নড়াইল মাছের ঘেরে কাটানো সুন্দর মুহূর্ত // by ripon40

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • নড়াইল মাছের ঘেরে কাটানো সুন্দর মুহূর্ত
  • ১৩, এপ্রিল ,২০২৫
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি নড়াইল যাওয়া মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



1000066431-01.jpeg


Device : Redmi Note 11
নড়াইল মাছের ঘেরে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন শুরু করি


গত বছর নভেম্বর মাসের ৮ তারিখে শুক্রবার সকাল ভোরে নড়াইলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অনেকদিন আগেই আমরা প্ল্যান করে রেখেছিলাম নড়াইল গিয়ে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করব। কয়েক বছর আগে সুমন ভাইয়ের আপার বাসায় গিয়েছিলাম সেখানে মাছের ঘের অনেক বড় বড় খোলামেলা পরিবেশ রাতের বেলা আড্ডা দেওয়ার দারুণ জায়গা। সুমন ভাই নিজেই বলেছিল আমরা আবার যাব সেখানে একটি রাত যাপন করে তারপরের দিন আবার চলে আসব। আগের মত হঠাৎ কোথাও যাওয়ার প্ল্যান করলে যাওয়া সম্ভব হয় না এখন সবাই কম বেশি ব্যস্ততার মধ্যে থাকে। দিন যতই যাচ্ছে আমাদের জীবনের ব্যস্ততা বেড়েই চলেছে।

IMG_20241108_164643-01.jpeg

IMG_20241108_164646-01.jpeg

IMG_20241108_164929-01.jpeg


Device : Redmi Note 11
মাছের ঘেরে পরিবেশ মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমাদের এমন একটি গ্রুপ কোথাও যাওয়ার কথা উঠলে যেতেই হবে। সেখানে সবাইকেই থাকতে হবে। সেই রকম ভাবেই একটি দিন আমরা বেছে নিয়েছিলাম। অনেকেই চাকরিজীবী আছে তাদের জন্য শুক্রবার হলে ভালো হয় ।সেজন্য শুক্রবারে সকাল ভোরে কুষ্টিয়া থেকে আটজন ঢাকা থেকে দুইজন রওনা দিয়েছিলাম। সেই সময় হালকা শীত ছিল শীতের পোশাক প্রয়োজন ছিল না তেমন একটা তবুও আমরা শীতের আগাম প্রস্তুতির পোশাক সাথে নিয়েছিলাম। আমরা সকাল ছয়টার দিকে রওনা দেই বাসা থেকে আমাদের রোডম্যাপ ছিল রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সংলগ্ন হাইওয়ে। তার পাশেই মাগুরা জেলার সড়ক দিয়ে খুব সহজেই অতি অল্প সময়ে নড়াইল যাওয়ার রাস্তা রয়েছে। সবাই অনেক ভালো প্রস্তুতি নিয়েছিলাম পথে গিয়ে খিচুড়ি খাওয়া হয়েছিল মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় থেমে চা খাওয়ার মুহূর্ত গুলো উপভোগ করেছি।

IMG_20241108_164932-01.jpeg

IMG_20241108_164938-01.jpeg

IMG_20241108_165105-01.jpeg


Device : Redmi Note 11
ঘেরের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা নড়াইল শহরে এগারোটার দিকে এগিয়ে পৌছায়। যেহেতু সুমন ভাইয়ের আপার বাসায় আমরা অবস্থান করবো সেখান থেকে খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আমরা আমাদের যে উদ্দেশ্য নড়াইল সুমন ভাইয়ের আপাদের ঘের সেখানে গিয়ে আমরা আড্ডা দিব। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে যখন আমরা রেস্ট করছিলাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। বিকেল প্রায় প শেষের দিকে সেই সময় আমরা দ্রুত রেডি হয়ে মাছের ঘের সেখানে যাওয়ার জন্য রওনা দিই। যদিও বেশি দূরে নয় মাত্র ২ কিলো পথ তবুও বিকেল মুহূর্তে সেখানে দারুন একটা সময় কাটানো যাবে সেটাই হবে পারফেক্ট।

IMG_20241108_165109-01.jpeg

IMG_20241108_165210-01.jpeg

IMG_20241108_165310-01.jpeg

IMG_20241108_165801-01.jpeg


Device : Redmi Note 11
উপভোগ্য মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এর আগেও সেখানে একবার গিয়েছিলাম দারুন সময় কাটিয়েছিলাম। সেখানে অনেকগুলো মাছের ঘের রয়েছে তার পাশাপাশি আম বাগান গরুর খামার সব মিলিয়ে দারুন একটা পরিবেশ। বিশেষ করে রাতের বেলা সেখানে সময় কাটানোর দারুন জায়গা। তাছাড়া আমরা ঘের থেকে মাছ ধরে সেটা ফ্রাই করব সেটাই আমাদের আসল লক্ষ্য ছিল। সেখানে পৌঁছানোর পর আমরা সবাই বিকেলের সুন্দর মুহূর্ত ভালোভাবে উপভোগ করে সেই ঘেরে যে সকল কর্মচারী ছিল তাদেরকে আগেই বলে রাখা হয়েছিল। তারা আমাদেরকে সহযোগিতা করেছিল। অনেকদিন পর সেখানে গিয়ে দারুন সময় কাটানোর মুহূর্তটা সব মিলিয়ে অনেক সুন্দর ছিল। বিশেষ করে আমরা যখন একত্রিত হই মুহূর্তগুলো দারুন কাটে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীনড়াইল মাছের ঘেরে কাটানো সুন্দর মুহূর্ত
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশননড়াইল

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