""অনেকদিন পর বন্ধুদের সাথে""
অনেকদিন পর বন্ধুদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা করলাম।। যদিও তারা আমার বাসায় এসেছিল কিন্তু আমি বাসায় না থাকায় তারা আমার সাথে দেখা করার জন্য বাজারে চলে আসে। আমি মূলত ইউনিয়ন পরিষদে ছিলাম একটি কাজের জন্য আর ওই সময় তারা আমার বাসায় হঠাৎ করে আসে. যদিও বাসায় বোন ছিল কিন্তু তারা না বসে আমাকে ফোন করে এবং আমার ওখানেই চলে আসে।
মূলত এসেছিল আমাকে নিয়ে যেতে অনেকদিন হয় বলে তাদের বাসায় যেতে কিন্তু আমি ব্যস্ত থাকার জন্য যেতে পারি না।। আর সেদিনও যেতে পারি না কারণ বাসায় বোন এসেছে সেই সাথে ধানের কাজ ছিল। সবকিছু মিলে যাওয়া সম্ভব হচ্ছিল না তাই আমি তাদের বলি অন্য কোনদিন যাব। পরে তারা বলল ঠিক আছে,, পরে আমরা সেখান থেকে বেরিয়ে একটা দোকানে যায় আর বসে থেকে গল্প করতে থাকি।
এই দুইটা বন্ধুর বাসা কুড়িগ্রাম আর আমার বাসা লালমনিরহাট অনেকটা দূর।। কিন্তু কলেজে যাওয়ার পর থেকে এমনভাবে বন্ধুত্ব গড়ে উঠেছে যে মনে হয় তারা আমার স্কুল জীবনের বন্ধু কিন্তু না কলেজে যাওয়ার পর তাদের সাথে বন্ধুত্ব হয়। আসলে বন্ধুত্ব কখনো জোর করে হয় না,, মন থেকে অটোমেটিক বন্ধুত্ব হয়ে যায় আর এই বন্ধুত্বের বাঁধন আজীবনই থাকে। আর আমাদের বন্ধুত্ব ইনশাআল্লাহ আজীবন থাকবে।
এই শীতের মধ্যে তারা আমার কাছে এসেছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। জীবনে এরকম বন্ধু দরকার যারা কিনা প্রয়োজন ছাড়াও খোঁজ রাখবে। বর্তমান সময়ের বেশিরভাগ বন্ধুরাই স্বার্থের জন্য টিকে থাকে,, কিছু বন্ধু ব্যতীত। আর যারা স্বার্থের জন্য বন্ধুত্ব টিকে রাখে সেই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয় না জীবনের কোন না কোন পর্যায়ে সেই বন্ধুত্ব হারিয়ে যায়।
যাইহোক অনেকদিন পর বন্ধুদের সাথে বসে গল্প করতে অনেক ভালো লাগতেছিল, যদিও কিছুটা ঠান্ডা লাগতেছিল। পরে আমরা সেখানে বসে গরম গরম পিঁয়াজু সিঙ্গারা ও সবজি চপস সেই সাথে চটপটি ও চা। শীতের মধ্যে এই খাবারগুলো আমার বেশ ভালই লাগে। বেশ কিছুক্ষণ গল্প করার পর তারা আমাকে বলে, আজকে এসে ফেরত গেলাম এরপরে আসলে কোন কথাই শুনবো না।
আসলে জীবনে এরকম বন্ধু থাকা কতটা প্রয়োজন সেটা বলে বোঝানোর মতো না। অনেকটা অভিভাবকের মতো কথা বলে তারা যেটা শুনে সত্যিই মন ভরে যায়। আমি মনে করি বন্ধুত্ব এমনই হওয়া উচিত যেখানে বন্ধুত্বের অধিকার থাকবে। আর এরকম বন্ধু জীবনে থাকলে চলার পথ অনেক সহজ হয়ে ওঠে, সেই সাথে জীবনের সকল সমস্যার সমাধান এবং জীবনের খারাপ মুহূর্ত গুলো খুব সহজেই তার সাথে শেয়ার করা যায়।
বন্ধুত্ব এমনই হওয়া উচিত, যেখানে স্বার্থ নেই, শুধুই ভালোবাসা ও সহানুভূতি থাকে। আপনার বন্ধুরা সত্যিই প্রিয়, যারা সময় না হয়েও আপনাকে খোঁজে এবং আপনার খুশি দেখে। এই ধরনের বন্ধুত্ব জীবনের অমূল্য রত্ন, যা কখনো হারানো যায় না। ইনশাআল্লাহ, আপনার বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক।
বন্ধুত্ব খুবই মূল্যবান একটা সম্পদ যে সম্পদ একটা মানুষ যে অর্জন করেছে সে সব চাইতে ভাগ্যবান আপনার এই বন্ধু গুলো কতদূর থেকে আপনার সাথে দেখা করতে এসেছে এটা চিন্তা করতেই তো আমি অবাক হয়ে যাচ্ছি আসলে স্কুল জীবনের বন্ধু গুলোই যে সব সময় পাশে থাকবে এটা কিন্তু না আপনার কলেজ জীবনের বন্ধু গুলো কিন্তু আপনার পাশে থাকতে পারে বন্ধুত্ব হচ্ছে একটা পরিবারের মত যে পরিবারটাকে আমরা সারা জীবন ধরে রাখার চেষ্টা করি ধন্যবাদ বন্ধুদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
দাদা আপনার বন্ধুদের সাথে কাটানো মূহুর্ত গুলো সত্যিই অনেক সুন্দর মূহুর্ত ছিল। বন্ধুত্ব এমনি হওয়া উচিত যেখানে কোনো স্বার্থ থাকবে না, থাকবে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। বন্ধুত্ব হলো একটা পরিবারের মতো৷ আপনি সত্যি খুবই ভাগ্যবান যে এতো সুন্দর কয়টা বন্ধু পেয়েছেন।
ভালো থাকবেন দাদা।
একদম ,, আমি মনে করি সবার জীবনে বন্ধু রয়েছে তার মধ্যে থেকেও কিছু বেস্ট ফ্রেন্ড থাকে।। আর হ্যাঁ বন্ধুদের প্রতি নিঃশর্ত ভালোবাসা থাকা উচিত যেখানে পরিবারের মত সবকিছুই হবে।।
বন্ধুত্ব এই রকমই হওয়া উচিত, যেখানে
স্বার্থের কোন জায়গা থাকবে না। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো, আপনার বন্ধুবান্ধব আপনার খোঁজখবর সবসময়ই রাখার চেষ্টা করে এরকম বন্ধু-বান্ধব পাওয়া সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। বন্ধু ১০০ করাচেয়ে এরকম গুটি কয়েকটা বন্ধুবান্ধব থাকলে সারা জীবনে আর কোন বন্ধুবান্ধ ব প্রয়োজন হয় না। এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অনেকদিন পর বন্ধুদের সাথে বসে আড্ডা দিয়েছেন বিষয় টা অনেক মজার কারণ আমার বন্ধু রয়েছে আমি ভালোই বুঝতে পারি জীবনে বন্ধু থাকাটা কতটা জরুরি ৷
যাই হোক বন্ধুদের সাথে আড্ডা এবং খাওয়া দাওয়ার মধ্যে বেশ একটা মজার সময় কাটিয়েছেন যেটা আমার কাছে অনেক ভালো লাগলো ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
একদম ভাই যাদের মধ্যে থাকে তারা বুঝতে পারে বন্ধু জীবনে কতটা প্রয়োজন।। অনেকদিন পর একত্রিত হয়ে অনেক গল্প অনেক আড্ডা করেছি অনেক ভালো লেগেছে।।। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।
আগে যে সকল বন্ধুদের সাথে অধিকাংশ সময় কাটানো হত এখন হয়ত তাদের সাথে অনেক দিন পর দেখা হয়। পুরোনো দিনের বন্ধুদের সাথে দেখা হলে আনন্দের সীমা থাকে না। আপনিও আজ বন্ধুদের সাথে সময় কাটিয়েছেন অনেক দিন বাদে। আপনাদের বন্ধুত্ব বেঁচে থাকুক আজীবন।