| The Diary Game || 18-09-2021 | Busy day ||- 2% beneficiaries @bd-charity
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার আজকের ডাইরি শেয়ার করতে যাচ্ছি।
আজকের ডাইরি
১৯-০৯-২০২১
সোমবার
★সকাল★
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া।
Location
আজকে সকালে অনেক আগেই উঠি। উঠে ফজরের নামাজ আদায় করি এরপরে হাত-মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে ফ্রেশ হই। এরপর বের হয়ে যাই হলদিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে সেখানে যেতে যেতে প্রায় ৭ টা বেজে যায়। সেখানে গিয়ে একটা হোটেলে ঢুকে সকালের নাস্তা করি। এরপর করোনার টিকা দেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে যাই গিয়ে টিকা দেয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়াই। এটা আমার ২ নাম্বার ডোজ ছিলো।
★দুপুর★
দুপুরের খাবারে ফ্রাইড রাইসের সাথে ক্রিস্পি চিকেন।
Location
টিকা দেওয়া সম্পন্ন করতে করতে প্রায় বারোটা বেজে যায়। এরপর আমরা হসপিটাল থেকে বের হয়ে একটি ভ্যান নিয়ে আমাদের পার্বতীপুরের বাজারে আসি। সেখানে এসে আমি আর আমার একটি বন্ধু একসাথে একটি রেস্টুরেন্টে গিয়ে বশি সেখানে দুপুরের খাবার খাই। খাওয়া শেষ করে আবার বাসায় আসার উদ্দেশ্যে ভ্যানে উঠি। বাসায় এসে ফ্রেশ হয়ে অজু করে জোহরের নামাজ আদায় করি। তরপর বিছানায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি।
★বিকাল★
বাস টার্মিনালের পাশ দিয়ে আসার সময়।
Location
এবার বিকাল ৪ টার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। কিছুক্ষণ পরে আসরের আযান দেয় অজু করে আসরের নামাজ পড়ি। নামাজ পড়ে একটু বাইরে বের হই হুগলি পাড়ার দিকে যাই। হুগলি পাড়ায় আমার ভাবির বাপের বাড়ি সেখানে গিয়ে কিছু জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে আসি। বাসায় এসে হাতমুখ ধুয়ে আবার বাইরে চলে যাই মাঠে খেলতে। ফুটবল খেলি মাঠে অনেকটা সময় ধরে এরপর মাগরিবের আজান দেয় তারপর বাসায় চলে আসি।
★রাত★
রাতের বেলার আকাশের রুপ।
Location
মাগরিবের নামাজ শেষ করে উঠে কিছুক্ষণ বই পড়ি। এরপর হালকা নাস্তা করে বাসায় থেকে বের হয়ে বাইরে গিয়ে একটি চায়ের দোকানে বসি। সেখানে গিয়ে বসে এক কাপ চা খাই আর এলাকার ছোট ভাই ও বন্ধুদের সাথে অনেকটা সময় পার করি। এরপর এশার আজান দেয়। তারপর বাসায় চলে আসি হাত-মুখ ধুয়ে ওযু করে এশার নামাজ আদায় করি। এরপর রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমাতে চলে আসি।
Nice dairy bro.
Thanks
অনেক সুন্দর একটা দিন পার করছেন
ধন্যবাদ আপনাকে।
Last chobi ta sotti onk sundor chilo
ধন্যবাদ আপনাকে ভাই।
অনেক সুন্দর ছিল আপনার দিনটি
You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.
Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!