SEC-S17 /W5| "🔮 What is your biggest Fantasy?🪄"

in Steem For Pakistan23 days ago

কেমন আছেন বন্ধুরা? আমি মহান আল্লাহ্‌ তা’লার অশেষ মেহেরবানীতে ভালোই আছি।

আজ আমি Steem For Pakistan কমিউনিটিতে চলমান এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন সতেরো এর পঞ্চম সপ্তাহের প্রতিযোগীতায় অংশ নিতে চলছি। তাহলে শুরু করা যাকঃ-

Green Pastel Cute Simple Page Border  Document A4.png

Edit by canva

প্রতিযোগীতার প্রথম প্রশ্নটি ছিলোঃ What's your dream world like?

প্রতিটি মানুষের নিজস্ব স্বপ্নের পৃথিবী রয়েছে। সেই পৃথিবীতে তারা প্রায়ই হারিয়ে যায়। কল্পনায় বিভিন্ন কিছু করতে থাকে। ঠিক তেমনি আমারো একটি স্বপ্নের পৃথিবীর রয়েছে। আমি যখন দুশ্চিন্তাগ্রস্থ থাকি ঠিক তখনি স্বপ্নের পৃথিবীতে হারিয়ে যাই।

আমার স্বপ্নের পৃথিবীতে রয়েছে বিশাল এক রাজপ্রাসাদ। সেখানকার রাজা আমি। আমার প্রজারা আমাকে খুব ভালোবাসে এবং আদর যত্ন করে। আমার সাথে থাকে আমার স্ত্রী ও সন্তান। সন্তানকে প্রতিদিন পঙ্খীরাজ ঘোড়ায় চরিয়ে নিয়ে ঘুরতে যাই।

আমার পুরো স্বপ্নের পৃথিবী তাকে ঘুরে ঘুরে দেখাই। বিভিন্ন কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেই। সেখানকার ফুলগুলো এতটাই সুন্দর যে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। ফুলের সুবাস মন ভরিয়ে তোলে।

এরপর সেখানে রয়েছে মিষ্টি পানির স্রোত। একবার পানি পান করলে তিন দিন আর পানি পান করতে হয় না। আমার স্বপ্নের পৃথিবীতে খাবার এবং সম্পদে পরিপূর্ণ। সেখানে নেই কোন অভাব। চারিদিক ফল ও ফুলের গাছে পরিপূর্ণ।

castle-5116436_1280.jpg
source

পাখিরা তাদের মনের আনন্দে ইচ্ছেমত ফল খেয়ে থাকে এবং এগাছ ওগাছ নেচে নেচে ঘুরে বেড়ায়। খাবার হিসেবে রয়েছে খাঁটি দুধের তৈরি বিভিন্ন রকমের মিষ্টান্ন জাতীয় খাবার।

যেহেতু আমার মিষ্টি জাতীয় খাবার বেশ ভালো লাগে। এই হলো আমার স্বপ্নের পৃথিবী।

প্রতিযোগীতার দ্বিতীয় প্রশ্নটি ছিলোঃ Tell us about your craziest adventure in your imagination.

আমার কল্পনায় আমার পাগলাটে এডভেঞ্চার সত্যি পুরোপুরি পাগল টাইপের। কেননা আমি আমার স্বপ্নের পৃথিবীর রাজা। তাই আমার নিয়ম অনুযায়ী সব চলবে। আমি ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করি।

কিন্তু সময় এবং সুযোগের অভাবে এখন আর তেমন ঘোরাঘুরি করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমার স্বপ্নের পৃথিবীতে আমি ইচ্ছেমত ঘোরাঘুরি করি। কেননা ঘোরাঘুরি করা এবং বিভিন্ন জিনিস উপভোগ করা এক ধরনের এডভেঞ্জার।

আমি এডভেঞ্চার রোমাঞ্চিত করে তুলতে একটি পঙ্খীরাজ ঘোড়ার সাহায্য নেই। ঘোড়াটি আমার কথামতন সব কাজ করে। ঘোড়াটির ডানা আছে বিধায় সেটি ঊড়তেও পারে। ঘোড়ার পিঠে চড়ে আমি পুরো পৃথিবী ঘুরে দেখি।

বিভিন্ন পশু পাখির সাথে সময় কাটাই। পশু-পাখিগুলোর বাচ্চা অদল বদল করে দেই। এ নিয়ে তাদের মাঝে তুমুল ঝগড়া হয় আর আমি এগুলো বসে বসে উপভোগ করি।

সমুদ্রের পারে বসে সময় কাটাই। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পরে এবং লাল রঙের মত আকার ধারণ করে তখন সূর্যকে হাত দিয়ে টেনে আবার পূর্ব আকাশে পাঠিয়ে দেই।

sunset-2205553_1280.jpg
source

এতে করে যারা নিশাচর প্রানী তারা বেশ বিরক্ত হয় আমার কাজে। এরপর উঁচু উঁচু পাহারের উপরে উঠে লাফ দিয়ে নিচে পরি।

ঠিক মাটি স্পর্শ করার আগেই আমার পঙ্খীরাজ ঘোড়া এসে তার বিশাল ডানা দিয়ে আমাকে আবৃত করে নেয়। সব মিলিয়ে বিষয়গুলি আমি দারুন উপভোগ করি।

প্রতিযোগীতার তৃতীয় প্রশ্নটি ছিলোঃ If you could live in a fairy tale, which one would you pick and why?

