বেগুন ভাজি রেসেপি,, 20% benefits for @steemit-bd
রেসেপিটি তৈরি করার জন্য যা যা প্রয়োজনঃ
- বেগুন।
- হলুদ।
- লবণ।
- তেল
তাহলে চলুন বন্ধুরা ধাপগুলো দেখে নেওয়া যাকঃ
প্রথমে আমরা কিছু পরিমাণ বেগুন নিয়ে নিবো। তবে সেগুলো নেওয়ার পর ফালাফালা করে কেটে নিবো। এরপর পরিষ্কার করে একটি পরিষ্কার পাত্রে রেখে দিবো।
এখন আমরা বেগুনগুলোর উপর পরিমাণমতো হলুদ ও লবণ দিয়ে দিবো।
সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মাখার পর সেগুলোকে পরিষ্কার একটি পাত্রে রেখে দিবো।
সেগুলো রাখার পর আমরা একটি কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিবো।
তেলগুলোর উপর বেগুন ভাজিগুলো দিয়ে দিবো এবং সেগুলো ভাজতে থাকবো।
যখন দেখবো সেগুলো ভাজা হয়ে গেছে। তখন পরিষ্কার একটি পাত্রে সেগুলোকে রেখে দিবো।
মডেল | ডিভাইস |
---|---|
Symphony | i68 |
ফটোগ্রাফার | @shahin05 |
লোকেশন | W3W |
আশা করি আমার দেখানো রেসেপিটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য দুজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @emonv & @tanjima
❤️ সবাইকে ধন্যবাদ ❤️ |
---|
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
বেগুন ভাজি আমার খুব পছন্দের একটি খাবার। অনেক সুন্দরভাবে আপনি বেগুন ভাজির রেসিপিটি তুলে ধরেছেন।
অনেক সুন্দর রেসিপি শেয়ার করেছেন।বেগুন ভাজা বেশ মজার খেতে।