নারীর জন্য প্রায়োরিটি লিস্ট

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি একজন মেয়ে হয়ে খুব ভালো করে বলতে পারি যে, একটা মেয়ে যখন একটা পরিবারে বেড়ে ওঠে। তখন তার জন্য যেটা পরিবার থেকে প্রায়োরিটি লিস্ট তৈরি করে দেওয়া হয়। সেখানকার একেবারে টপ প্রায়োরিটি যদি আমি কিছু বলি। সেগুলো হলো, খুব ভালো রান্না বান্না জানা, ঘরের কাজ জানা,রুটি বানাতে পারা, চা তৈরি করতে পারা, শান্ত থাকা,সভ্য থাকা। অর্থাৎ মোটামুটি বলা চলে একেবারে সর্বগুণ সম্পন্ন নারী হয়ে ওঠা হলো একটি নারীর টপ প্রায়োরিটি লিস্টের অন্যতম।

এগুলো কিন্তু কোনো নারীর ইচ্ছে নয় কিংবা কোনো নারীর স্বপ্ন নয়। এগুলো হলো পরিবার থেকে তৈরি করে দেওয়া কিংবা ছোটবেলা থেকেই পরিবার থেকে মেয়েদেরকে যেসব শিখতে বলা হয়। সেসব এর মধ্যে অন্যতম ব্যাপার। হ্যাঁ সব পরিবারেই যে সব মেয়েদেরকে এসব শিখতে বলে, তা নয়। যেমন আমি যদি আমার নিজের পরিবারের কথা বলি। তাহলে আমার নিজের পরিবার বরাবর আমাকে শিখিয়ে এসেছে যে, প্রথমে ভালো করে পড়াশোনা করতে হবে এরপরে সবকিছু। কিন্তু আমাদের চারপাশের সব পরিবার একেবারেই এমন নয় এবং এটা আমি হলফ করেই বলতে পারি।

মূলত মেয়েদের প্রায়োরিটি লিস্টের সবচেয়ে সর্বোচ্চতে থাকা যেটা দরকার। সেটা হলো নিজের আত্মরক্ষা করতে পারা। কারণ মেয়েরা যেটার ক্ষেত্রে সবচেয়ে দুর্বল এবং পারিবারিক দিক দিয়ে যেটাতে একেবারেই মনোযোগ দেওয়া হয় না, সেটা হচ্ছে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মরক্ষা করতে পারার ব্যাপারটি। রুটি বানানো, রুটি গোল করে তৈরি করা এটা মোটেও প্রায়োরিটি লিস্টে রাখার দরকার নেই। মেয়েদের রাস্তায় বের হলে যেনো প্রাথমিক নিরাপত্তাটা নিশ্চিত করতে পারে নিজেই সেই দিকটাই মেয়েদেরকে শেখানো উচিত। এটা পরিবারের থেকেই আমি আশা করি। অর্থাৎ প্রতিটি পরিবারের উচিত মেয়েদেরকে যেনো সেলফ ডিফেন্স টা খুব ভালোভাবে শিখিয়ে দেয়। কারণ আপনার মেয়ে রুটি বানাতে না পারলেও, আপনার মেয়ের সংসার হয়ে যাবে। কিন্তু আপনার মেয়ে যদি আত্মরক্ষা করতে না পারে। তাহলে হয়তো আর দুদিন পরে আপনার মেয়েকে আপনারা পাবেন না এবং এটাই আমাদের সমাজের সবচেয়ে করুন বাস্তবতা। যেটা আমরা সবাই জানি, কিন্তু কেউ মানতে চাই না।
Sort:  
 last year 

নারীরা তাদের নিজগুণেই প্রাইওরিটি পেয়ে থাকে। নারীদের বিভিন্ন কাজের দক্ষতা তাদের পরিবারে দিয়ে থাকে। পরিবারের শিক্ষার উপর নির্ভর করেন নারীর অনেকগুলো গুণাবলী। খুবই সুন্দর একটি শিক্ষনীয় মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।