অনলাইনে জুয়া খেলা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে রাগের অনলাইনে জুয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


casino-161438_1280.png



লিংক


আসলে আগে শুনতাম যে মানুষ বাইরে গিয়ে বিভিন্ন ধরনের জুয়া খেলতো। এছাড়াও এই জুয়া খেলতে গিয়ে মানুষ তার সর্বস্ব বিক্রি করে দিত। কিন্তু আমাদের সমাজ এখন অনেক বেশি আধুনিক হয়েছে। তেমনি এই খারাপ কাজকর্ম গুলো আমাদের সমাজে আগের তুলনায় অনেক বেশি আধুনিক হতে শুরু করেছে। অর্থাৎ মানুষ আগে যেমন বাইরে গিয়ে জুয়া খেলতো ঠিক এখন মানুষ তার মোবাইল ফোনে বিভিন্ন ধরনের জুয়া গেম খেলে। আসলে এগুলো যে মানুষের জন্য কতটা বেশি বিপদজনক এবং কতটা বেশি ক্ষতিকর তা প্রথমত মানুষ কখনোই বুঝতে পারে না। আসলে এগুলো একটা নেশার মত। হয়তোবা আপনি প্রথম প্রথম সময় কাটানোর জন্য জুয়া খেলতে শুরু করবেন এবং পরবর্তীতে এই সময় কাটানোটা আপনার কাছে একটা নেশার মত হয়ে দাঁড়াবে।


আসলে আপনি যত বেশি জুয়া খেলবেন তত আপনার এই জুয়া গেমের প্রতি আসক্তি বেড়ে যাবে। আসলে এই জুয়া কিন্তু মানুষকে প্রথম প্রথম লোভ দেখায়। হয়তোবা আপনার প্রথম প্রথম এই জুয়া খেলে বিভিন্ন জায়গা থেকে অল্প কিছু টাকা সংগ্রহ করতে পারলেও পরবর্তীতে এই জিনিসটা অনেক বেশি খারাপ রূপ ধারণ করে। আসলে বিষয়টা এরকম হতে পারে যে আপনাকে প্রথমে এই ধরনের জিনিসগুলো নেশা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। আর সুযোগ-সুবিধা যখন আপনি গ্রহণ করবেন ততই আপনার কাছে ভাল লাগবে এবং আপনি চাইবেন যে এইসব অনলাইনের থেকে আরো বেশি সুযোগ সুবিধা গ্রহণ করি। আসলে যত সময় যেতে শুরু করবে ততই আপনি এই ধরনের গেম এর প্রতি অনেক বেশি আসক্ত হয়ে যাবেন।


আর এর ফলে একসময় আপনি এই আসক্তি থেকে কখনো বেরিয়ে আসতে পারবেন না। আসলে আপনি যতই চেষ্টা করুন না কেন তখন কিন্তু কেউ আপনাকে এই ধরনের খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসতে পারবে না। হয়তোবা আপনার কাছে মনে হবে যে এই কিছু টাকা হেরেছি যখন তাহলে এই টাকাটা আমার আবার পুনরায় সংগ্রহ করতে হবে। আসলে এভাবে আপনি আপনার পরাজয়ের টাকা উদ্ধার করতে গিয়ে আপনার কাছে আরো যে টাকা ছিল সবকিছুই কিন্তু বের হয়ে যাবে। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা এখনো এই অনলাইনে বিভিন্ন ধরনের জুয়া গেম খেলে। এছাড়াও বর্তমান সময়ে যুবক প্রজন্মের মাঝে এই ধরনের গেম অনেক বেশি জনপ্রিয়। আসলে তারা ভালো ভালো জিনিসগুলোকে যেভাবে খারাপ পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছে তাতে করে সমাজ ধ্বংস হতে আর বেশিদিন সময় লাগবে না।


আর এ জন্য আমাদের অবশ্যই এই ধরনের খারাপ জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং কোন যুবক সমাজ যদি এইসব খারাপ জুয়ার গেম খেলে থাকে তাহলে তাদেরকে ইতিমধ্যেই এই বিষয়টির খারাপ জিনিস গুলো তাদের সামনে তুলে ধরতে হবে। আসলে তাদের সামনে যদি আমরা খারাপ জিনিস গুলো তুলে ধরি তাহলে হয়তোবা তারা একটু এই জুয়ার থেকে বেরিয়ে আসতে পারবে। আর সরকারকে অবশ্যই এই অনলাইনের জুয়া গেমগুলোর প্রতি অবশ্যই কঠোর নজর দিতে হবে। আসলে সরকার যদি কঠোর হস্তে এইসব ইন্টারনেট মাধ্যমে জুয়া খেলা গুলো বন্ধ করে দেয় তাহলে কিন্তু যুবক সমাজ উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। কেননা এই ধরনের জুয়া কখনো সমাজের উন্নতি ডেকে আনতে পারে না। বরং সমাজকে সব সময় খারাপের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই অনলাইনের জুয়া খেলাকে না বলতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 7 days ago 

বর্তমান সময়ে অনলাইন জুয়া যুবসমাজকে নষ্টের দিকে ধাবিত করছে।আর যতই দিন যাচ্ছে ততই অনলাইন জুয়ার প্রচারণা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ধরনের লোভনীয় অ্যাডভারটাইজ দেখিয়ে তারা গ্ৰাহকদের কে আকৃষ্ট করে তুলছেন। আমাদের সকলের উচিত তাদের এই সব ধরনের লোভনীয় অ্যাডভারটাইজ থেকে বিরত থাকা।