Steem Bangladesh Contest | Poetry Recitation | Kobor by Jashimuddin|@rajib833
Hlw everyone from @steembangladesh community.Hope guyz are well by the grace of Almighty.
Today i'm gonna perform a beutiful poem and you all know about this famous poem ,"kobor" written by Pollikobi Jashimuddin for the contest.I used c# tanpura sound in my background to make the recitation more beutiful.
Here is my perform:
Written format:
কবর
__জসীমউদ্দীন __
এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা!
সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি
লাঙল লইয়া খেতে ছুটিলাম গাঁয়ের ও-পথ ধরি।
যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত
এ কথা লইয়া ভাবি-সাব মোরে তামাশা করিত শত।
এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে
ছোট-খাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে।
বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা
আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।
শাপলার হাটে তরমুজ বেচি দু'পয়সা করি দেড়ী,
পুঁতির মালার একছড়া নিতে কখনও হত না দেরি।
দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে,
সন্ধাবেলায় ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাটে!
হেস না- হেস না- শোন দাদু, সেই তামাক মাজন পেয়ে,
দাদি যে তোমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে!
নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে,
পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখিজলে।
আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায়!
হাত জোড় করে দোয়া মাঙ দাদু, আয় খোদা! দয়াময়,
আমার দাদীর তরেতে যেন গো ভেস্ত নসিব হয়।
Hope you guyz enjoyed my recitation.Please pardon my mistake .Cordially thanks to my elder brother @tarpan and @toufiq777 for your hard work for the betterment of the community.
Thank u everyone
Stay safe ❤️
Aha aha... R koto talent dekhabi re vai?
Btw ai talent ta ki ami sobai k share dbo?🤪
Ei talent ta jate kew na dekhte pare tai ajk 3 hours waste dtube khulsi dada 🤣 ami ashirbad parthi kebol 🙏
Nice recitation of this great poem!
Thank u so much
ভালো হয়েছে। তবে আপনার ইউজার নাম বলতে লাগতো।
Vai sorry next time sure bolbo
এত এত ট্যালেন্ট দেখে আমি সত্যিই অনেক ইন্সপায়ার হই।
Apnr vdo dekhe dekhe always inspire nite thaka ami 😇
You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.