◾️ ১৯ জুলাই
▪️ মঙ্গলবার
মানবদেহে রক্তের ভূমিকা অপরিসীম। রক্ত হচ্ছে উচ্চশ্রেনীর মেরুদন্ডী প্রানীদেহের এক ধরনের তরল পদার্থ যা জৈব ও অজৈব পদার্থের সম্বনয়ে গঠিত। রক্ত হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক জালিকার মধ্য দিয়ে নিয়মিত প্রবাহিত হয়ে প্রাণিদেহের প্রতিটি টিস্যুতে পৌঁছে দেয় খাবার ও অক্সিজেন। দেহকে সক্রিয়ভাবে চালানোর জন্য রক্ত প্রতিনিয়ত আমাদের শরীরে কাজ করে যাচ্ছে। একজন পূর্নবয়ষ্ক মানবদেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে অর্থাৎ দেহের মোট ওজনের প্রায় ৮%। রক্তের মধ্যে আছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এছাড়া আরও বিভিন্ন উপাদানের সমন্বয়ে রক্ত গঠিত হয়। লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার আলাদা আলাদা কাজ পরিচালনা করে থাকে।
ফ্রি ইমেজ লিংক
রক্তকণার মধ্যে লোহিতকণা কোষে অক্সিজেন নিয়ে যায় আর কার্বন-ডাই-অক্সাইড ফিরিয়ে তা নিয়ে আসে হৃৎপিণ্ডে। শ্বেতকণা বিভিন্ন ধরনের জীবাণুর আক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। অনুচক্রিকা রক্তক্ষরণের ক্ষেত্রে রক্তকে জমাট বাঁধিয়ে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। মানব দেহে শ্বেত রক্ত কণিকার সংখ্যা লোহিত রক্ত কণিকার সংখ্যা তুলনায় অনেক কম।
আজ আমি রক্ত নিয়ে সামান্য কিছু লাইন কবিতার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। আশা করছি আপনাদের ভাল লাগবে। তো চলুন শুরু করা যাক।
রক্ত
আমরা যে কারা বুঝতে পারাটা
নয়তো মোটেও শক্ত,
ঠিকই ধরেছ, আমরা হচ্ছি
পরিচিত লাল রক্ত ।
তিন ধরনের কোষ আমাদের
কাজ ও কর্ম ভিন্ন,
সকলে আমরা কাজ না করলে
থাকে না মানবচিহ্ন ।
কোষে, ফুসফুসে অক্সিজেনের
নিয়মিত সরবরাহে,
লোহিত কণিকা কাজ না করলে
তোমরা তো পুরো ধরা হে !
শ্বেতকণিকার বিশাল ভূমিকা
তোমাদের রোগ ঠেকাতে,
শত্রুকে মেরে শিক্ষাটা দিয়ে
পালানোর পথ দেখাতে ।
রক্তক্ষরণ ভালো কিছু নয়,
আসলে ভীষণ মন্দ,
জমাট বাঁধিয়ে অনুচক্রিকা
করে দেয় সেটা বন্ধ ।
বেঁচে থাকি মোটে তিন-চার মাস
স্বল্প আয়ুর জন্য,
সারাক্ষণ চাই উপকার করে
জীবনটা করি ধণ্য ।
রক্তদানকে উৎসাহ দিই
চারপাশে যারা সুস্থ,
আহারে! সবাই লাল রক্তের
কত কাজ যদি বুঝত !
এই ছিল আমার কবিতা। কমেন্ট বক্স এ আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম। আমার সঙ্গে এতক্ষন থাকার জন্য আপনাকে জানাচ্ছি অংসখ্য ধন্যবাদ ও ভালোবাসা।
আমার পরিচয়
আমি রকিবুল শান্ত। বর্তমানে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করছি । আমি পজেটিভ চিন্তাধারার একজন মানুষ । সব সময় সিম্পল থাকার চেষ্টা করি। কোডিং করতে, মিউজিক করতে , বিভিন্ন বিষয় এর উপরে আর্টিকেল লিখতে বেশি পছন্দ করি। নিজের স্কিল বাড়ানোর জন্য প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করি। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে কার্পণ্য করি না ।
শুভেচ্ছান্তে
@rokibulsanto