The Diary Game 3: September -21| 09 | 2021 ||
আসসালামু আলাইকুম
আজ ২১ শে সেপ্টেম্বর ২০২১ ইং রোজ মঙ্গলবার
সকাল
আপনারা সকলেই কেমন আছেন। আল্লাহ তায়া’লার অশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি।
আজ সকাল বেলা ঘুম থেকে ওঠে দেখি প্রকৃতির র্নিমল হাওয়া। শিশির ভেজা সকাল। ব্রাশে পেষ্ট নিয়ে আনুমানিক ৫ মিনিট ব্রাশ করলাম । এরপরে হাত মুখ ধৌত করলাম। সকালের নাস্তা শেষ করলাম। আজকের নাস্তা ছিল পরোটা আর ডিম ভাজি।এরপরে বাবার সাথে গেলাম গরুর জন্য খাবার আনতে আমাদের বাগানে। ঘাস নিয়ে এসে কেটে দিলাম।তারপর ৯.৩০ মিনিটে ভাত খেলাম।ভাত খেয়ে কিছুক্ষণ আরাম করলাম। আমার ছেলে কান্নায় ভেঙ্গে পরে তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। ছেলেকে বুকে নিতে না নিতেই কলিজা ঠান্ডা হয়ে গেল। আসলেই এই পৃথিবীতে বাবায় একমাএ ব্যক্তি যে কিনা নিজের সবটুকু ভালোবাসা দিয়ে সন্তানকে বুকে আগলে রাখে। তবে এতটুকু বোঝার ক্ষমতা হয়ত আল্লাহ আমাকে দিয়েছেন। সত্যিই এটা মুখে কখনো প্রকাশ যায় না। এখন বুঝি।
দুপুর
আজকের দুপুরটা ছিল বেশ সুন্দর। প্রকৃতির বুকে যেন দুলছে হাওয়া। ঝলমলে রৌদের হাসি।ভর দুপুরে গেলাম পুকুরে গোসল করতে। পুকুরে মাছের খাবার দেয়ার পর গোসল করলাম।এরপর বাসায় এসে কাপড় পরিবর্তন করি।
বিকাল
বিকেলে ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে একটু নাস্তা করি।এরপর আসরের নামাজে যাই।বাবা মার সাথে গল্প করি।তারপর গরুর জন্যে খড় নিয়ে আসি।তারপর কিছুক্ষণ লুডু খেললাম।
সন্ধা
সন্ধা সময় নামায পরে এসে গেলাম বাজারে। মামা ভাগিনা মিলে অনেক দিন বাজারে পুরা আড্ডায় দিলাম। এর মামা আমাকে নাস্তা করায়।তারপর সেলুনের দোকানে গিয়ে চুল কাটি। তারপরে বাসার দিকে রওনা হই।
রাত
বাজার থেকে বাসায় এসে বাজে রাত ১০ টা এর পরে ফ্রেশ হয়ে নামায পড়লাম। তারপর রাতে খাওয়া-দাওয়া করি।খাওয়া -দাওয়া শেষে চোখ রাখি টিভির পর্দায়। এরপর রাতে ঘুমিয়ে পড়ি।
সকলের জন্য রইলো শুভকামনা। সকলেই সুস্থ থাকবেন। সতর্ক থাকবেন করোনা মহামারীতে।আমরা সকলেই স্বাস্থ বিধি মেনে চলব। নিজে ভাল থাকব,অন্যকে ভাল রাখার চেষ্টা করব। সকলেই ভাল থাকবেন আশা রাখি।আর আমার ব্লগ পরিদর্শন করার জন্য ধন্যবাদ সবাইকে
ভালো একটি দিন কাটিয়েছেন
জি ভাই দিনটি আমার জন্যই ভালো ছিল।ছেলের সাথে কাটানো সময়।ধন্যবাদ
সুন্দর একটা দিন কাটিয়েছেন।
ছেলের সাথে কাটানো কিছু সময়।ধন্যবাদ
সুন্দর একটি দিন ছিল ভাইয়া।
ধন্যবাদ ভাই। এই দিনটি,ছিল আমার সবথেকে একটি ভালো দিন।