ফটোগ্রাফি পোস্ট ||আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ9 months ago
আসসালামু আলাইকুম, ☺️ আপনারা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি।আজকে আপনাদের মাঝে আমি রেনডম ফটোগ্রাফি করবো।আশা করি আপনারা সকলেই দেখবেন। ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে এক কথায় ফটোগ্রাফি আমার নেশা হয়ে গেছে।সামনে যেটাই থাকুক না কেন? এখন সব সময় ফটোগ্রাফি করতে ইচ্ছা করে।আজকে আমি আপনাদের মাঝে দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা সকলেই দেখবেন। আমি প্রতিনিয়ত দারুণ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা নতুন কিছু উপভোগ করতে পারেন।আজকে আমি কিছু রেনডম করার চেষ্টা করেছি এবং ফটোগ্রাফি একপ্রকার শখ। আজকে আমি আপনাদের মাঝে দারুন কিছু ফটোগ্রাফি করবো ।
🛤️পিকচার-১🛤️

IMG_3556 (1).jpg

Location
Device :Realme 8
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

আপনারা সকলেই দেখতে পারতেছেন, এটি হচ্ছে কবুতর।কবুতর অনেক ধরনের আছে, আমি মাঝেমধ্যেই কবুতরের ফটোগ্রাফি করে থাকি। এটা হচ্ছে সিরাজি কবুতর এবং এটা দেখতে যেমন সুন্দর অসম্ভব সুন্দর লাগে এবং এর জোড়া অনেক টাকা প্রায় দুই হাজার টাকা।কবুতরকে আমরা শান্তির প্রতীক বলে থাকি। ভীষণ ভালোলাগা কাজ করে, অনেকজন শখের বসে কবুতর পুষে থাকে

🛤️পিকচার-২🛤️

IMG20221018162240-01.jpeg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

আপনারা সকলেই দেখতে পারতেছেন এটি হচ্ছে গাঁদা ফুল।ভীষণ ভালো লাগছিল. গাঁদা ফুলটি এতটা সুন্দরভাবে ফুটে উঠেছে তার ওপর একটি প্রজাপতি আপনারা দেখতে পারতেছেন। কি দারুন ভাবে বসে আছে আমি দেখামাত্রই সেটা ফটোগ্রাফি করে ফেলছিলাম

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার-৩🛤️

_MG_3887 (1).jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

আপনারা সকলে দেখতে পারতেছেন। এটিকে আপনাদের খুব পরিচিত।বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। এবার সম্পূর্ণ ছবিটা নিয়ে আসার চেষ্টা করেছি যাতে করে আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। কবুতর যেমন শান্তির প্রতীক দেখলেই মনের ভিতর ভালো লাগা কাজ করে, তারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে একদম ঝকঝক করে।

🛤️পিকচার--৪🛤️

IMG20220908115148.jpg

Location
Device :Realme 8 5 G
Photo Edit:Snapped

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

এটি হচ্ছে বাড়ির সামনে একটি জবা গাছ আছে। জবা গাছের অত্যন্ত সুন্দর একটি ফুল এটাকে আমরা রক্ত জবা বলে থাকি। জবা ফুল অনেক উপকার হয়ে থাকে। বিশেষ করে সাদা জবাবটা আমার ভীষণ ভালো লাগে। চমৎকার লাগে আর এটাও অনেক সুন্দর এবং আগে এই ফুলের উপকারিতা অনেক জবা ফুল বেটে মাথায় দিলে চুলের অনেক উপকারিতা হয়। এইসব মিলিয়ে বেশ ভালো লাগলো ফটোগ্রাফিটা

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৫🛤️

IMG20221225134951_01.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
এই চিত্রটি আমার ভীষণ ভালো লাগছিল ভিতরে অনেক সুন্দর পরিবেশ চা বাগান চারিধারে এবং এই পানি ওঠার সিস্টেমটা আমাকে মুগ্ধ করলো। ভিতরে এতটাই প্রতিচ্ছন্ন কিন্তু ভিতরে ঢুকতে হলে হাতে গুনে তিন হাজার টাকা খসাতে হবে না হলে ঢোকা যাবে না, হায়রে আমাদের জন্য এটা কখনোই সম্ভব ছিল না। ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয় অবশ্যই যাব।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৬🛤️

IMG20221225160103.jpg

Location
Device :Realme 8 5G
Photo Edit:Snapped
এই ছবিটি আমার ভীষণ ভালো লাগছিল। আমরা যখন বাসায় ফিরছিলাম শ্রীমঙ্গল থেকে তখন এই পরিবেশটা দেখেন খুবই জনপ্রিয়। এখানে অনেক সেলিব্রেটি টিকটক করে সামনে যে মূর্তিটির দেখতে পারতেছেন। আসলে সিলেট এতটাই সুন্দর যদি কারো মন খারাপ থাকলে মন এমনিতেই ভালো হয়ে যাবে চা বাগানের সৌন্দর্যে।

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

🛤️পিকচার--৭🛤️

IMG20221227162651.jpg

Location
Device :Canon1100d 75-300mm
Photo Edit:Snapped
হঠাৎ মামার সাথে বাজারে গিয়েছিলাম এবং অনেক মাছ দেখতে পারতেছেন কি দারুন লাগতেছে। সিলেটে একটা বিষয় যে বুঝলাম এরা প্রচুর মাছ খায়, হাওরের মাছ তো এরা মাংস খুব কম খায়। এখানে 8 থেকে 9 রকমের তরকারি থাকে শুধু মাছেরই তারপর ভর্তা থাকে। সর্বশেষে মাংস খেতে আর ইচ্ছা করে না, সিলেটে যে কয়দিন থাকছিলাম শুধু মাছ খেয়ে কে পেট ভরে গেছে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

আজকের মত এখানেই শেষ করলাম আমি আমার ফটোগ্রাফিকে পর্ব এবং আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। হাজারো ব্যস্ততার মাঝে ফটোগ্রাফি করা এখন খুব একটা হয় না আবারও শুরু করব। আমার তো ক্যামেরা আছে আমি সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করি।ইদানিং খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি।ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে, আমি সব সময় চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার জন্য। আপনারা সকলেই দেখবেন এবং আমি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করব, ইনশাল্লাহ আবারো ভালোভাবে কাজে ফিরে আসবো আশা করি।অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি, ঠিক মত কাজ করতে পারতেছি না। আপনাদের ফটোগ্রাফি ভীষণ ভালো লাগবে।জীবনটা কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি নিজেকে দাঁড়িয়ে রাখার অবশ্যই সৃষ্টিকর্তা আমাকে ফিরাবেন না।অনেক চেষ্টার পরে একটিভ লিস্টে জায়গা করতে পেরেছি দেখে ভীষণ ভালো লাগতেছে।দোয়া করবেন আপনারা যেন আগের মত আবারো সুন্দরভাবে কাজ করতে পারি হাজারো হতাশা দূর করতে পারি।

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

আপনি তো আলাদা আলাদা খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করুন। আমার কাছে তো সবচেয়ে বেশি কবুতরের এবং জবা ফুলের ফটোগ্রাফিটি অনেক ভালো লাগলো। কারণ আপনি এত দারুণভাবে ফটোগ্রাফি ক্যাপশন করেছেন যে কারোর অনেক ভালো লেগে যাবে আপনার ফটোগ্রাফি দেখে। বিশেষ করে ফটোগ্রাফি কোয়ালিটি খুবই ভালো ছিল। তাছাড়া এখন সবাই কমবেশি ফটোগ্রাফি করার চেষ্টা করে। আপনি সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি ফটোগ্রাফির বর্ণনা গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে। তাতে আপনার ফটোগ্রাফি আরো সুন্দর দেখাচ্ছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

আমার বাংলা ব্লগের বদৌলতে আমরা সবাই ফটোগ্রাফার হয়ে যাচ্ছি। তুমি নিঃসন্দেহে ভালো ছবি তোল, আমি আগেও দেখেছি তোমার অসাধারণ ছবিগুলো।
তোমার প্রথম ছবিটাতেই আমার চোখ আটকে গেছে, তাছাড়াও বাকি ছবিগুলো অসাধারণ হয়েছে। এভাবেই এগিয়ে যাও, চমৎকার সব কাজ নিয়ে। দোয়া রইল।

Posted using SteemPro Mobile

দারুন দারুন বেশ কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া। পায়রার ফটোগ্রাফি দুইটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। এমনি তো আমি পশু পাখি অনেক বেশি ভালোবাসি। সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ভাইয়া আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ৫ নাম্বার ফটোগ্রাফিটা আমার মনে ধুলা দিয়েছে। ভিতরে প্রবেশ করতে তিন হাজার টাকা লাগবে, এটা শুনে সাথে সাথে মনের ভিতর থেকে ধুলা চলে গেছে। তবে কর্তৃপক্ষ দারুন একটি দৃশ্য তৈরি করেছে, যেটা দেখে সবাই মুগ্ধ হবে। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 9 months ago 

এরকম রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে সবসময়ই ভালো লাগে । আর আপনার ফটোগ্রাফি গুলো সব সময় আমি দেখি আমার কাছে অনেক ভালো লাগে । এর ভিতরে কবুতরের ফটোগ্রাফি আপনি কয়েকবার করেছেন সেটা দেখেছি । তবে সিরাজী কবুতরের নাম আজ প্রথম শুনলাম দেখতে ভালো লাগছে ছবিগুলো ।শেষের ছবিটাতে তো মাছগুলো দেখে আমি প্রথমে ভয় পেয়েছিলাম এত ছোট ছোট এগুলো কি । পরে দেখলাম যে এগুলো মাছ । এরকম ফ্রেশ মাছ দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে ।

 9 months ago (edited)

আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ। প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। কবুতর, জবা ফুল, ঝরনা সত্যিই প্রকৃতির সুন্দর রূপ গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভেচ্ছা রইল।

 9 months ago 

আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্ৰাফি করতে আমার কাছে ও ভীষণ ভালো লাগে। তবে আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে তিন এবং পাঁচ নাম্বার ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে কবুতর আর ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। বিশেষ করে কবুতরের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি এত সুন্দর নিখুঁতভাবে ফটোগ্রাফি নিলেন অসাধারণ হয়েছে। এছাড়াও ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।