লেভেল ৩ হতে আমার অর্জন by @rizwan12 (10% for @shy-fox)

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। গতকাল রাতে আমি লেভেল ০৩ এর ক্লাসে ভাইবায় উত্তীর্ণ হয়েছি। তাই আজকে আমি লেভেল ০৩ লিখিত পরীক্ষা দিতে চলেছি। তাই চলুন আর দেরি না করে পরীক্ষা শুরু করা যাক

IMG20220215163430.jpg

লেভেল ০৩ এর ক্লাসে তিনটি টপিক নিয়ে বিস্তর ভাবে আমাদের মাঝে আলোচনা করা হয়েছে । টপিক গুলো হচ্ছে
১।মার্কডাউন
২।কনটেন্ট
৩।কিউরেশন

এই তিনটি বিষয় আমাদেরকে অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। এই তিনটি টপিকের উপর কতগুলো প্রশ্ন রয়েছে। আমি এখন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি


Untitled design (1).png

১। প্রশ্নঃ মার্কডাউন কি?

মার্কডাউন হচ্ছে এক ধরনের কোড যা ব্যবহার করে লেখাকে আকর্ষণীয় এবং সুন্দর করা হয় তাকে মার্কডাউন বলা হয়। মার্কডাউন ব্যবহারের ফলে একটি লেখাকে বোল্ড, ইতালিক, টেবিল তৈরি, লেখা জাস্টিফাই ইত্যাদি করা হয়ে থাকে।


২। প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

মার্কডাউন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি আমাদের লেখাকে পাঠকের কাছে আকর্ষণীয় করতে চাই তাহলে মার্ক ডাউন এর ব্যবহার সঠিকভাবে প্রয়োগ করতে হবে। একজন ব্লগারের সাফল্য তখনই ধরা দেবে যখন একজন পাঠক মনের তৃপ্তিতে ব্লক পড়বে। আর মার্কডাউন ব্যবহারের মাধ্যমে পাঠক কে লেখার প্রতি আকৃষ্ট করা সহজ হয়। তাই আমাদের জন্য মার্কডাউন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।


৩। প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

মার্কডাউনের কোড গুলো তিনটি ভাবে দৃশ্যমান করে দেখানো যায় তা হচ্ছে

ক.আমরা যে কোড লিখব সেই কোড এর আগে () দিয়ে কোট গুলোকে দৃশ্যমান রাখা যায়।
খ.তাছাড়া কোড লেখার আগে এবং পরে যদি আমরা (`) এই চিহ্ন দেই তাহলেও কোডগুলো দৃশ্যমান থাকবে।
গ. আবার যদি আমরা কোড লেখার আগে চারটি স্পেস দিয়ে কোড লেখা শুরু করি তা হলেও কোডগুলো দৃশ্যমান থাকবে।


৪। প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

ইনপুট

Name | Post | Steem power |

--- | --- | --- |
Rizwan | 50 | 100
Likhon | 10 | 50

আউটপুট

NamePostSteem power
Rizwan50100
Likhon1050


৫। প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

সোর্স লেখার নিয়ম হচ্ছে প্রথমে তৃতীয় বন্ধনীর ভেতরে সোর্সের নাম দিতে হবে এবং তারপর প্রথম বন্ধনী এর ভেতরে সোর্সের লিঙ্ক দিতে হবে।

উদাহরণ: [Pexel] (pexel.com)


৬। প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

ইনপুট :

'# আমার বাংলা ব্লগ'
'## আমার বাংলা ব্লগ'
'### আমার বাংলা ব্লগ'
'#### আমার বাংলা ব্লগ'
'##### আমার বাংলা ব্লগ'
'###### আমার বাংলা ব্লগ'

আউটপুট:

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ


৭। প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন
<div class="text-justify">

</div>


৮। প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেওয়া উচিত?

কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে এমন কনটেন্টে নির্বাচন করতে হবে যে কনটেন্ট এর উপর আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে আর যখন কনটেন্ট এর উপর জ্ঞান ও অভিজ্ঞতা থাকবে তখনই আমরা সেটিকে সৃজনশীলতার রূপ দিতে পারব। তাই এমন কনটেন্ট নির্বাচন করা উচিত যেটির উপর আমাদের জ্ঞান অভিজ্ঞতা রয়েছে।


৯। প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন?

