এলোমেলো ফটোগ্রাফি:
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি।
আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আমার সুপারির বাগানের পাশে ছোট একটি পেঁপের বাগানের ফটোগ্রাফি নিয়ে।
আপনারা ইতিমধ্যে সবাই জানেন। যে আমার একটি ছোট সুপারির বাগান রয়েছে। ওই বাগানের পাশেই
আমি কিছু পেঁপের চারা লাগিয়েছিলাম যেগুলো এখন অনেক বড় হয়ে গেছে।
আমি মোট দশটি পেঁপের চারা নিয়ে এসেছিলাম বাজার থেকে। এগুলা বাড়িতে নিয়ে এসে আমার সুপারির বাগানের পাশেই খুব যত্ন করে লাগিয়েছিলাম।
গাছগুলোর বয়স ছয় মাসের মতো হবে। এখন প্রায় সব পেঁপের গাছগুলোতে পেঁপে ধরতে শুরু করছে। কোনগুলো গাছের পেঁপে অনেক বড়। কোনগুলো গাছের পেঁপে অনেক ছোট। আমার পেঁপে গাছগুলোর মধ্যে তিনটা পেঁপের গাছের পেঁপে অনেক বড়।
এই তিনটি গাছের মধ্যে একটি গাছে প্রচুর পরিমাণ পেঁপে ধরে এবং অনেক বড় হয়। যার কাছে গাছ নিয়েছিলাম তিনি বলেছিলেন।যে, এই গাছ তিনটি হাইব্রিড পেঁপের গাছ। এগুলোতে খুবই বেশি পেঁপে ধরবে।এবং পেঁপে গুলো বড় হবে।
তার কথাই সত্যি হলো। আমি মোট দশটি গাছ এনেছিলাম তার মধ্যে উনি যে তিনটা গাছ হাইব্রিড বলে বেঁচে দিয়েছিল। সেই তিনটি গাছে প্রচুর পরিমাণ পেঁপে ধরে। এবং ওই পেঁপে গুলো অনেক বড় হয়। তাই এখন ভাবতেছি যে হাইব্রিড পেঁপের চারাই আনব।
কিন্তু পরে ভাবলাম হাইব্রিড পেঁপের থেকে দেশি পেঁপে খেতে অনেক ভালো লাগে। কারণ হাইব্রিড পেঁপের থেকে দেশি পেঁপের মিষ্টি অনেক বেশি এবং খেতে সুস্বাদু।
আমার এই পেঁপের গাছগুলোতে পেঁপে ধরার পর আমার খুবই ভালো লেগেছিল এবং গাছগুলো খুবই সুন্দর দেখা যায়।
আমার ছোট বাগানটির আমার আশেপাশে অনেক প্রকার ফলের গাছ, ফুলের গাছ এবং ঔষধি গাছ রয়েছে এগুলা নিয়ে আরেকদিন হাজির হব আপনাদের মাঝে।
আজ এই পর্যন্ত বন্ধুরা,
আবার দেখা হবে।আপনাদের সাথে অন্য কোনদিন, অন্য কোন প্রসঙ্গ নিয়ে। আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।







পেঁপে একটি উপকারী খাদ্য. পেটের জন্য এটা খুবই উপকারী, আমি মাঝে মাঝে বাড়িতে কাঁচা পেঁপে খাই, খুব ভালো লাগলো জেনে যে আপনি পেঁপে চাষ করেন। চাষ করা মানে নিজের জন্য উপকার এবং বিক্রি করে অন্যদেরকেও উপকার করা যায়।
যাইহোক অনেক ভালো লাগলো আপনার পেঁপে গাছগুলো দেখে। এবং পেপেগুলো দেখেও অনেক ভালো লাগলো ভালো থাকবেন
কাঁচা পেঁপে যাতে গ্যাস থেকে সমস্যা রয়েছে। তাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনি নিজে দশটা পেপে গাছ রোপন করেছিলেন। এবং সেগুলোতে পেঁপে ধরেছে বিষয়টা জানতে পেরে খুবই ভালো লাগলো। আর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি, তার সাথে অনেক সুন্দর একটা লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।