চাঁদের মধ্যে মেন্ডেলা আর্ট | 10% beautycreativity

in Beauty of Creativitylast year

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করব। আশা করি আপনাদের সবার আর্টটি অনেক ভালো লাগবে।

IMG20230815144803.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম

IMG20230804105415.jpg


ধাপ ১

প্রথমে আমি একটি খাতা ও কলম নিলাম। তারপর চাঁদের মতো করে একটি চাঁদের স্কেচ এঁকে নিলাম।

IMG20230815134410.jpg

ধাপ ২

তারপর আমি পুরো চাঁদের ভিতর ছোট ছোট কিছু ফুল ডিজাইন করে নিলাম। এবং নিচে কিছু দাগ টেনে নিলাম।

IMG20230815134823.jpg

ধাপ ৩

তারপর ছোট ফুল গুলোর উপরে কিছু বড় ফুল এঁকে নিলাম ।এবং বড় ফুলের উপরে পাতার মত করে কিছু ডিজাইন করে নিলাম।

IMG20230815142929.jpg

ধাপ ৪

তারপর দুটি দাগ টেনে নিলাম। এবং দাগের ভিতর কিছু গোল গোল বৃত্ত এঁকে নিলাম ।এবং বাকি অংশগুলো কালো কালার করে নিলাম ‌।

IMG20230815143736.jpg

ধাপ ৫

তারপর আবারও কয়েকটি বাঁকা দাগ টেনে নিলাম। এবং তার মধ্যে কিছু বাঁকা বাঁকা ফুল এঁকে নিলাম। ফুলের উপর কয়েকটি বৃও এঁকে নিলাম।

IMG20230815144301.jpg

ধাপ ৬

এবং নিচের খালি দাগ গুলোর মধ্যে বৃও ও কিছু তারা এঁকে নিলাম। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে । আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

IMG20230815144743.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

Excellent, your picture looks very lively.

 last year 

চাঁদের ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর হয়েছে।এরকম আরো অসম্ভব সুন্দর আর্ট আমাদের মাঝে সব সময় উপহার দেবেন।ভাল থাকুন।

 last year 

টুকটাক ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা আমিও মাঝে মাঝে করে থাকি তবে আপনার মতো এতো ভালো হয় না।এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

 last year 

Thank you very much for sharing such beautiful art with us. We will be more inspired by your ART. Insha'Allah, you bring us more beautiful art. I wish you all the best.

 last year 

আপনি ম্যান্ডেলা আর্ট অতি সুন্দর নিঁখুতভাবে করেছেন।অসাধারণ হয়েছে। শুভকামনা রইল।

New to Steemit?