The Diary Game : ||13/10/2021 - Normal Day|| 2% beneficiaries @bd-charity
আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো শুরু করছি আজকের ডায়েরি। শুরু করছি আমার একটি ফটোগ্রাফি দিয়ে।
https://w3w.co/dancer.baking.sprays
•´¯•» 🎀 𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎 🎀 »•
¯´•
13/10/2021
📒সকাল বেলা📒
আজ ঘুম থেকে উঠি একটু তারাতারি। কারন সকালে দুইটা টিউশনি। উঠে একটু হেটে আসলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়েনিলাম। তারপর হঠাৎ শিক্ষার্থীর বাসা থেকে ওর আম্মু কল দিলো। বল্লো আধা ঘন্টা দেরি করে যাইতে। কি আর করা। আমি কম্পিউটার ছেড়ে গান শুনা শুরু করলাম। মনে মনে ভাবতে থাকলাম যেহেতু গান শুনতেছি সেহেতু আরো দেরি করে যাবো। ভালো কয়টা গান শুনলাম।
https://w3w.co/defining.intent.pleaser
গান শুনা শেষে পড়াতে চলে গেলাম। সেখান থেকে আসার সময় আরেকটা টিউশনি তে গেলাম। সেটা শেষ করে বাসায় আসলাম ১ টা ২০ এর দিকে। তারপর সোজা গোসলে চলে গেলাম। কারন খুব গরম পরতেছে কদিন ধরে।
📒 আমার দুপুর 📒
গোসল শেষে খাবার এর জন্য অপেক্ষা করতে লাগলাম। আম্মু একটু পর খাবার গরম করে আনলো। তারপর বাসার সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম। আজ ছিলো ডাল কলমি শাক আর কচুর ছড়া। খেয়ে বিশ্রাম নিলাম কিছুক্ষন তারপর পাবজি খেলা শুরু করলাম। পাবজি খেলতে অনেক ভালো লাগে এই সময় টায়। আজো চিকেন ডিনার পেয়েছি। কিন্তু তেমন কিল পাইনি। সব কিল আমার বন্ধু শুভো করেছে। তাই খুব রাগ হচ্ছিলো। আবার জিতেছি দেখে ভালো ও লেগেছে।
https://w3w.co/nail.frightens.earmarked
📒 বিকাল ও সন্ধ্যা 📒
বিকালে পড়াতে যাবো ভাবলাম কিন্তু ফুফু কল দিয়ে না করলো যাইতে। তাই আর গেলাম না। টং এ শুভো ছিলো সেখানে চলে গেলাম। সেখানে চা খাইলাম দুইজন। তারপর সচিন আর সোহান আসলো। ওদের সাথে আড্ডা দিলাম। অনেক্ষন আড্ডা দিয়ে আমি আর শুভো ওর বাইক নিয়ে লেকসিটি চলে গেছি। সেখানে আড্ডা দিয়ে আমি আর শুভো টিকা কার্ড প্রিন্ট দিয়ে বাসায় চলে আসলাম। কাল আমরা কভিড এর টিকা দিতে যাবো।
বন্ধুরা এই ছিলো আমার আজকের ডায়েরিতে। আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে আমার নতুন কোনো ডায়েরিতে। ততক্ষন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেয।
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন ভাই❤️❤️
thanks bro