খুব সুন্দর একটি ডালিয়া ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity10 months ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছে। আজকের শেয়ার করব ডালিয়া ফুলের ফটোগ্রাফি। ডালিয়া ফুল দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কাছে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আমার কাছে সব ফুলই খুবই ভালো লাগে। ডালিয়া ফুল আমার খুবই প্রিয় একটি ফুল। এই ফুলগুলো আকারে বড় দেখতে হওয়ার আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। তবে এই ফুল গুলোর পাপড়ি অনেক বড় হয়ে থাকে। সত্যি বলতে এ ফুল গুলো বড় এ কারণে দেখতে বেশ ভালো লাগে। আর এই ফুলকে শীতকালীন ফুল বলে। আর যখন গাছের মধ্যে ফুল ফুটে দেখতে অন্যরকম লাগে। আর বর্তমান সময়ে নার্সারি গুলো থেকে শুরু করে সব জায়গাতে কমবেশি এই ফুল দেখা যায়। যদিও ছোট বাচ্চারা ফুল দেখলে ফুলগুলো নিয়ে নেয়। আর আমাদের বাড়ির সামনে এ ফুল গাছগুলো আছে। তবে ছোট বাচ্চারা ফুল গুলো দেখলে ছিড়ে নিয়ে যায়। কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। তখন আমি দেখি পাই একটি ভ্যান গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছের চারা ও অন্যান্য গাছের চারা বিক্রি করছেন। তখন আমি এই ডালিয়া ফুল গাছটি ভ্যান গাড়ির মধ্যে দেখতে পেলাম। আর দেখে আমার কাছে অনেক ভালো লাগলো । তাই আমি কিছু ফটোগ্রাফি করেছি। আমি আশা করব আজকের ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে।

1000024260.jpg

1000024259.jpg

1000024257.jpg

1000024258.jpg

1000024260.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png