাস্তা করে সকালের সময় আমি অতিবাহিত করলাম ।


দুপুর


IMG_20210906_131238.jpg


দুপুরবেলা রোদে কুকুর সাথে খেলা করা
location

দুপুরবেলা আমি আজকে বাসায় ছিলাম । আমার একটি পোষা কুকুর আছে তার নাম হচ্ছে টমি ।সে খুবই আমার সাথে মজা করে । গতকাল অনেক রোদ থাকার কারণে পরিবেশের তাপমাত্রা এত পরিমান বৃদ্ধি পেয়েছিল , যার কারণে আমার টমি এবং আমি নিজেও অনেক হাপিয়ে গিয়েছিলাম । ঠিক তখনই আমি আমার টম এর সাথে কিছুক্ষণ সময় দিচ্ছিলাম । আমি তার দিকে তাকিয়ে ছিলাম । সে দেখছি তার মুখ থেকে লালা ঝরাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে আজকে প্রচন্ড রোদ উঠেছে । তখন আমি চিন্তা করলাম যে কিছুক্ষণ তার সাথে আড্ডা দেওয়া যাক । সময় কুকুর আমার টমি সে বিশ্রাম নিচ্ছি ।তারপর দুপুরবেলা আমি আমি টমি কে গোসল করে দিলাম ।এবং সে কিছুটা তার হাঁফ ছেড়ে বাঁচল । আমার তাই মনে হচ্ছে তারপর আমি নিজেও গোসল করে দুপুরের খাওয়া-দাওয়া করে একটু বিশ্রাম নিব।

বিকাল ও সন্ধ্যা

IMG_20210906_131357.jpg


সন্ধ্যার পরে পার্কে খাওয়ার সময় সেই সুস্বাদু খাবারের ছবি
location

প্রতিদিনের মত আমি বিকেল বেলা একটু ঘুমাই । তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কারণ আমি আজকে বাহিরে যাব বাইরে । গিয়ে লুচি ডাল এর একটা প্যাকেজ আছে আমাদের এদিকে তো এটা খাওয়ার উদ্দেশ্যে আমি আমার ঘর থেকে রওনা হলাম ।স্ট্রিটফুড মোটামুটি অনেক ভালো লাগে । রাস্তার খাবার গুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে অনেক পছন্দ করি ।তো ওইটা আমার বাসা থেকে স্ট্রিটফুড খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ।এবং খাবারটা খেলাম খুবই একটি সুস্বাদু খাবার ছিল । মূলত বিকাল বেলা ঘোরাফেরা করলেও নামাজ পড়ার পর আমি যখন বাসায় ফিরি তখন খাবারটা খাই আর তখনই আমি সন্ধ্যার পরে ছবিটি তুলি


রাত


IMG_20210906_211056.jpg


একটি চাঁদনী রাত খুব সুন্দর একটি ছবি
location

গত কাল রাতে একটু অন্যরকম ছিল ।আকাশে প্রচুর পরিমাণে তারা ছিলো, এবং তার সাথে একটি জোসনা রাত ছিল । রাতের চাঁদটা এত সুন্দর ছিল যে কিছুক্ষণ সময় বসে থাকার পরে মনে হচ্ছিল আরেকটু সময় দেই ।কিছুক্ষণ বাইরে চাঁদ দেখার জন্য বের হলাম ।তখন আমার হাতের ফোনটা নিয়ে বের হলাম । চাঁদের ছবিটি আমি ক্যামেরাবন্দি করলাম ।এবং আমার ছোট ভাইকে ডাক দিলাম চাঁদের ছবি টা দেখানোর জন্য ।সে দেখে খুব খুশি হয়ে সে নিজেও ঘর থেকে বের । এবং ছবির দিকে দিকে তাকিয়ে রইল এবং ছবি দেখে খুব খুশি হলো ।আমরা সবাই একসাথে খাবার খেলাম । খাওয়া-দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে গেলাম ।পড়তে বসলাম কিছুক্ষণ সময় পড়াশোনা শেষ করে রাতের ঘুমানোর জন্য প্রস্তুতি নিলা। তারপর শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুক, ইউটিউব এগুলো দেখলাম। অবশেষে ঘুমিয়ে গেলেম


আশা করি আমার দিনলিপি সবাই একবার হলেও পড়বেন এবং কোন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে আমার দিনলিপি শেষ করলাম


Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি দিন ছিল। প্রতিটি মুহূর্তের বর্ণনা অনেক সুন্দর করে দিয়েছেন। ছবিগুলো বেশ সুন্দর হয়েছে আপনার। ধন্যবাদ

 3 years ago 

@saminভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আশা করি সামনে আরও সুন্দর সুন্দর দিনগুলো আপনাদের মাঝে শেয়ার করবো দোয়া করবেন আমার জন্য

আপনার সারাদিনের প্রতিটা সময় এর বর্ণনা করেছেন। পড়ে অনেক ভালো লাগলো। শুভেচ্ছা আপনার জন্য।

 3 years ago 

@hayatভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আশা করি সামনে আরও সুন্দর সুন্দর দিনগুলো আপনাদের মাঝে শেয়ার করবো দোয়া করবেন আমার জন্য

 3 years ago 

টমির ছবিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, টমির সাথে সময় কাটানো টা আপনার অসাধারণ ছিলো,আপনার পরবর্তী দিন গুলো ভালো কাটুক দোয়া রইল

 3 years ago 

@jibon47টমির সাথে ভাই আমি প্রতিদিনই খেলা করি আমার এটা পোষা কুকুর ধন্যবাদ ভাই এ

 3 years ago 

চেষ্টা করবেন এই ধরনের পোস্ট আরও বেশিসংখ্যক ছবি যোগ করার। বেশ ভালো লিখেছেন পোষ্টের শেষের দিকে ডিভাইস ইনফর্মেশন দিলে ভালো হয়।

যদি আপনি স্টিমিট প্লাটফর্মে ভালো করতে চান তাহলে নিচের @moh.arif ভাই এর পোস্টটি আগামী দু-তিন দিনের ভেতরে খুব ভাল করে পড়ে নেবেন এবং বুঝতে হবে আপনাকে। যদি কোন কিছু না বুঝতে পারেন তাহলে মডারেটরদের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে আশাকরি আপনার স্টিমিট জার্নি অনেক সুন্দর হবে।

https://steemit.com/hive-129948/@moh.arif/amar-bangla-blog-tutorial-collection

 3 years ago 

@rupok ওকে ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61651.26
ETH 3452.23
USDT 1.00
SBD 2.52