STEEM BANGLADESH CONTEST: MUSIC || 05.04.2022/Tuesday||By@ratul24730|| নেশার বোঝা||30% TO @hive-138339
স্টিম বাংলাদেশ প্রতিযোগিতার মধ্যে, আমি গান গাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।
গানটির নাম নেশার বোঝা। গানটির প্রতিটি লিখেছে লুকিয়ে আছে বাস্তব কথা
অনেক কিছু রয়েছে এই গানের প্রতিটা লিরিকস। অনেক গভীর চিন্তা-ভাবনা এবং গভীর কথা দ্বারা আবৃত গানটির প্রতিটি বাক্য। বাস্তব জীবনের অবস্থা তুলে ধরা হয়েছে এই গানটিতে। হতাশাগ্রস্ত অনেক মানুষের প্রিয় গান এটি। একজন মানুষের জীবনে কিছু বাস্তব ফিলিংস উল্লেখ করা হয়েছে এই গানটিতে।
স্বপ্ন দেখার খোলা চোখে
হয়না সাহস আর মনে
করি না কিছু পাওয়ার আশা
ব্যর্থ আমার প্রার্থনারা
আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখি
লাগে ভয় যেন আমার
দেখা হলনা আলো, সুধায় অন্ধকার
কেউ বোঝেনি আমায়, চেনেনি তো কেউ
দেখেও কতবার তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যতো বাস্তবতা মিথ্যে ততো
তাই আমি বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি
ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি
ফেরা হলো না ঘরে, নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরি মাঝে, পেছনে তাকিয়ে ফিরে আবার
হেঁটে যাই আমি খুঁজতে কিছু
আমি আজও জানিনা কিসেরি পিছু
সাথী রয় কষ্ট আমার
সে নেয় না তো বিদায়, দেয় নাতো বিদায়
নেয় নাতো বিদায়
আমি মিথ্যে বলেছি
কতো মিথ্যে বলেছি নিজেকে
এক রূপকথার মত
বদলে যাবে এই জীবন শেষে
আজ আমি ছন্নছাড়া
আমি এক দিশেহারা লুকিয়ে মরি
জানবে না, এ নেশার মায়া
কত যে বড় বোঝা, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা
নেশার মায়া
আমি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।@yeri52 ও @hidayat96 আমি আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ।
Congratulations! This post has been upvoted through steemcurator07.
Curated By - @patjewell
Curation Team - The7up
Increase your CSI score to get further support
Thank you so much @steemcurator07.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER: