"পড়ন্ত বিকালে একটু একাকীত্ব সময়" || (১০% প্রিয় লাজুক খ্যাঁক কে)

in আমার বাংলা ব্লগ2 years ago

  • আসসালামু আলাইকুম


  • ৯-০৫-২০২২

    ২৫ই বৈশাখ


    প্রসঙ্গঃ"পড়ন্ত বিকালে একটু একাকীত্ব সময়"



    হ্যালো বন্ধুরা,

    আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


    IMG_20220509_211720.jpg


    আজ সোমবার। বিকাল বেলা অফিস শেষ করে একটু ফ্রেশ হয়ে একটু হাঁটতে বাইর হলাম। আজকে আমার মন টা বেশি একটা ভালো নাহ। তাই একটু হাঁটতে হাঁটতে বেড়িবাধ মোড়ে গেছিলাম। তারপর আর একটু সামনে গেলাম নদী পারে। এই জায়গাটি বলে ল্যান্ডিং মোড়। এখানে বড় বড় জাহাজ গুলো এসে ল্যান্ড করে। এখানের পরিবেশ টা আমার কাছে খুবেই ভালো লাগে। তাই মাঝে মধ্যে আমার মন খারাপ থাকলে এখানে চলে আসি। তাই পড়ন্ত বিকালে এখানে এসে বসে থাকতে আমার খুবেই ভালো লাগে।

    IMG_20220509_211901.jpg

    IMG_20220509_212009.jpg


    এখানে বড় বড় জাহাগ গুলো অনেক দূর থেকে বালু নিয়ে আসে। আর সেই বালু ঢাকা শহরে সাফলাই করা হয়। এই নদী টা কে বলে তূরাগ নদী। এই নদীটি অনেক বড়। এই নদী পথ দিয়ে বালু নিয়ে আসা হয়। এই জাহাগ গুলো অনেক শক্তি। এক সাথে অনেক টন বালু নিয়ে আসে।

    IMG_20220509_212142.jpg

    IMG_20220509_211644.jpg


    এখানের পরিবেশ টা আমার কাছে খুবেই ভালো লাগে। এখানে প্রচন্ড বাতাস। পড়ন্ত বিকালে এখানে আমার ঘুরাফেরা করতে ভালোই লাগে। এখান থেকে সূর্য টা দেখতে বেশ ভালোই লাগে।

    IMG_20220509_212331.jpg

    IMG_20220509_212352.jpg


    তারপর আমি একটা পিলার এর উপর বসে ফোন চালাইতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ বসে একটু ভালোই সময় পার করলাম। তারপর বাসায় উদ্দেশ্য এ রহনা দিলাম। আজকের মতো এখানে শেষ করলাম।

    সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার পোস্ট টিতে কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যকে।
    ফটোগ্রাফার@robiul02
    মোবাইলOppo a31
    স্থানঢাকা - তুরাগ
    লোকেশনউৎস
    Sort:  
     2 years ago 

    আপনি দারুন একটি সময় কাটিয়েছেন এবং চমৎকার কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। আর এরকম পরিবেশে যদি একটু বের হওয়া যায় তাহলে কিন্তু মনটা আরো অনেক ফ্রেশ হয়ে যায়। আমার কাছে এরকম পরিবেশ অনেক ভালো লাগে, ধন্যবাদ এত সুন্দর মুহূর্তে আমাদের সাথে শেয়ার করার জন্য।

     2 years ago 

    হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন এই পরিবেশে একটু ঘুরাফেরা করলে মন টা ফেশ হয়ে যায়। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

     2 years ago 

    ভাই আপনি একাকীত্ব বিকালে খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। আসলে মাঝে মাঝে হবে একা একা সময় কাটাতে খুব ভালো লাগে। নিজেক সময় দেওয়ার পিছনে পিছনে অন্যরকম একটা মজার রয়েছে। তখন আমরা বসে বসে অনেক কিছু চিন্তা করি। নিজের ভালো দিকগুলো খারাপ দিকগুলো এবং নিজের ভবিষ্যৎ নিয়ে । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনাদের শুভেচ্ছা রইল।

