ড্রাইভিং প্রশিক্ষণ
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে এসেছি আশাকরি সকলেরই ভালো লাগবে।
আমি আমার পড়াশোনার পাশাপাশি বাহিরে একটি রেস্টুরেন্টে এ চাকরি করতাম যেটাকে পার্ট টাইম জব বলা হয়।আমি সেখানে অনেক দিন যাবত চাকরি করেছি এখন পড়াশোনার চাপ এর কারনে আমি সেই চাকরি টা ছেড়ে দিয়েছি।
যেই সময় আমি রেস্টুরেন্টে চাকরি করতাম তখন আমার মেনেজার এর সাথে আমি সেখানে কাজ করতাম তার সাথে সাথে থাকতাম। আর সেই সময় আমি তার সাথে অনেক কাজ ও করতাম।

সেই রেস্টুরেন্ট এর মেনেজার এর প্রাইভেট কার ছিল আমাকে মেনেজার অনেক ভালোবাসতো তার কাজ এবং রেস্টুরেন্ট এর কাজ আমি খুব সুন্দর ভাবে করতাম হয়তো এইজন্য।
আমার রেস্টুরেন্ট এ ডিউটি ছিলো বারো ঘন্টা কখনো কখনো এর ও বেশি হয়ে থাকে যখন কাজ এর চাপ একটু বেশি থাকে। আমি আমার মেনেজার কে স্যার বলে ডাকতাম রেস্টুরেন্ট এর বাহিরে কোনো কাজ থাকলে তার প্রাইভেট কারে করে যাইতাম মেনেজার এর সাথে।
প্রতিদিন সে আমাকে নিয়ে যেতো এবং আসতো এটি তার জন্য একটু ঝামেলা হয়ে যায়। কারন টা হচ্ছে তার অফিস এর অনেক কাজ থাকা সর্তেও বাহিরে কোনো কিছু দরকার পরলে তাকেই যেতে হতো সাথে আমাকেও।
এইজন্য সে ঠিক করে কার ড্রাইভিং টা আমাকে শেখাবে প্রথমে না করলাম যে পারবো কিনা তারপর মনে হলো না শেখা প্রয়োজন। কারন ড্রাইভিং শেখাটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বিভিন্ন সময় এ বিভিন্ন কাজে এটি প্রয়োজন হতে পারে।
এটা নিজের জন্যেও অনেক ভালো তাই আমি হ্যা বলে দেই তাই আমাকে মেনেজার পরের দিন আমাকে শিখাতে নিয়ে যার কার ড্রাইভিং এর জন্য। প্রথমে আমার এককু ভয় ভয় লাগছিল আর বিশেষ করে এটাই মনে ড়চ্ছিলো যে এতো বড় একটা গাড়ি আমি কিভাবে ড্রাইভ করবো।
মেনেজার আমার পাশে বসে এবং পাশ থেকে শিখিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে প্রথমে বলে সিট বেল্ট টা ঠিক করে লাগাতে এরপর স্টার্ট দিতে বলে। স্টার্ট দেওয়ার সাথে সাথে আমার বুকের মধ্যে একটা ভয় শুরু হয়ে যায়।
তবে চেষ্টা করেছিলাম আমি যাতে ঠিক ভাবে ড্রাইভিং করতে পারি। প্রথমদিন তেমন ভাবে পারিনি কিন্তু তারপর থেকে আমি ধিরে ধিরে কার ড্রাইভিং শিখে ফেলি। এরপর আমার মেনেজার এর কোনো কাজ থাকলে আমি তা কার ড্রাইভ করে সেই কাজ টা করে নিয়ে আসতাম।
আরো বিভিন্ন কাজ ছিলো যা আমি করতাম আরেকটা কথা বলি প্রথম অবস্থায় আমি যখন ড্রাইভিং শিখি তখন কার এর ভিতর থেকে গেম এর মতো লাগছিলো কিন্তু বেশ মজা পেয়েছি আমি ড্রাইভিং শিখে।
আমার গল্পে এই পর্যন্ত আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ আপনারা কি কার ড্রাইভিং অথবা অন্য কিছু শিখেছেন জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে।
| Device | Name |
|---|---|
| Android | Realme 7i |
| Camera | 64MP Quad camera |
| Location | Bogura, Bangladesh 🇧🇩 |
| Short by | @sabbir-raj |




বেশ ভালোই করেছেন ড্রাইভিং শিখে ৷ আমারো খুব ভয় লাগে এত বড় গাড়ি কিভাবে ড্রাইভ করবো ৷ সবার মধ্যেই এই ভয় টা কাজ করে থাকে ৷ তারপর তো আপনি ড্রাইভিং শিখে গেলেন এখন আপনার ম্যানেজার সব কাজ আপনি ড্রাইভ করে নিয়ে আসেন ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য
পড়াশোনার পাশাপাশি তুমি যে জব করেছে তা অনেক ভালো। কেননা নিজের অর্থ উপার্জনের মাধ্যমে নিজের হাত খরচ কিংবা প্রাতিষ্ঠানিক খরচ পরিচালিত করা অনেক কষ্টসাধ্য যা তুমি করেছ।
পাশাপাশি তুমি ম্যানেজারের সাথে ড্রাইভিং শিখে নিয়েছো। যদিও এখন আর সেই জব করো না তারপরে সেই ড্রাইভিং প্রশিক্ষণ তোমার থেকেই যাচ্ছে। এই প্রশিক্ষণ তোমার সারা জীবনের জন্য শেখা হয়ে গেছে যা তোমার পরবর্তী সময়ে কাজে লাগবে।
ভালো রেজুলেশন যুক্ত ছবি এবং পরিষ্কার ছবিতে photography tag ব্যবহার করা সবচাইতে ভালো। অন্যথায় ফটোগ্রাফির প্রশংসা করা কষ্টসাধ্য। (ধন্যবাদ)
অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য