আমি যদি কোন রুপকথার গল্পে থাকতে পারি তাহলে আমি রাজকুমার অর্থ্যাৎ রাজার ছেলে হওয়াটাকেই সবার আগে বেচে নেবো। কেননা সেই ছোট্ট বেলায় দাদির মুখে বিভিন্ন রুপকথার গল্প শুনেছি।

সেখানে বড় বড় রাক্ষস আর দৈত্য দানবদের ঘায়েল করতো রাজকুমার। রাজকুমার তার বুদ্ধির জোরে এত বড় শক্তির সাথে লড়াই করতো। এছাড়াও রাজকুমারদের ছিলো নির্দিষ্ট সৈন্যবাহিনী। যারা সবসময় রাজকুমারের কথা শুনতো।

আমার কল্পনায় আমি রাজকুমার তাই আমি ইচ্ছেমত ঘুরে বেড়াবো। এই রাজ্য থেকে ঐ রাজ্য। কোথাও যেতে আমার কোন বাধা থাকবে না। প্রতিটি রাজ্যের মুখোরচক খাবারগুলোর স্বাদ নেবো।

equestrian-913736_1280.jpg
source

কারোর দুঃখ কষ্ট থাকলে সেগুলো ঘুচানোর চেষ্টা করবো। কোন রাজ্যে বড় কোন দৈত্য থাকলে তার সাথে মোকাবেলা করবো এবং তাকে হারিয়ে দেবো। পরে সেই রাজ্যের রাজকন্যাকে বিবাহ করবো।

প্রতিযোগীতার চতুর্থ প্রশ্নটি ছিলোঃ If you could bring one fantasy creature to life, what would it be?

আমি সবসময় আমার কল্পনায় একটি প্রানীকে নিয়ে আসি আর সেটি হলো পঙ্খীরাজ ঘোড়া। এই ঘোড়া স্থলে এবং আকাশে উভয় স্থান দিয়ে চলাচল করতে সক্ষম।

ঘোড়াটির বিশাল দুটি পাখা থাকায় এক স্থান থেকে আরেকটি স্থানে যেতে খবু বেশি সময় ক্ষ্যাপন হয় না।

horse-3395135_1280.jpg
source

এই ঘোড়াটি আমি আমার বর্তমান জীবনে পেলে সেটিকে মানুষের উপকারে বেশিরভাগ সময় ব্যবহার করতাম। কেননা অন্যের উপকারের মধ্যে প্রকৃত ভালোলাগা এবং ভালোবাসা লুকায়িত।

যাইহোক বন্ধুরা, এই ছিলো আমার প্রতিযোগীতায় অংশগ্রহন। এখন এই প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য আমি @mdkamran99 @mhmaruf @bdwomen @sumayaorin @nasir04 বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি।

আজ আর নয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই।

Sort:  
Loading...
 23 days ago 

You have shared a beautiful and quality content post. And I really it so much, And I really appreciate your fonds and your dreams. And your imagination also, your dream and adventure is really interesting. Well best of luck for the contest

@installation
Loved your post and thank you Steem for Pakistan for giving us such a delicious contest on which we can express our thoughts as you mentioned about World Dream and Fancy. I am very happy to know that Word Dream Up was told that you want to see aspects like love and peace in it. Being a great human being, we must have these qualities. To be released from love and love and fantasy is only an imagination in it sometimes we are traveling in many sometimes we are flying in the sky sometimes we are attached then what power do we have? But as soon as we come to reality, all these powers are with us temporarily, but as soon as we come to reality, it ends and we return to our real world. Thank you so much. Keep spreading love like this, you will take care of yourself a lot 💕
@mona01

 21 days ago 

Greetings @rakibal

Your dream world is so amazing, should I start calling you my king?😀. It will be a fulfilled life when drinking water and no one will be thirsty for good 3 days,how great is that.

This Pankhiraj horse is so amazing, having two huge wings is the best features ever. It can take you to the moon and back while sitting comfortably on his wings. Who knows? In the future when everything will be under God's care, your fantasy creature may come to existence. Best of luck 🤞🏾

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67488.06
ETH 3761.44
USDT 1.00
SBD 3.56