Achievement 1 || Introduceyourself post of steemit platform || Date -1-3-2022

in Newcomers' Community3 years ago

হ্যালো.....
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @rotonkumar
আজ মঙ্গলবার , মার্চ ১/২২

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আশা করি সবাই ভালো আছেন। আমিও ভাল আছি। আজ ২০২২ মার্চ মঙ্গলবার । আমি এই প্লাটফর্মটি সম্পর্কে নতুন। আমি এই প্লাটফর্মটিতে কাজ করতে চাই। আর তাই আজ আমি আমার সম্পর্কে আমার এই প্রথম পোষ্টে তুলে ধরবো।

IMG_20220301_185600447_AI.jpg

INTRODUCE OF MYSELF

আমার নাম শ্রী রতন কুমার ।গ্রাম জুগিরঘোপা, থানা গাংনী ,জেলা মেহেরপুর, বিভাগ খুলনা । আমি একজন ছাত্র । আমার পরিবারের সংখ্যা ৭জন । আমার বাবা একজন কৃষক এবং আমার মা একজন গৃহিণী । আমি মা, বাবা ,দাদা ,দাদি, আর দুইটা ভাই । আমার ছোট দুইটা ভাই আছে তারাও পড়াশোনা করে একজন ক্লাস নাইনে, আরেকজন ক্লাস ফাইভে ।

received_453413693083093.jpeg

MY HOBBY

মানুষের জীবনে সকল ধরনের শখ থাকে । আমার জীবনে সখ বাইক চালানো । বাইক নিয়ে ঘোরাঘুরি করা বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং বিভিন্ন জায়গা পরিদর্শন করা।

IMG_20220125_163701799_AI.jpg

MY DREAM

আমার সবচেয়ে বড় স্বপ্ন আমি একজন প্রফেশনাল ব্লাগার হওয়া। আর এর জন্য আমি চেষ্টা করছি। আশা করি আপনাদের দো'আতে ও আশীর্বাদে সামনের বছর থেকে আমি একজন প্রফেশনাল ইউটিউবের ব্লাগার হিসেবে কাজ করতে পারি। সবাই আমার জন্য দো'আ ও আশীর্বাদ শুভেচ্ছা কামনা করবেন। আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি এবং আপনাদের সাথে কাজ করতে পারি।

Why want to work on this platform

এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আমার কাছে এই প্লাটফর্মটি সম্পূন্ন নতুন। তাই আমি চাই যে আরো নতুন নতুন কিছু শিখতে। এটি হল এমন একটি প্লাটফর্ম যেখানে সারা বিশ্বর মানুষ একজায়গায় সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করে। ঠিক তেমনি ভাবে আমিও সেই প্রচেষ্টার মাধ্যমে এখানে এসেছি যাতে করে আমিও আমার প্রতিভা বা অভিজ্ঞতা এখানে শেয়ার করতে পারি। এখানে আসার মাধ্যমে বিভিন্ন দেশের কালচার সম্পর্কে জানতে পারি। কারণ বিভিন্ন দেশে যেসব কমিউনিটি আছে এগুলো তাদের নিজ নিজ দেশের ঐতিহ্য তুলে ধরে। যার মাধ্যমে ওখান থেকে অনেক কিছু শেখার আছে। আর এই সব কারণের জন্য আমি এই প্লাটফর্মটিতে কাজ করতে চাই।সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন ।

Cc,@tarpan @boss75 @sm-shagor @abuahmad

Sort:  
Loading...
Loading...
 3 years ago 

Hi, @rotonkumar,

Your post has been supported by @tarpan from the Steem Greeter Team.