Poetry Recitation - বিবর্তন by roy.sajib
শুভ নববর্ষ
@steem-bangladesh এর সকল বন্ধুদেরকে জানাই বাংলা নববর্ষ ১৪২৮ এর শুভেচ্ছা । আশা করি নতুন বছর আমাদের সকলের জন্য শুভ বার্তা বয়ে আনবে। আর এই করণা মহামারীর হাত থেকে পুরো বিশ্ব রক্ষা পাবে।
যেহেতু করোনার জন্য বাঙালি জাতি আজ নববর্ষকে ঘরে বসে বরণ করে নিয়েছে , স্টিম বাংলাদেশের আজকের প্রতিযোগিতা সত্যিই প্রশংসার দাবিদার । পহেলা বৈশাখ আর সাহিত্যচর্চা বাঙালির সাথে যেন ওতপ্রোতভাবে জড়িত। আজকের এই শুভ দিনে এমন একটি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে সত্যিই খুব আনন্দিত।
আজ আমি আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করব। আশা করি আপনারা সবাই ধৈর্য নিয়ে কবিতা টি এবং এর সারমর্ম উপভোগ করবেন।
কবিতাটির ভিডিও লিঙ্ক এখানে দেয়া হলো :
পুরো কবিতা :
বিবর্তন
সজীব রায়
শৈশব থেকে কৈশোর পেরিয়ে
আজ বেশ কিছুদিন
ছোট জীবনের অনেকটা পথই প্রায় শেষ
বাবার ভয়ে
হয়তো আর কখনো যেতে হবে না স্কুলে
শুক্রবারের সেই ছুটির দিনেও মনের আলমারিতে ইচ্ছেগুলোকে বদ্ধ করে বসতে হবে না পড়ার টেবিলে
সত্যি বলতে,
টিচারদের ডেইলি শাসন আর
দুষ্টুমিতে মায়ের হাতের গরম ছোঁয়া
আবার এই হাতেই মিষ্টি পরশ
অনেক মিস করি
তবে
কলেজ লাইফের সেই রোমাঞ্চকর দিন
লাজুক ভাবে আড়চোখে কোন সুন্দরী মেয়েকে দেখে অতিথি পাখি ভাবা
সারাদিন ফেসবুকে স্ট্যাটাস পড়া আর কমেন্ট করা সব আগের মতই চলছে
কিন্তু বসন্তের কোকিল হয়তো আর আগের মত ডাকে না
এর মাঝে, সময় কেড়ে নিয়েছে বাবাকে
সন্ধ্যাপ্রদীপ আর সন্ধ্যাতারা তাই খুব কাছের এখন
সেই শাসন আর ভালোবাসা না থাকলে
আমার আমিকে আমি কি কখনো খুঁজে পেতাম? আনমনে প্রদীপটি সামনে দাঁড়িয়ে কতবারই যে বলেছি
থ্যাংকস, "বাবা"
স্বপ্নে এখনও দেখি আজ রবিবারের সেই শীলাকে
সদ্য ফোটা পদ্ম কোমল মুখখানি আজও চোখে ভাসে
এখনও ভাবি মায়াবী ঠোঁট দিয়ে "ও" কি যেন বলবে আমায়
কিন্তু আবেগের সেই গভীরতা যেন কোথায় হারিয়েছি আজ
মনের সেই চঞ্চলতাকে বেঁধে ফেলেছে কিছু দায়িত্ব আর কর্তব্যবোধ
শুনছি এই শ্রাবণে নাকি
লাগামহীন জীবনে দড়ি পড়াতে আসছে কোন এক "শীলা"
বাগানে ফোটা নতুন নতুন পদ্ম
পারবে কি দিতে সেই হারানো মিষ্টি সুবাস ?
You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.
ভালো হয়েছে ভাই।
ধন্যবাদ ভাই ।আশা করি এভাবেই উৎসাহ দিয়ে সব সময় পাশে থাকবেন।
Your vocal suits the recitation. Keep it up bro. I want to be your fan. Waiting for your another clip.
Thanks a lot dear. It's a huge complement for me.
অনেক সুন্দর হয়েছে দাদা 👌
শুভ নববর্ষ 😊
শুভ নববর্ষ ভাই আমার ❤️
কত গুণ ! এত talent কই পাও?
মা লক্ষ্মী আর মা সরস্বতী দুজনেই সব সময় আমাকে সহযোগিতা করেন আমার বউয়ের মাধ্যমে 🥰 । তার জন্যই এতসব
Thats a good one.
My pleasure. Thanks for your kind words
পরের বার অবশ্যই থামবিল দিবেন।
Xoss
Thank you so much