রেসিপি: পুঁইশাক দিয়ে পাকোড়া তৈরি (10% beneficiary to shy-fox) By @rizwan12
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগ এর সম্মানিত সকল সদস্যদের প্রতি ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকে আমার ব্লগ টি শুরু করছি।
আজকে আপনার সাথে আমি পুইশাকের পাকুড়া রেসিপি টি শেয়ার করব। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ঘরে বসে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তাই চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক।
রেসিপিটি তৈরি করতে আমি যেসব উপকরণ ব্যবহার করেছি তা হচ্ছে
ক্রমিক নং | উপকরণের নাম |
---|---|
০১ | পুঁই শাকের পাতা |
০২ | বেসন |
০৩ | ময়দা |
০৪ | পেঁয়াজ |
০৫ | কাচা মরিচ |
০৬ | আদা বাটা |
০৭ | রসুন |
০৮ | হলুদের গুঁড়া |
০৯ | মরিচের গুঁড়া |
১০ | জিরার গুড়া |
১১ | লবণ |
১২ | তেল |
উপকরণ প্রস্তুত এখন রান্না শুরু করা যাক
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে পুইশাকের গাছ থেকে পাতাগুলোতে উঠিয়ে নিয়ে আসি। তারপর পাতাগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেই। পরিষ্কার হয়ে গেলে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে একটি মাঝারি আকৃতির বাটিতে রাখি।
এখন কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ গুলোকে পুঁইশাক এর মধ্যে দিয়ে দেই।
তারপর এক কাপ পরিমাণ বেসন নেই।
এবার তাতে যোগ করি এক কাপ পরিমাণ ময়দা।
এখন এখানে হলুদের গুড়া(১ চামচ), মরিচের গুঁড়া (২চামচ), জিরার গুড়া(২.৫চামচ), এবং অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দেই।
এবার তাতে অল্প পরিমাণ পানি মিশিয়ে নেই। পানি মেশানোর সময় আমি খুবই সতর্ক ছিলাম কারণ এতে বেশি পরিমাণ পানি হয়ে গেলে তা রান্নার জন্য উপযুক্ত হবে না।
এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটি মিক্সার তৈরি করে নিয়েছি। এখন এটি ভাজার জন্য উপযুক্ত হয়ে গেছে। চলুন এবার চুলাতে রান্না শুরু করা যাক।
এবার আমি একটি ফ্রাই পেন নেই তারপর সেটি চুলাতে বসিয়ে কিছুক্ষণ গরম করে নেই। গরম হয়ে গেলে তাতে পরিমান মত তেল নেই। তারপর মিক্সড করে রাখা সকল উপকরণ গুলো পর্যায়ক্রমে তেলের মধ্যে দিয়ে দেই।
রান্না হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এগুলোকে উল্টে দিতে হবে যাতে করে দুই পাশেই সমানভাবে সিদ্ধ হয়
এভাবেই হয়ে গেল পুঁইশাক দিয়ে পাকোড়া তৈরি রেসিপি। রেসিপিটিকে আরো সুস্বাদু করেছে সালাত। তাই যে কোন সালাত সাথে রাখতে পারেন।
রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ টিম এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন সময়। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ ভাইয়া
নতুন একটি রেসেপির সাথে পরিচিত হলাম। আমার কাছে রেসেপি টি খুবই ইউনিক লাগছে। আর অনেক লোভনীয় লাগছে। উপস্থাপনা টা খুবই সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া
ওয়াও ভাইয়া নতুন একটা রেসিপি দেখলাম। দেখে বেশ ভালো লাগল, আমার আগে জানা ছিল না এই রেসিপি সম্পর্কে। আজ সব শিখে নিলাম।উপস্থাপনা অনেক সুন্দর ভাবে করেছেন আপনি ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ
পুঁইশাক ভাই আমার খুব প্রিয় ভাই। আপনার রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে । উপস্থাপনা ও ছিল অসাধারণ। শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া
পুঁইশাক দিয়ে খুব সুন্দর পাকোড়া আপনি তৈরি করেছেন। আমি আস্ত পুঁইশাক বেসন দিয়ে একসাথে মিশিয়ে খেয়েছি কিন্তু এভাবে কখনো পাকোড়া তৈরি করিনি এভাবে তৈরি করলে মনে হয় ভালো লাগে খেতে ।আপনার পাকোড়া দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি রেসিপি শেয়ার করেছেন ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
কমেন্ট করে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
বাহ্ আপনি তো পুঁইশাক দিয়ে বেশ সুন্দর পাকোড়া তৈরি করছেন ভাইয়া। আমার দেখে মনে হচ্ছে অনেক মজাদার ও সুস্বাদু হয়েছে। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই
অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। পুঁই শাকের পাকোড়া আমার কাছে একটি ইউনিক রেসিপি মনে হচ্ছে। যেকোনো পাকোড়া খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে শাকের পকোড়া মনে হচ্ছে খেতে খুব মজা হয়েছে। পুরো রেসিপিটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ
পুঁইশাক দিয়ে পাকোড়া তৈরি দারুন হয়েছে। আপনি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। পুঁইশাক দিয়ে তৈরি পাকোড়া খেতে খুবই সুস্বাদু হয়। আমিও মাঝে মাঝে বিভিন্ন প্রকার শাক দিয়ে পাকোড়া তৈরি করি। আপনি অনেক সুন্দর করে আপনার রেসিপি তৈরির ধাপ গুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে অনেক মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই
শাক দিয়ে কখনো পাকোড়া খাই নি ভাইয়া। এটা আমার কাছে সত্যিই ইউনিক একটি রেসিপি। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই