||লেভেল ০২ হতে আমার অর্জন-By @raihanul2512|| [10% @shy-fox and 5% @abb-school]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,
আমি মোঃ রায়হানুল ইসলাম @raihanul2512। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছি। কিছুদিন আগে আমি 'আমার বাংলা ব্লগ' এ যুক্ত হয়েছি। ইতিমধ্যেই লেভেল ০১ সম্পন্ন করেছি। এরপর লেভেল ০২ এর ক্লাস ও ভাইভা কমপ্লিট করেছি। এরপরে লেভেল ০২ এর লিখিত পরীক্ষার অনুমতি পেয়ে আজ আপনাদের সামনে উপস্থাপন করছি।

20220525_081955.jpg

কি সিকিউরিটি:
আমার বাংলা ব্লগে কাজ করে যে রিওয়ার্ড অর্জন করব তা যেন হ্যাকারদের হাতে না যায় এজন্য একাউন্টের কীগুলো এবং পাসওয়ার্ড নিরাপদ রাখতে হবে। এ ছাড়া কোন ভাবে হারিয়ে গেলেও সমস্যায় পড়তে হবে। কারণ এই প্লাটফরমটি ডিসেন্ট্রালাইজড। তাই কী সিকিউরিটি অত্যন্ত জরুরী।

পাওয়ার আপ:
পাওয়ার আপ বলতে বুঝায় স্টিম কে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার এ উন্নীত করা। যত বেশি স্টিম পাওয়ার থাকবে ততবেশি রিওয়ার্ড অর্জন করার সম্ভাবনা থাকবে।

ডেলিগেশন:
যখন কারো কাছে অনেক বেশি স্টিম পাওয়ার থাকে, কিন্তু পর্যাপ্ত সময় থাকেনা এই অবস্থায় অন্যকে এই স্টিম পাওয়ার গুলো ভোট দেওয়ার জন্য দেওয়াকে ডেলিগেশন বলে। যাকে দেওয়া হবে সে তার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবে এবং যে দেবে সে চাইলেই ফেরত নিতে পারবে।
স্টিম পাওয়ার কম থাকলে ডেলিগেশন করবো আর যদি বেশি থাকে এবং হাতে সময় থাকে তাহলে ডেলিগেশন না করে নিজেই ভালো পোস্ট দেখে ভোট দেবো।

ওয়ালেট নিয়ন্ত্রণ:
আমাদের রিওয়ার্ড গুলো ওয়ালেটে জমা থাকে। তাই ওয়ালেট কে গুরুত্বের সাথে সংরক্ষণ করতে হয়। লিকুইড স্টিম কে পাওয়ার আপ বা সেভিংস এ রাখতে হবে। আর আমাদের প্রাপ্ত কীগুলো যেন হারিয়ে না যায় এবং কারো হাতে না যায় এজন্য সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে। লগইন করার সময় বিশ্বস্ত ব্রাউজার ব্যবহার করতে হবে।

[প্রফেসর গণের দেওয়া লেভেল ০২ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর]

•পোস্টিং কী এর কাজ কি?
উত্তর: পোস্ট কমেন্ট করা এবং পোস্ট কমেন্ট এডিট করা, আপ এবং ডাউন ভোট দেওয়া, পোস্ট রিস্টিম করা, অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা, ফলো এবং আনফলো করা ইত্যাদি।

•অ্যাক্টিভ কী এর কাজ কি?
উত্তর: ব্যালেন্স ট্রান্সফার করা, SBD থেকে Steem এ কনভার্ট করা, পাওয়ার আপ এবং পাওয়ার ডাউন করা, উইটনেস ভোট দেওয়া, প্রোফাইল এডিট করা, এক্সচেঞ্জ ক্রয়-বিক্রয় করা, নতুন ব্যবহারকারী তৈরিতে ইত্যাদি।

•উনার কী এর কাজ কি?
উত্তর: অ্যাক্টিভ কী, পোস্টিং কী এবং উনার কি পরিবর্তন করা, একাউন্ট রিকভার করা ইত্যাদি।

•মেমো কী এর কাজ কি?
উত্তর: এনক্রিপ্ট করা মেসেজ পড়া এবং পাঠানো মেমো কী এর কাজ।

•মাস্টার পাসওয়ার্ড এর কাজ কি?
উত্তর: মাস্টার পাসওয়ার্ড সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা কী এর কাজ মাস্টার পাসওয়ার্ড দ্বারা করা সম্ভব।

•মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার পরিকল্পনা কি? উত্তর: একটি একাউন্ট এর জন্য মাস্টার পাসওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এটাকে যত্নের সাথে রাখতে হবে। এজন্য আমি নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছি:-
-পিডিএফ ফাইল ডাউনলোড করে রেখেছি।
-সংরক্ষিত গুগল ড্রাইভে রেখেছি (২-স্টেপ ইমেইল ভেরিফিকেশন রয়েছে)
-কাজের সুবিধার্থে নোট প্যাড এ রেখেছি।
-ব্যক্তিগত ডায়েরিতে লিখে রেখেছি। -পেনড্রাইভে সংরক্ষণ করেছি।

•পাওয়ার আপ কেন জরুরি?
উত্তর: যার যত বেশি স্টিম পাওয়ার থাকবে সে ততো বেশি ভোট দিয়ে রিওয়ার্ড অর্জন করতে পারবে। নিজের অ্যাক্টিভিটি বাড়াতে চাইলে পাওয়ার আপ করা অবশ্যই প্রয়োজন।

•পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর: প্রথমে ওয়ালেটে অ্যাক্টিভ কী দিয়ে লগইন করতে হবে। তারপর স্ক্রিনে Steem ব্যালেন্স দেখতে পাবো এর পাশের ড্রপডাউন এ ক্লিক করতে হবে। সেখানে কয়েকটি অপশন আসবে অপশন গুলোর মধ্যে power up এ ক্লিক করতে হবে। তারপর নতুন একটি ইন্টারফেস আসবে। সেখানে প্রথম ঘরে নিজের ইউজারনেম দিতে হবে এবং তার নীচের ঘরে অ্যামাউন্ট বসাতে হবে। তারপর Power up লেখাতে ক্লিক করলে কাজ সম্পন্ন হবে।

•সেভিংস এ থাকা Steem অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়? উত্তর: তিন দিন পর।

•ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে?
উত্তর: পাঁচ দিন পর।

•ধরুন, আপনি @Heroism এ ২০০ এসপি ডেলিগেশন করেছেন, কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চান, এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এসপি লিখতে হবে?
উত্তর: ৩০০ এসপি।

@abb-school থেকে অনেক কিছু শিখতে ও জানতে পারছি, যা নতুন ইউজারদের সামনে এগিয়ে যেতে খুবই প্রয়োজন। আশা করি @abb-school এভাবেই আমাদের সাথে থাকবে।
প্রফেসরগণ সহ সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।
ধন্যবাদ

Sort:  
 3 years ago 

লেভেল টু এর সবগুলো বিষয় আপনি খুব ভালোভাবে আয়ত্ত করেছেন। এবং আপনার পোস্টে প্রত্যেকটা বিষয়ের উপর সুন্দর বর্ণনা করেছেন। এভাবেই সবগুলো লেভেল কমপ্লিট করে খুব দ্রুত আপনি একজন ভালো ইউজার হয়ে উঠবেন এই প্রত্যাশা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন যেন প্রতিটা লেভেল খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি।

 3 years ago 

ভাই আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি লেভেল 02 হতে অনেক কিছু শিখতে পেরেছেন। লেভেল 2 তে অনেক মূল্যবান মূল্যবান জিনিস শেখার আছে যা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আশা করব সবগুলো জিনিস আপনি খুব ভালোভাবে আয়ত্ত করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী লেভেল এর জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি লেভেল ২ লিখিত পরীক্ষায় অনেক সুন্দর করে দিয়েছেন। আসলে এই কমিউনিটিতে শেখার কোন শেষ নেই। আপনি যদি প্রতিটা লেভেল ভালোভাবে শেষ করে আসতে পারেন তাহলে একদিন ভেরিফাইড মেম্বার হবেন। তারপরেই আপনি সঠিক নিয়মে কমিউনিটিতে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

দেখে বোঝা যাচ্ছে যে লেভেল টু সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছেন ভাই। আশা করছি আপনি অতি দ্রুত আপনার লেভেল গুলো পার হয়ে ভেরিফাইড মেম্বারে চলে আসবেন। শুভকামনা রইলো আপনার অদূর ভবিষ্যতের জন্য।

 3 years ago 

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি লেভেল টু থেকে ভালো কিছু মোটামুটি ভালো কিছু শিখতে পেরেছেন। আসলে এবিবি স্কুল আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় যেগুলো আসলে আমাদের জানা থাকে না। আপনার পোস্টের উপস্থাপনা ভালো হয়েছে অনেক অনেক শুভকামনা রইল আপনার পরবর্তী লেভেলের জন্য।

 3 years ago 

আপনি খুব সহজ সাধারণ ভাবে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়ার চেষ্টা করেছেন, আপনি প্রশ্নের উত্তর গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছেন দেখে আমি খুবই খুশি হলাম, দোয়া করি আপনার আগামী লেভেল গুলো আপনার জন্য সহজ হবে, শুভকামনা রইল ভাই।

 3 years ago 

লেভেল ২ এর বিষয় বস্তু গুলো খুব ভালো ভাবে উপস্থাপনা করেছেন। আশা করি শিগ্রই এই লেভেল অতিক্রম করে যাবেন। পরবর্তি লেভেল এর জন্য শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

বিষয়গুলো মোটামুটি ঠিকঠাক ভাবে উপস্থাপন করেছেন। ভালো লেগেছে আপনার উপস্থাপনা টি আমার কাছে। এভাবেই সফলতার সহিত পরবর্তী লেবেলগুলো পার করুন এই প্রত্যাশা রইল।

 2 years ago 

এবিবি স্কুলের লেভেল টু থেকে যে জ্ঞান লাভ করেছে সেটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এভাবে নিয়মিত ক্লাস করুন আর নিত্য নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকুন।

 2 years ago 

লেভেল 2 এর প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনি অনেক সুন্দর ধারণা পেয়ে গেছেন তা আপনার তৈরি করা এই পোস্ট দেখেই আমি বুঝতে পারছি। আপনার জন্য শুভকামনা রইল যেন আপনি পরবর্তী লেভেল গুলো খুবই সুন্দরভাবে উর্ত্তীন্ন হতে পারেন।