নয়নতারা ফুলের কিছু ফটোগ্রাফি || 16 /04/2022 || 10% Beneficial @BOC

in Beauty of Creativity4 years ago

হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও সৃষ্টিকর্তার আশীর্বাদএ অনেক ভালো আছি। আজকের ব্লগে আমি আমার বাড়ির ছাদে টবে লাগানো নয়নতারা ফুল গাছের ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব ।

এই গাছে গোলাপী, সাদার উপর গোলাপী, সাদা ফুল, ইত্যাদি বিভিন্ন বর্ণের ফুল দেখা যায় । ফুল সাদা , গোলাপি অথবা পুরো এক রঙের হলেও ফুলের মধ্যবিন্দুটি অন্য রঙেরও হয়। যেমন গোলাপীর মাঝে হলুদ আবার সাদার মাঝে লাল। এই ফুলের পাঁচটি পাপড়ি থাকে। এদের ফুলগুলো সাধারণত গন্ধহীন হয়ে থাকে । তবে ফুল গুলো বেশ আকর্ষণীয় । এই ফুল সারা বছর ধরেই ফোটে । হিন্দু ধর্মালম্বীরা সারা বছর তাদের পুজোর কাজে এই ফুল প্রচুর পরিমাণে ব্যবহার করে।
এই ফুলগাছগুলো সবাই ছাদে অথবা বাড়ির আশেপাশে লাগিয়ে রাখে।

কোনাচে বেগুনি কাণ্ড থাকে এদের। নয়নতারা ফুল গাছের পাতা আয়তাকার এবং গোড়ার দিকে অনেকটা ডিম্বাকার হয়।পাতাগুলো ৪-৭ সেমি লম্বা ও মসৃণ। ফুল ৩-৩.৫ সেমি চওড়া, দলনল সরু, ২.৫ সেমি লম্বা হয়ে থাকে। এদের ফুলের ৫ পাপড়ির মাঝখানে একটি গাঢ় রঙের ফোঁটা থাকে।

এই ফুল গাছ ও ফুলের কিছু ব্যবহার ও গুনাগুন যা আমি বাড়ির ছাদে গাছ লাগানোর আগে জেনেছিলাম :

অনিয়মিত পিরিয়ড ,গাঁটে ব্যাথা, ডায়াবেটিস সারাতে ,মেধা বৃদ্ধিতে, রক্তচাপ নিয়ন্ত্রনে, কৃমি রোগ নিরাময়, লিউকোরিয়া নিরাময়ে , সন্ধিবাত, বহুমূত্র সহ নানা রোগে এর ব্যবহার দেখা যায় । নয়নতারা ফুল বা পাতার রস কীট দংশনে দ্রুত উপশম পেতে ব্যবহারের করা হয় ।

20220413_170312.jpg

নয়নতারা ফুল

20220413_170429.jpg

20220413_170343.jpg

20220413_170353.jpg

20220413_171002.jpg

20220413_171151.jpg

20220413_170649.jpg

20220413_170937.jpg

20220413_170223.jpg

20220413_170201.jpg

20220413_170152.jpg

20220413_170017.jpg

20220413_165658.jpg

20220413_171226.jpg

20220416_180312.jpg

বন্ধুরা আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে আমার বাড়ির ছাদে লাগানো নয়নতারা ফুলের অনেকগুলো ফটোগ্রাফি এবং নয়নতারা গাছ ও ফুলের কিছু উপকারী দিক শেয়ার করলাম। আশাকরি ফটোগ্রাফি এবং শেয়ার করে ইনফরমেশন গুলো তোমাদের ভালো লাগবে ।তোমরা সবাই ভাল থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো ,হাসিখুশি থাকো ,সবার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F

Sort:  
 4 years ago 

অসাধারণ হয়েছে ফুলের ফটোগ্রাফি গুল। infact আগের পোস্ট গুলোও খুব সুন্দর হয়েছে। এই গ্রুপে share করা সব পোস্ট গুলো মন দিয়ে পড়ি আমি। লেখা গুলো যেমন অসাধারণ হয় তেমনি ফটোগ্রাফিরও কোনো তুলনা হয় না। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কন্টেন্ট আমাদের সাথে share করার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য

 4 years ago 

নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা খুব ভালো। এভাবে সামনের দিকে এগিয়ে যান।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে

 4 years ago 

I was fascinated by your photographs. I love to see flower photography. Good luck to you.

 4 years ago 

Thank you so much

 4 years ago 

আপনার নয়ন তারা ফুলের ছবি গুলো সত্যিই খুবই অসাধারণ। ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

আপনি আজকে আমাদের সাথে নয়ন তারা ফুলের বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। এ ফুলটা দেখতে যেমন সুন্দর, আর আপনি খুব সুন্দর ভাবে তার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন।

 4 years ago 

এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।