চলছে ধান মাড়াইরের কাজ

in Incredible India10 days ago

চলছে ধান মাড়াইরের এর কাজ, প্রতিবছরে এই সময়ে আমাদের ধানের কাজ করতে হয় যদিও এ বছর কিছুটা দেরি হয়ে গেছে বিভিন্ন কারণে। আর এই ধানের কাজ দুই তিন দিন থাকবে এতগুলো ধান একদিনে শেষ করা সম্ভব না সেইসাথে ধান উড়ানোর জন্য সময়ের প্রয়োজন ‌। তাই কিছু কিছু করে মাড়াই করার পর সেগুলো উড়ানোর পর আবারো নতুন ভাবে মাড়াই করছি।

IMG_20241231_174929.jpg

যদিও আজ দুদিন হয় শীতের প্রবাহ বেড়ে গেছে, আর শীতের সময় ধানের কাজ করতে একটু অসুবিধায় হয় এমনিতে ছোট দিন সকালে উঠতেও দেরি হয় তাই খুব বেশি কাজ করা যায় না। আর কাজ করতে খুব বেশি ভালোও লাগে না তারপরও করতে হয়। লোক নিয়ে কাজ করতে গেলে সারাদিনই পরিশ্রম করতে হয় সেজন্য লোক না নিয়ে নিজেরাই অল্প করে মাড়াই করি এতে করে একটু সুবিধা হয়। যদিও লোক নিয়ে একদিনে শেষ করা ভালো কিন্তু সবকিছু মিলিয়ে একটু অসুবিধা হয় আবার খরগুলো রাখতে হবে তার প্রস্তুত করা হয়নি সেখানে প্রস্তুত করা হচ্ছে।

IMG_20241231_174950.jpg

সৃষ্টিকর্তার রহমতে এ বছরের ধান অনেক ভালো হয়েছে আর ধানের মূল্য অনেক বেশি, বর্তমান সময়ে প্রতি মন ১৩০০ টাকার বেশি করে বিক্রি হচ্ছে। সব ধান মাড়াই করার পর কিছু ধান বিক্রি করতে হবে। প্রতিবছরই বেশ কিছু ধান বিক্রি করা হয়, আর এবছর বিক্রি করবো। আর ধানের দাম বেশি হওয়ায় প্রতিটি মানুষের অনেক ভালো হয়েছে। আর আমার দেখা সবচাইতে এই বার দাম বেশি ।

প্রতিবছরই দেখতাম ধান কাটার আগ মুহূর্তে অনেক রোগের কারণে ধান নষ্ট হয়ে যেত। অনেক ওষুধ ব্যবহার করার পরও কাজ হতো না। এর আগের বছরে এরকম সমস্যার জন্য প্রতিটি মানুষের ধান অনেক নষ্ট হয়েছিল কিন্তু এ বছর সৃষ্টিকর্তা রহমতে এরকম সমস্যা হয়নি যার ফলে প্রতিটি মানুষ অনেক বেশি খুশি। কিন্তু হ্যাঁ এ বছরে মানুষ যেমন ধান বেশি পেয়েছে ঠিক ধানের মূল্য পেয়েছে। প্রতিবছরে দেখতাম ধানের মূল্য এক হাজার টাকার মতো থাকতো আর এই বছর ১৩০০ টাকা বেশি হয়েছে, আশা করছি কিছুদিন পর আরো বেশি মূল্য হবে।

IMG_20241231_174700.jpg

তাই আমরা ধানগুলো কিছুদিন রেখে দিব, কিছুদিন পর একবারে বিক্রি করে দিব এতে করে দামও বেশি পাবো। আর বর্তমান সময়ে বিদ্যুৎ থাকায় ধানের কাজ করতে প্রতিটি মানুষের সাহস হয়েছে। আগে দেখতাম বাতাসের অপেক্ষায় বসে থাকতো আর যখন বাতাস হত তখন মানুষ ধান উড়াতো। আর বর্তমান সময়ে বিদ্যুৎ থাকায় প্রতিটি মানুষ ফ্যানের সাহায্যের কম সময়ের মধ্যে অনেক বেশি ধান উড়াছে এতে করে প্রতিটি মানুষের অনেক বেশি উপকার হচ্ছে।

Sort:  
Loading...
 9 days ago 

প্রথমেই আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সাধারণত জানি গরমের সময় ধান মাড়াই এর কাজ করা হয় কিন্তু আপনাদের এখানে শীতের সময় ধান মাড়াই করা হচ্ছে এটা আমি প্রথম দেখলাম। আসলে ধানের দাম যখন অনেক বেশি বৃদ্ধি পায় তখন কিন্তু কৃষকের মুখে হাসি ফুটে ওঠে।

ধান রোপন করা থেকে শুরু করে বাড়িতে নিয়ে এসে ধান মাড়াই করা, এটা খুবই কষ্টের একটা কাজ যেটা আমিও মাঝে মাঝে করে থাকি। যখন আমাদের ধান আসে তবে ধানের কাজ খুবই কষ্টের একটা কাজ আর শীতের সময় এত ছোট একটা দিনে এই কাজগুলো করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আপনাদের ধান থেকে ঝাঁটা পরিষ্কার করার পদ্ধতিটা সত্যিই অসাধারণ।🤔 ধন্যবাদ ভালো থাকবেন।

 8 days ago 

আসলে আমাদের অনেক দেরি হয়ে গেছে আপু ব্যস্ততার জন্য সঠিক সময় করতে পারি নাই তবুও এই মাসুমের ধানের কাজ করতে করতে শীত চলে আসে।। যদিও বেশিরভাগ মানুষের ধানের কাজ শেষ।।

 9 days ago 

প্রথমে জানাই আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের বাড়ির মত বিগত দিনও আমাদের বাড়িতে ধান মাড়ায়ের কাজ চলছিল। আসলে বছরের এই সময় ধান মাড়ায়ের কাজ শুরু হয়। আমার দাদারা সেই ধান মাড়াই এর কাজ করতেছিল এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতেছিলাম। আপনি ঠিকই বলেছেন বর্তমানে ধান উড়ানোর জন্য প্রাকৃতিক বাতাসের প্রয়োজন হয় না সবাই এখন ফ্যান ব্যবহার করে।

আপনার পোস্টটি করে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।

 8 days ago 

বাংলাদেশে প্রতিটি জায়গায় এখন ধানের কাজ চলছে কিন্তু বেশিরভাগ মানুষেরই থানার কাজ শেষ হয়েছে।। আর যারা ব্যস্ততার জন্য করতে পারে নাই তাদের এখনো রয়েই গেছে যেমন আমাদের আছে।।

 9 days ago 

আপনার ধান মাড়াইয়ের কাজের বর্ণনা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। শীতের মধ্যে এই কাজ করা যে কতটা চ্যালেঞ্জিং, তা সত্যিই বোঝা যায়। তবে সৃষ্টিকর্তার রহমতে ভালো ফলন এবং দাম পাওয়ার কথা শুনে খুব ভালো লাগল। বিদ্যুতের সাহায্যে ধান উড়ানোর সুবিধাও সত্যিই প্রশংসনীয়, এতে কাজ অনেক সহজ হয়ে গেছে। আপনার পরিবারের এই কঠোর পরিশ্রমের ফল যেন আরও ভালো হয়, এই কামনা রইল।

 8 days ago 

শীতের মধ্যে যেকোনো কাজ করায় চ্যালেঞ্জিন হয়ে ওঠে যখন অতিরিক্ত শীত থাকে কারণ অতিরিক্ত শীতের কারণে আমাদের হাত সঠিকভাবে কাজ করতে চায়না।। ভালো লাগলো মন্তব্য করে ভালো থাকবেন।।

 6 days ago 

বর্তমান সময়ের ধানের আঠি গুলো পুন্জি করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এই দিক দিয়ে অনেক সুবিধা রয়েছে ৷

সব কাজ গুলো গুছানোর পর তখন ধান মাড়াই করতে বেশ সুবিধা বলে মনে হয় আমার কাছে ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 6 days ago 

আমরা প্রতি বছরে এভাবে রেখে দেই যখন সকল কাজ শেষ হয় তারপরে ধান মারাই কাজ শুরু করে দেয়।। এ বছরে রেখে দিয়েছি এখনো শেষ করতে পারিনি।। ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।।