     2 years ago 

    সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

     2 years ago 

    ভাই আপনার মনটা ভালো না থাকার কারণে আপনি যে মনমুগ্ধকর পরিবেশে গিয়ে পড়ন্ত বিকেলে একটু একাকীত্ব বসে সময় অতিবাহিত করেছেন তা আপনার পোস্ট পড়ে বুঝতে পারছি। আমারও এরকম মন ভাল না থাকলে একাকীত্ব সময় কাটালে বেশ ভালই লাগে। কেননা একা থাকলে মনের ভেতরে জমে থাকা কথা গুলো বারবার ঘুরেফিরে মন ভালো না থাকার উত্তরটা খুঁজে বের করে। আর তাই সেই সময়টুকু আমি খুবই উপভোগ করি। যাইহোক ভাইয়া আশা করি এরকম একটি পড়ন্ত বিকেলে সময় অতিবাহিত করে আপনার মন কিছুটা হলেও ভালো হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

     2 years ago 

    আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

     2 years ago 

    ভাই আপনি দারুন সময় কাটিয়েছেন, ফটোগ্রাফি হলো সুন্দর ছিল, পরিবেশটা দেখার মত, মন খারাপের বিষয়টা জানতে পারি ভাই? অসংখ্য ধন্যবাদ ভাই শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

     2 years ago 

    হ্যাঁ ভাইয়া অবশ্যই জানতে পারবেন,, অন্য এক দিন বলবো ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল।

     2 years ago 

    কথাটা কতটুকু সত্য আমার তেমন একটা জানা নেই তবে বেশিরভাগ লোকেই দেখি মন খারাপ হলে একা সময় কাটাতে চায়। সেই দিকে বিচার বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় একা একা সময় কাটালে সম্ভবত মনটা একটু হালকা হয় এবং নিজের ভুলগুলো বুঝতে পারে। যাইহোক ভাই আপনার মন কেন খারাপ সেই কারণটা কে খুঁজে বের করে আপনি মনটাকে ভালো করার চেষ্টা করবেন সেইসাথে আপনার ফটোগ্রাফির গুলো খুব চমৎকার হয়েছে ভাই। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

     2 years ago 

    হ্যাঁ ভাইয়া আপনি ঠিক বলছেন। আপনার সাথে একমত। ধন্যবাদ ভাইয়া।

     2 years ago 

    পড়ন্ত বিকেলে একাকিত্ব খুব সুন্দর মুহূর্ত পার করলেন। নদীর পারে এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে হবে খুবই পছন্দ করি ।এটা প্রায়ই করা হয়ে থাকে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

     2 years ago 

    আপনাকে অনেক ধন্যবাদ।

     2 years ago 

    পড়ন্ত বিকালে একাকিত্বের দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফির গুলোর মধ্যে দেশের ফটোগ্রাফি আমার কাছে দারুন ভালো লেগেছে।

     2 years ago 

    আপনাকে মন থেকে ধন্যবাদ জানাইলাম ভাইয়া। ভালো থাকবেন।

     2 years ago 

    একাকিত্বের কি যে যন্ত্রনা, হয় আমি ছাড়া আপনি তা জানেন না। তবে একাকীত্ব নিয়ে সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করেছেন ভাই। খুবই ভালো লাগলো আমার। আপনার ফটোগ্রাফির মধ্যে অনেক কিছু জিনিস,অনেক দৃশ্য উঠে এসেছে। যা ছিল মনমুগ্ধকর।

     2 years ago 

    বোঝার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

    Coin Marketplace

    STEEM 0.24
    TRX 0.12
    JST 0.029
    BTC 68014.29
    ETH 3541.03
    USDT 1.00
    SBD 3.16