খুব সুন্দর একটি প্রজাপতির ফটোগ্রাফি | 10% beautycreativity
সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর একটি প্রজাপতির ফটোগ্রাফি। প্রজাপতি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর প্রজাপতি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। আমার কাছে প্রজাপতি ভীষণ ভালো লাগে। কারণ প্রজাপতি বেশ কয়েক ধরনের হয়। আমার কাছে বড় ডানাওয়ালা প্রজাপতি ভীষণ ভালো লাগে। ছোটবেলায় আমরা প্রজাপতি দিয়ে অনেক বেশি খেলা করতাম। আর ছোটবেলাতে যখন যেখানে প্রজাপতি দেখতাম তখন আমরা প্রজাপতি ধরার বায়না করতাম । আর প্রজাপতাগুলোকে ধরে তাদেরকে নিয়ে আমরা খেলা করতাম । সেই দিনের কথাগুলো মনে পড়লে আমার কাছে এখনো অনেক ভালো লাগে। তবে আমি এখনো প্রজাপতি দেখলে অনেক বেশি পাগল হয়ে যায় প্রজাপতি ধরার জন্য। আগে তো আমরা বেশিরভাগ সময় চিকন করে লম্বা ড্রাগন ফ্লাই প্রজাপতিগুলো ধরতাম। তবে এখন বড় এই প্রজাপতিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই প্রজাপতিগুলো বেশ কয়েক কালারের হয় কালো হলুদ সাদা ইত্যাদি বেশ ধরনের হয়। আমার কাছে তো ভালো লাগে ভীষণ । আর আজকের এই ফটোগ্রাফিটি করেছি আমি আমাদের বাড়ির পাশের একটি জায়গাতে প্রজাপতি উড়তে দেখেছি তার পেছন পেছন গিয়ে তার কিছু ফটোগ্রাফি করেছি ।আর তা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি ।আশা করব আপনাদের কাছে আজকের ফটোগ্রাফিটি ভালো লাগবে । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।








https://x.com/Ride8771/status/1906322363605795142?t=DW71tN1FPr91VvH5lF_Uow&s=19
Beautiful butterfly and you pictured it perfectly.