আমরা যদি পাঠক কে একটি টপিক বোঝাতে চাই তাহলে আমাদের সেই বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে। যদি আমাদের সেই বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান না থাকে তাহলে আমি অন্য আরেকজনকে কি বোঝাবো? তাই অন্যের কাছে গ্রহণযোগ্যতা পেতে হলে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে।


১০। প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50। আপনি একটি পোস্টে $10 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

এই ক্ষেত্রে আমি ৫ ডলার কিউরেশন রিওয়ার্ড পাবে


১১। প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি

যদি পোস্ট করার ৫ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘন্টার আগে ভোট দিলে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়।


১২। প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

@Heroism কে ডেলিগেট করলে বেশি আয় করা সম্ভব। কারণ আমি এখন ছোট ইউজার। আমার ভোট দেওয়ার ক্ষমতাও ছোট। আর আমার এই অল্প পরিমাণ এসপি দিয়ে আমি কিছুই করতে পারবোনা কিন্তু আমি যদি @Heroism কে ডেলিগেট করি তাহলে @Heroism এর আরো শক্তি বৃদ্ধি পাবে এবং এর উপার্জিত এসপি থেকে আমার পারসেন্টেন্স আমাকে দেবে। তাই @Heroism কে ডেলিগেট করাই উত্তম।


cc: @alsarzilsiam

লেভেল ০৩ লিখিত পরীক্ষা আমি এখানেই শেষ করছি

ধন্যবাদ সবাইকে

Untitled design (1).png

আমার বাংলা ব্লগ.png

Sort:  

লেভেল ৩ হতে অনেক কিছু অর্জন করেছেন দেখছি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন দোয়া করি সামনের দিনগুলো এভাবেই পূর্ণতায় ভরে উঠুক শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ভাই আপনি লেভেল ৩ প্রশ্ন সমূহ গুলোর ভালোভাবে উত্তর দিয়েছেন। আমি মনে করি আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন। আশা করি বাকি ক্লাসগুলো করলে ভাল ভাবে বুঝতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

আপনি level3 বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বুঝা যাচ্ছে ক্লাস গুলো অনেক মনোযোগ সহকারে করেছেন।এভাবেই সামনের দিকে এগিয়ে যান। আপনার পরবর্তী ধাপের জন্য রইল শুভকামনা।

 3 years ago 

খুবই সুন্দর ভাবে আপনি আপনার লিখিত উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনি লেভেল 3 এর পরীক্ষা দিয়েছেন দেখে খুব ভালো লেগেছে। আমি নিজেও পরীক্ষাগুলো দিয়ে আজ এর পর্যায়ে এসেছে। এই ক্লাসগুলো করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি আশা করি আপনি নিজেও অনেক কিছু শিখতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার লেবেল 3 এর লিখিত পরীক্ষার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে আপনি লেভেল 3 এর বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছেন।যার কারণে লেভেল 3 এর লিখিত পরীক্ষা আমাদের সামনে সাবলীলভাবে উপস্থাপন করতে পেরেছেন। যেহেতু আপনি লেভেল 3 অর্জন করতে সক্ষম হয়েছেন এখন আপনার প্রস্তুতি থাকবে সামনের দিকে এগিয়ে যাবার। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনি লেভেল 3 এর পরীক্ষা খুব সুন্দর ভাবেই দিয়েছেন। এই কাজগুলো করে অনেক কিছুই শিখতে পারা যায়। আমিও এই ক্লাসগুলো করে অনেক কিছু শিখতে পেরেছি। এভাবে সবগুলো ক্লাস করে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

এবিবি স্কুলের দ্বিতীয় লেভেল কমপ্লিট করে, আপনি তৃতীয় লেভেল এর জন্য, এপ্লাই করেছেন দেখে ভালো লাগলো। তবে হ্যাঁ এটা মনে রাখবেন আপনার প্রতিটি অর্জনই শুধু আপনার জন্য। এবং আপনি অর্জন করতে পারলে ভবিষ্যতে লাভবান হবেন। তাই নিঃসন্দেহে অর্জন করতে থাকুন।

 3 years ago 

লেবেল 3 ক্লাস করে তো মনে হচ্ছে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন। প্রশ্নগুলোর অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করলেন। সবকিছু অনেক গুছিয়ে লিখতে পেরেছেন। আশা করব পরবর্তী ক্লাস করে আরো অনেক কিছু শিখতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

৩। প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

প্রথম উত্তরটি সঠিক করে নেবেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভ কামনা রইলো।

আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে

New to Steemit?