#club5050 The Diary Game season 3 (27-10-2021) [ 100% power up post] 2% @bd-charity 18% @steem-bangladesh beneficiaries
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা।
কেমন আছেন সবাই? আমি আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আরেকটি দিনলিপি শেয়ার করতে পারচ্ছি তাই অনেক ভালো লাগছে। চলুন শুরু করি আজকের দিনলিপি।
সকাল
আজ সকাল ছয়টায় ঘুম ভেঙে গেল হঠাৎ করে। সাধারণত আমি এত সকালে ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠে প্রথমে আমি ব্রাশ হাতে নিলাম এবং বাইরে চলে গেলাম। বাহিরে গিয়ে দেখি প্রচণ্ড কুয়াশা পরেছে। কুয়াশা দেখলেই মনে হয় সে অতি শীগ্রই নিয়ে চলে আসতেছে । ব্রাশ করতে করতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এরপর বাসায় এসে ফ্রেশ হলাম। এরপর সকালের নাস্তা করলাম। এরপর কিছুক্ষন শুয়ে ছিলাম। তারপর পড়ার টেবিলে গিয়ে পড়তে বসলাম।
দশটায় বাইরে চলে গেলাম। বাসায় থাকে তাতে বিরক্ত অনুভব করলাম। বাসায় একা একা বসে থাকতে ভাল লাগছিল না। বাইরে গিয়ে আমার গ্রামের কিছু ছোট ভাইদের সাথে আড্ডা দিলাম। এরপর আমার বন্ধু সবুজ আমার সাথে দেখা করল। তার সাথে কিছুক্ষণ বসে কথা বললাম। এরপর সে চলে গেল তাদের বাসায় এবং আমি আমাদের বাসায় ফিরে এলাম। এভাবেই আমার সকালটা কেটে গেল।
দুপুর
12:45 আমি গোসল করলাম। কিছুক্ষণ পরে মসজিদে আজান দিল। আমি অজু করে মসজিদের উদ্দেশ্যে চলে গেলাম নামাজ আদায়ের জন্য। একটা সময় নামাজ আদায় করে আমি আবার বাসায় ফিরে এলাম।
বাসায় এসে দুপুরের খাবার খেলাম। এরপর বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিলাম। প্রতিদিনের মত আজকেও একঘন্টা ঘুমালাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। এরপর একটু পড়ার টেবিলে চলে গেলাম এবং কিছুক্ষণ করলাম। একটা সময় আবার বিরক্ত হয়ে গেলাম। তাই পড়ার টেবিল ছেড়ে বাইরে চলে গেলাম।
বিকেল
বিকেলে বাইরে আমাদের গ্রামের দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে দেখে গ্রামের অনেকগুলো লোক বসে আড্ডা দিচ্ছে এবং খেলা দেখছি। আমি তাদের সাথে খেলা দেখায় মেতে উঠলাম। এমন সময় আমার বন্ধু সবুজ ফোন দিলেন এবং তাদের গ্রামে যেতে বললেন। আমাদের পাশাপাশি গ্রামের বাসা। পায়ে হেটে গেলে 5 মিনিট সময় লাগে। আমি তাদের গ্রামে চলে গেলাম।
তার সাথে দেখা করে মাঠে গিয়ে বসলাম। এখানে কিছুক্ষণ বসে ছিলাম। এরপর গ্রামের মেঠো রাস্তায় হাটাহাটি করলাম। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে প্রায় সন্ধ্যা হয়ে গেল ।
সন্ধ্যা
সন্ধ্যার সময় আমি আর সবুজ চা পান করলাম। এর কিছুক্ষণ পরে তার সাথে বিদায় নিয়ে আমি বাসায় ফিরে এলাম।
রাত
বাসায় এসে হাতমুখ ধুলাম। এরপর কিছুক্ষন টিভিতে খেলা দেখলাম। রাত আটটার সময় আমি পড়ার টেবিলে চলে গেলাম এবং পড়তে বসলাম। পড়ার ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে এসএমএস করলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। রাত দশটায় রাতের খাবার খেলাম। বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি ঘুমানোর উদ্দেশ্য বিছানায় চলে গেলাম। মোবাইলে গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম।
এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত দিনলিপি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভুল-ভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন।
সবাই ঘরে থাকুন
সবাই সুস্থ থাকুন