||CONTEST: SHARE MY BEST STREET PHOTOGRAPHY AND ART WEEK 12||BY-@rjraju002(23-04-2021)

in Steem Bangladesh4 years ago

হ্যালো স্টিমিয়ান বন্ধুরা,
আসসালামু আলাইকুম।আপনারা সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো আছে।আমিও আপনাদের দোয়াই খুব ভালো আছি।

@tarpan ভাইকে ধন্যবাদ জানাই যে,এত সুন্দর ফটোগ্রাফি এবং চিত্র অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে। সত্যিই আমি এখানে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।

IMG_20210423_101853.jpg

Paddy farmers are very worried this time

https://w3w.co/organism.ransom.untangling

  • একজন চাষি অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই।কিন্তু এবার তার জমিতে ভালো ধান না হওয়ায় সে ভেঙে পড়ে।কারন যেমন ধান চাষিরা চেয়েছিলো তেমন ধান পাইনি।ধানের দামের তুলোনায় তেমন ধান চাষিরা ঘরে তুলতে পারছে না।তাই ধানখেতে বসে চাষিরা চন্তা করছে আর অনেক ভেঙে পড়েছে।সেই সময়ছবিটা তোলা হয়েছে।

IMG_20210423_094302.jpg

The picture was taken during the paddy field.

https://w3w.co/lighting.stopping.reared

  • দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর ভাবে চাষিরা ধান গুলো আঁটি বাধছে।এই দুপুর বেলা করে চাষিরা অনেক পরিশ্রম করে ধান বাধছে কিন্তু তেমন ফল কিন্তু চাষিরা এই ধান থেকে পাইনি।তাদের মনের ভেতরে থাকা কষ্ট তারা কিন্তু নিজের মনের ভিতর কষ্ট গুলো রেখে দিয়েছে।আর তার পরেও এই ধানগুলো আঁটি বাধার পড়ে অনেক ধান জমিতে এরা ছাড়া পড়ে রয়েছে।

IMG_20210423_101930.jpg

  The remaining part of the paddy is being picked.

https://w3w.co/forecasters.shortens.earmarking

  • আপনারা দেখতে পারছেন একজন চাষি তার জমিতে পড়ে থাকা ধানগুলি কুড়িয়ে তুলছে।অনেক কষ্টে সে ফসল ফলিয়েছে।ধানের আঁটি বাধার পরে,ধানের আঁটিগুলো এক জায়গায় রাখা হয়। তারপরেও জমিতে অনেকগুলো ধানা এড়া ছেড়া পড়েছিল।আর সেই পড়ে থাকা ধানগুলো দুপুর বেলায় খোলা আকাশের নিচে একা একা বসে ধানগুলো তুলছে।কারণ এবার আবাদি জমিতে খুব একটা ভালো ধান হয়নি।এতে চাষিরা খুবই চিন্তিত হয়ে পড়েছে।

IMG_20210423_094211.jpg

 Taking pictures while threshing paddy.

https://w3w.co/feasible.surprisingly.fumigation

  • আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান পা দিযে মেশিনের মাধ্যমে মাড়াই করা হচ্ছে।কারণ আমাদের বাংলাদেশের মানুষ এরা এরা নিজেই কাজ করতে পছন্দ করে। আর তারা খুবই পরিশ্রমী হয়।তাই মাথার ঘাম পায়ে ফেলে তারা অনেক পরিশ্রম করে এই ধানগুলো মাড়াই করছে।

IMG_20210423_102351.jpg

Pictures of helpless people sitting in wheelchairs.

https://w3w.co/unoriginal.dishy.rearranged

  • একজন অসহায় মানুষ রাস্তার পাশে হুইল চেয়ারে বসে রয়েছে।তার নাম মোঃ ঠানডুমিা।সে একজন ভালো মানুষ ছিল এবং আমাদের মতো স্বাভাবিক ভাবে জীবনযাপন করতো।হঠাৎ এক দুর্ঘটনায় তার দুই পা কেটে ফেলা হয়।আপনারা তার জন্য সবাই দোয়া করবেন।

IMG_20210421_125314.jpg

  Photo taken during lockdown.

https://w3w.co/oafs.nudging.triceps

  • লকডাউনের সময় এই ছবিটি তোলা হয়েছে।আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে তেমন মানুষ নেই।কারণ এই মহামারী করোনাভাইরাসের জন্য মানুষজন রাস্তাঘাটে বের হতে পারছে না।আবার দোকানগুলো সব কিন্তু বন্ধ করা হয়েছে এই লকডাউনের জন্য।সবাই আতঙ্কিত সাথে জীবনযাপন করছে।আমাদের উচিত এই বিশ্ব মহামারী করোনাভাইরাস এ খুব সাবধানতার সাথে চলাফেরা করা।সবাই সুস্থ ও ভালো থাকবেন।

আমার পোস্টটি দেখার জন্য এবং পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Thanks a lot..
@tarpan