এলোমেলো কিছু ফটোগ্রাফি।।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-
১
- প্রথম ছবিতে চলে আসি৷ এটা হলো পান খাওয়ার সুপারি। অনেকেই এটাকে চিনে থাকবেন, বিশেষ করে যারা পান খায়, তারা এর বিষয়ে বেশি জেনে থাকবে। একদিন বাজারে গিয়ে পান ক্রয়ের সময় সুপারির ঝুড়ি দেখে ফোনটা বের করে ছবিটা তুলেছিলাম। অনেকগুলো সুপারি এক সাথে সাজানো ছিল, যার ফলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে।
২
- দ্বিতীয় ছবিতে আসা যাক। এটা হলো সরিষা খেতের ছবি। যখন সরিষা গাছগুলো বড় হয়ে যায়, এবং প্রতিটা গাছে হলুদ রঙের ফুল ফুটে যায় তখন, দেখতে অনেক সুন্দর লাগে। পুরো জমিটা হলুদে ভোরে যায়। যার ফলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। জমিতে ঘুরতে গিয়ে ছবিগুলো তুলেছিলাম। এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।
৩
!
- আসুন পরের ছবিতো আসা যাক। আশা করি ছবিটা সবাই চিনে থাকবেন। এটা হলো কলা গাছে ঝুলে থাকা কলার ছবি৷ আমাদের জমিতে কিছু কলা গাছ লাগানো আছে। যেখানে ঝুলে আছে কাধি কাধি কলা। তারই মধ্যে থেকে ছবিটা আমি তুলেছিলাম। কিছু দিন পরেই এই কাধির কলাগুলো পেকে যাবে এবং খাওয়ার উপযোগী হবে।
৪
- চতুর্থ ছবিতে আসি। এটা হলো আন্তঃনগর ট্রেনের সামনের ইঞ্জিন এর অংশ। আমি বেশির ভাগ সময় ঢাকাতে ট্রেনে যাওয়া আসা করি। একদিন বাড়ী থেকে ঢাকা আসার পর জয়দেবপুর স্টেশনে নেমে ছবিটা তুলেছিলাম। দেখতে অনেক ভালো লাগতেছিল। এজন্য আপনাদের মাঝেও শেয়ার করলাম।
৫
- ছবিটা দেখে কেউ কেউ হয়ত, গান বলা শুরু করেছে, এই পথ যদি না শেষ হয়। আসলেই আমাদের জীবনের পথ যেন শেষ হয় না। এই ছবিটা সেটাই হয়ত বেঝাতে চেয়েছে। ছবিটা কোচিং যাওয়ার সময় তুলেছিলাম। রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো যার ফলে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। আমি যখন পথ দিয়ে যাচ্ছিলাম, সামনে আর কোনো মানুষ ছিল না। এটা যেন জনমানুষহীন একটা পথ ছিল।
আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।










Upvoted! Thank you for supporting witness @jswit.