ঈদের সময়ের সড়ক দুর্ঘটনা ও আমাদের দুশ্চিন্তা

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


প্রতিবছর ঈদ আসে আর দুরু দুরু বুকে অপেক্ষা করতে থাকি কখন কোন খারাপ সংবাদ আসে। প্রতিবছর ঈদের সময় প্রচুর সড়ক দুর্ঘটনা হয়। সেই সড়ক দুর্ঘটনাগুলোতে প্রচুর মানুষ মারা যায়। অনেক মানুষ আহত হয়। এই কারণে ঈদ আসলেই মনের ভেতর একটা ভয় কাজ করতে থাকে। শুধু যে সড়ক দুর্ঘটনা মানুষ মারা যায় তা নয়। নৌ দুর্ঘটনায়ও প্রচুর মানুষ মারা যায়। তবে পদ্মা সেতু হওয়ার পর থেকে নৌ দুর্ঘটনায় মানুষ মৃত্যুর পরিমাণ অনেক কমে গিয়েছে। কারণ নৌ দুর্ঘটনা বেশিরভাগ সময় হতো ঢাকা বরিশাল রুটের লঞ্চ গুলিতে। এখন ঢাকা বরিশাল রুটের মানুষজন বেশিরভাগই সড়ক পথে যাতায়াত করে। প্রতিবছর উৎসব এর আগে এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর সবার মন খারাপ করে দেয়।

IMG_20240401_095524.jpg

দুর্ঘটনা হওয়ার পরে কিছুদিন দেশের মানুষ জন থেকে শুরু করে সমস্ত রকমের মিডিয়ায় এই সমস্ত নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। কিন্তু শেষ পর্যন্ত হয় না কিছুই। সমস্যাগুলো সব রয়েই যায়। যার ফলে আমরা দেশের সাধারণ জনগণ প্রতিবছর ঈদের আগে ভয়ে ভয়ে অপেক্ষা করতে থাকি পরবর্তী দুর্ঘটনার জন্য। অথচ এই দুর্ঘটনার কারণগুলো চিন্তিত করে যদি সেই সমস্ত ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া যায়। তাহলে এই দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনা সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে এই দুর্ঘটনার সাথে যারা জড়িত থাকে তারা সমাজের অত্যন্ত প্রভাবশালী মানুষজন। যার ফলে তাদের বিপক্ষে কখনো কিছু করা হয়ে ওঠেনা। কারণ রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের সাথে সেই প্রভাবশালীদের যোগসাজোস থাকে।


যেমন প্রতি বছরই বলা হয় রাস্তায় কোন ফিটনেস বিহীন গাড়ি চলতে পারবে না। কোন মাদক সেবীকে ড্রাইভার হিসেবে নিয়োগ দেয়া যাবে না। ড্রাইভারদেরকে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে। মানুষজনকে সড়কে চলাচলের নিয়মগুলি ভালোভাবে বোঝাতে হবে। ড্রাইভিং লাইসেন্স দেয়ার আগে যথাযথভাবে ড্রাইভারদের পরীক্ষা নিতে হবে। লাইসেন্সবিহীন গাড়ি সড়কে চলাচল করতে দেয়া যাবে না। স্পিড লিমিট নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি সরকার এই বিষয়গুলো বাস্তবায়ন করতো তাহলে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেকটা কমে আসতো। কিন্তু সমস্যা হচ্ছে এই নিয়মগুলো যারা বাস্তবায়ন করবে তারা সবাই প্রটোকলসহ রাস্তায় চলাফেরা করে। তারা রাস্তায় যখন আসে তখন রাস্তাঘাট তাদের জন্য পুরো পরিষ্কার রাখা হয়। যার ফলে তারা কখনোই সাধারণ জনগণের দুঃখ কষ্ট বুঝতে পারে না। এখন আমাদের এই সব নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। তাহলেই যদি নিয়ম গুলোর বাস্তবায়ন হয়।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 last month 

ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেশি ঘটলেও, সারা বছর ধরেই আমাদের দেশে প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। হয়তো কিছু কিছু সড়ক দুর্ঘটনার নিউজ আমরা পাই,আবার অনেক দুর্ঘটনার নিউজ আমরা পাই না। সড়কে গাড়ি চলাচল করার যে নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমাদের দেশে একেবারেই মানা হয় না। যে দেশের পুলিশ অহরহ ঘুষ খায়,সেই দেশে তো নিয়ম মানার কোনো দরকার পড়ে না। তাইতো মাতাল অবস্থায় অনেক ট্রাক ড্রাইভাররা দুর্ঘটনা ঘটায় একের পর এক। মাঝখান দিয়ে বলির পাঠা হয় সাধারণ জনগণ। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 64511.14
ETH 3405.23
USDT 1.00
SBD 2.30