অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরতে যাচ্ছি সে বিষয়টি হল গরিব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ।
আল্লাহপাকের সৃষ্টির মধ্যে মানুষই সর্বোত্তম। সেই মানুষের মধ্যে রয়েছে কত না ভেদাভেদ, কেউ ধনী, কেউ গরীব, কেউ আবার মধ্যবিত্ত। আমাদের দেশে ধনীর থেকে মধ্যবিত্ত এবং গরিবের সংখ্যায় বেশি তুলনামূলক।
আমরা কয়েকজন মিলে একটি উদ্যোগ গ্রহণ করেছি যে, আমরা সবাই মিলে কিছু কিছু টাকা তুলে গরিব-দুখীদের মাঝে খাবার বিতরণ করব,
আমরা কয়েকজন মিলে সেই উদ্দেশ্যে আজ কলেজে গিয়েছিলাম যে সবার সাথে এই বিষয়ে কথা বলব বিশেষ করে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের এডমিন স্যার এবং আমাদের ডিপার্টমেন্টের হেড ম্যাডাম স্যারের সাথে আমরা সবাই মিলে কথা বললাম তো স্যারেরা এ কথাগুলো শুনে
বলল তোমরা অনেক ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছ ঠিক আছে তোমরা চালিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি তোমাদের যা কিছু প্রয়োজন হবে আমাদের বলবা।
স্যার ম্যাডামের কথা শুনে আমাদের অনেক ভালো লাগলো এবং আমরা কলেজে একটি দরখাস্ত দিলাম, এবং সেই দরখাস্ত টি মঞ্জুর হল।
এরপর আমরা সবাই মিলে সবাই ক্লাসে ক্লাসে গিয়ে আমরা এই কথাগুলো বললাম এবং সবাই অনেক খুশি হল এবং আমাদের কথায় সম্মতি দিল। দান করা একটি মহৎ কাজ।
পর দিন আমরা আবার সবাই মিলে ক্লাসিক ক্লাসে গিয়ে সবাই যে যেরকম দান করল আমরা সে সেরকম তুলে নিয়ে আসলাম। আমরা খুশি হলাম যে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো দান করেছে।
পরের দিন আমরা সব কিছুর আয়োজন করে বাজার থেকে মাংস, চাউল, ডাউল,, তেল সবকিছু কিনে নিয়ে এসে আমরা নিজেরাই রান্না করে প্যাকেট করে রাস্তায় বের হয়ে পড়লাম যেহেতু এটা রমজান মাস তাই আমরা ভাবলাম ইফতারের আগে আমরা এগুলো বিতরণ করব যাতে ইফতারে আগেই আমাদের এই খাবারগুলো তারা খেতে পারে।
আলহামদুলিল্লাহ সবাইকে আমরা অনেক ভালোভাবে বিতরন করলাম এবং সবাই অনেক খুশি হলো এবং আমাদের অনেক দোয়া করলো।
আসলে একটা কথা, কথাটি আমার একান্ত ব্যক্তিগত কেউ যদি আমার দ্বারা উপকার পায় এবং খুশি হয় তাহলে আমার এত ভালো লাগে যেটা আসলে বলা বাহুল্য।
সেই লোকগুলোকে খাওয়াতে পেরে আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম, এবং আমরা সবাই পরিকল্পনা করলাম যে সামনের দিনেও আমরা এরকম আয়োজন করব ইনশাল্লাহ।
একটা কথা মনে পরে গেলো যারা মানুষ হয়ে মানুষকে ভালোবাসে না যারা পশুর থেকেও বড় কিছু।
আমরা অনেকেই মানুষে মানুষে ভেদাভেদ খুজি আসলে আল্লাহপাক তো তার নিজ হাতে আমাদেরকে বানিয়েছেন, কে গরিব কে ধনী এগুলো বাছাই করা আমাদের কাজ নয়।
তো আজ এই পর্যন্তই সামনের দিন নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আরো ভালো ভালো কিছু লেখা নিয়ে আসতে পারি
| Device | Name |
|---|---|
| Android | Nokia C21 pro |
| Camera | 16px camera |
| Location | Bangladesh, bogura 🇧🇩 |
| Short by | @rxsajib |




আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি মানোবিগ কাজের জন্য। আসলেই এ কাজ গুলো প্রশংসার দাবি দার।
অসহায় মানুষের পাশে আমরা যদি সবাই দারাতাম তাহলে আর পথে পথে মানুষকে থাকতে হতো না,,,,
ক্ষুদায় মানুষকে কষ্ট পেতে হতো না,, যাই হোক আপনাদের এ কাজ ধরে রাখেন সামনের দিকে আরো এগিয়ে যান। দোয়া রইলো।
আপনার এই সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
আসলেই অসহায় মানুষদের সাহায্য করা একটা মহৎ কাজ আর সেই মহৎ কাজের ভাগীদার হয়েছেন আপনি এটা শুনে আসলে খুব ভালো লাগলো যে আপনি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এমন কয়জন দাড়ায় এমন প্রকৃতির মানুষ আমাদের সমাজে খুব কমই দেখা যায় যারা মানুষের বিপদে সাহায্যের জন্য এগিয়ে আসে যাইহোক ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং অবশ্যই আপনার এই যাত্রা এভাবেই বজায় রাখবেন যাতে ভবিষ্যতে আপনি আরো মানুষকে সহযোগিতা করতে পারেন
আপনার কথা আমার অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
আসলে আপনার মত করে এমন মানুষ খুঁজে পাওয়া বর্তমানে খুবই দুঃসাধ্যকর ব্যাপার। আপনি দেখছি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের বেশ উপকার করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমরা পোস্টটিতে এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য।