The dairy game. 12/08/2020 This is my dairy post
আসলামু আলাইকুম
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুল্লিলাহ ভালো আছি।আজকে আমি সারা দিন কি কি করলাম তা এখন ডাইয়রী তে লিখার চেষ্টা করবো।আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ।
আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরী হয়েছে। তবুও ৯ টার দিকে উঠছি।সকালে উঠে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।তারপর বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে ব্রাশ করলাম। তারপর হাত মুখ ধুয়ে গোসল করতে ঢুকলাম।গোসল করে বেড় হলাম। গোসল করে বেড় হয়ে আম্মুকে বললাম নাস্তা দিতে। অাজকে নাস্তাতে ছিল ডিম রুটি সাথে। এক কাপ চা। নাস্তা করলাম। তারপর চা খাইলাম।
নাস্তা শেষে সোফায় বসে ফোন টিপাটিপি করতে ছিলাম। সেই সময় এক বন্ধু ম্যাসেজ করল।বলল কেমন আছো। আমি বললাম আলহামদুল্লিলাহ ভালো। সে বলল তাকে ২০০০ টাকা লাগবে। কিন্তু সেই সময় আমার কাছে টাকা ছিলো না। তাই তাকে দিতে পারি নাই। তাকে sorry বলছি।মনে হয়ে বন্ধু মন খারাপ করছে।
যাই হোক সোফা থেকে উঠে ড্রেসআপ করলাম।দেখলাম বৃষ্টি কমে গেছে। ছাতা নিয়ে বেড় হয়নি। বাড়ি থেকে বেড় হয় ব্যাংকে গেলাম। টাকা জমা দেওয়ার ছিলো।ব্যাংকে টাকা জমা দিয়ে প্লাজা গেলাম কম্পিউটার শিখতে। ১১ টার দিকে প্লাজায় গিয়ে পৌছালাম। প্লজায় গিয়ে দেখি কারেন্ট নাই। আর ভিতরে খুব গরম।
যাই হোক কিছু সময়ের পর কারেন্ট আসল।ততখনে ঘামে পুরো শরির ভিজে গেছে।কারেন্ট আসার পর একটুক সস্তুি পেলাম। তারপর কম্পিউটার শিখলাম। কম্পিউটার শিখে বাড়ি ফিরলাম।
বাড়ি ফিরার পর হাত মুখ ধুয়ে ওযু করলাম। ওযু করে যোহরের ৪ রাকাত সুন্নত ৪ রাকাত ফরজ নামাজ পরলাম। সেই সাথে ২ রাকাত সুন্নত নামাজ পরলাম। নামাজ পড়ে দুপুরে খাওয়া করলাম।আজকে আম্মু লাল শাক রান্না করলো। মজা করে খাইলাম। লাল শাক আমাকে খুব পছন্দ।খাওয়া করে রেস্ট করলাম।
রেস্ট করতে করতে বন্ধুদের steemit post পড়লাম আর কমেন্ট করলাম। পোস্ট পড়তে পড়তে একটা বন্ধু মেসেজ করলো। তার সাথে অনেক খন কথা বললাম। কথা কথা কারেন্ট চলে গেলো। তখন আসরের আযান হল।ওযু করে আসরের ৪ রাকাত ফরজ নামাজ পড়লাম মসজিদে গিয়ে।তারাপর বাইরে বেড় হলাম বন্ধু সাথে দেখা করতে। বন্ধুর বাড়ি গেলাম বন্ধুকে ডাকতে। বন্ধু বাড়িতে ছিল না। বন্ধু কে খুজলাম। অবশেষে বন্ধুর সাথে দেখা। বন্ধুর সাথে হাটতে হাটতে গোলাহাট পর্যন্ত গেলাম। আবার ফিরে এলাম।দেখি একটি যন্ত্র দেখলাম ভালো লাগলো। তারপর বাড়ি আসলাম। বাড়িতে কিছু কাজ ছিলো তা করলাম। কিছু সময়ের পর মাগরিবের অযান হলো।
বাড়িতে এসে ওযু করে নামাজ পড়তে মসজিদ গেলাম। জামাতে ৩ রাকাত ফরজ নামাজ পড়ছি। নামাজ পড়ে এসে হালকা কিছু নাস্তা করলাম। নাস্তাতে দুইটা আলু চাপ খাইলাম।এবং চা খাইলাম। নাস্তা করে উঠে মেবাইল steemit post পড়তে লাগলাম। এবং কমেন্ট করছি।
এর মাঝে আমার আম্মুর সাথে লুডু খেললাম।আমি হারে গেলাম। বলতেছিল কালকে কলেজ আসতে। এর মাঝে এশার আযান হল নামাজ পড়তে গেলাম। এশার নমাজ পড়তেও মসজিদ গেলাম। এশার ৪ রাকাত ফরজ ২ রাকাত সুন্নত এবং ৩ রাকাত বিতির নামাজ পড়ে এসে একটুক কোরান তেলাওয়াত করলাম। তারপর একটুক মোবাইল টিপাটিপি করলাম। তারপর রাতে খাওয়া করলাম।ঘুমাতে যাবো। আজকে একটুক গরম কম তাই মশারি টাঙ্গিয়ে শুয়ে শুয়ে ডায়রী পোস্ট লিখলাম। ডাইয়রী পোস্ট লিখতে খুব ভালো লাগলো।
Steem Bangladesh
JOIN US ON Discord
আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার প্রবণতা দান করুক!
আমিন!!
#onepercent #bangladesh
Ameen
Beautiful blog . You are shearing your daily activity nicely ..
#onepercent #bangladesh
Thank you so mach
What kind of machine is this? What is the purpose of this machine? #onepercent #bangladesh
এ মেশিন দিয়ে রাস্তার পিচ তৈরী করা হয়।
I also like red spinach very much. If I ever go to the market, I must buy red spinach.
The sight of the cow and her calf eating grass is remarkable. The sky also looks pretty.
When friends go for a walk together, they must go to the shop and eat potato chops. Potato chop is also my favorite.
Carry on
#onepercent
#bangladesh
ys
You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game
We Love Contests
One Percent For Everyone
Also join LUCKY 10S