প্যাস্টেল কালার দিয়ে রাতের রাস্তার লাইটের ছবি অংকন।

in Incredible India9 months ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন৷ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ড্রইং শেয়ার করব৷ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-


20241225_120728.jpg

প্যাস্টেল কালার দিয়ে রাতের রাস্তার লাইটের ছবি অংকন।


আমরা রাস্তার পাশে অনেক লাইট বা ল্যাম্প পোস্ট দেখতে পাই। যেগুলো রাতের বেলাতে পুরো রাস্তাকে আলোকিত করে রাখে। মানুষ যার ফলে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে। আজকে আমি এরকমই একটা ড্রইং করার চেষ্টটা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি নিচে সবগুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টটা করেছি।

উপকরণ-
১. ড্রইং পেপার৷
২. পেন্সিল।
৩. প্যাস্টেল কালার।
৪. কারেকশন কলম।
৫. টিস্যু পেপার।

প্রথম ধাপ:-

20241225_115800.jpg

প্রথমে আমি ড্রইং এর সকল উপকরণগুলো নিয়ে নিলাম। তারপর পেপারের উপরের দিকে আড়াআড়ি কর্ণার থেকে কালার করা শুরু করলাম। এটা মূলত কালার ব্যবহার করেই সকল ড্রইংটা করা হবে। নীল কালারের তিনটা শেড দিয়ে নিলাম চিত্রের মতো।

দ্বিতীয় ধাপ:-

20241225_115823.jpg

এবার নিচের দিকে একটি হলকা বেগুনি কালারের শেড দিয়ে দিলাম।

তৃতীয় ধাপ:-

20241225_115910.jpg

এবার বাকি অংশটা আগের মতো নীল কালারের শেড দিয়ে দিলাম। পুরো পেপারটা কালারের শেড দেওয়া শেষ।

চতুর্থ ধাপ:-

20241225_115939.jpg

20241225_120104.jpg

এবার একটা টিস্যু পেপার দিয়ে ভালো ভাবে ঘষে রঙগুলোর শেডগুলো মিশিয়ে দেওয়ার চেষ্টটা করলাম।

পঞ্চম ধাপ:-

20241225_120512.jpg

এবার কালো কালার ব্যবহার করে দুই দিকের কর্ণা গাছ তুলে দিলাম এবং রাস্তার ল্যাম্প পোস্টগুলো অংকন করে নিলাম।

ষষ্ঠ ধাপ:-

20241225_120728.jpg

এবূর কারেকশন কলম ব্যবহার করে ল্যাম্প পোস্টের লাইটগুলো এবং রাতের আকাশের চাদের ছবি অংকন করে দিলাম। কিছু তারাও দিয়ে দিলাম।

20241225_120817.jpg

এভাবেই আমি আমার আজকের ড্রইংটা শেষ করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 9 months ago 

সারাদিনের ক্লান্ত শেষে অনেকেই এই ধরনের রাস্তা দিয়ে হাঁটতে অনেক বেশি পছন্দ করে আর আমার পছন্দের তালিকায় এটা একেবারে অন্যতম আমি মাঝে মাঝে চেষ্টা করি যখন শহরে কিংবা অন্যান্য জায়গায় ঘুরতে যাই তখন রাতের শেষ প্রহরে একটু ঘুরাঘুরি করতে ভালো লাগে অনেক যানজট কোন শহর যখন একটু শান্ত হয় তখন এই ধরনের লাইটের নিচে বসে কিছুটা সময় কাটাতে অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ চমৎকার ছবি অঙ্কন করার পদ্ধতি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 9 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে।