ভুল করার মাধ্যমেও আমরা নতুন কিছু শিখতে পারি

in Incredible India8 days ago (edited)

আমরা সকলেই জানি জীবনে শেখার জন্য ভুলের প্রয়োজন আছে, যে ব্যক্তি যত ভুল করবে সে তত শিখতে পারবে। তাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুল করারও প্রয়োজন আছে আবার কিছু কিছু ক্ষেত্রে ভুল করার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, সে বিষয়ে আমাদের খেয়াল রাখা প্রয়োজন আছে। আমরা যদি সব জায়গায় ভুল করতে যাই তাহলে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাব এবং আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। ঠিক সেরকমই ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের পাশের বাসার একজন।

IMG_20250102_153412.jpg

আপনারা উপরে দেখতেই পাচ্ছেন একটি সাদা গাছ আর এই সাদা গাছ দেখে অনেকে চিনতে পারছেন আবার অনেকেই নয়। এটি হল ভুট্টার গাছ, যারা ভুট্টা রোপন করে থাকেন তারা দেখে একটু আশ্চর্য হবেন,, যে সাদা রঙের ভুট্টার গাছ আদৌ আছে কিনা। আসলে এটা একটা ভুলের কারণে গাছের রং এরকম হয়ে গেছে।

IMG_20250102_153506.jpg
IMG_20250102_153252.jpg

আপনারা জানেন বর্তমানে ভুট্টার রেট প্রতি কেজি ৮০০ টাকার উপরে আর এই ভুট্টার গাছ যদি এরকম হয় তাহলে একজন মানুষ কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে। মূলত সে ব্যক্তিটা ভুট্টা রোপন করার সময় ভুট্টার বীজের সাথে একটা ওষুধ মিশ্রিত করেছিল।। মূলত সকলেই বীজের সাথে ওষুধ মিশ্রিত করে গাছ রোপণ করে থাকে কিন্তু সে একটি ওষুধ দেয়ার বদলে ভুলে অন্য একটি ওষুধ দিয়ে ফেলে যার কারণে গাছ গুলো সাদা হয়ে যায়। যার কারণে সে ব্যক্তি অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে যায় যে এখন কি হবে?

IMG_20250102_153154.jpg
IMG_20250102_153120.jpg

এরকম গাছ দেখে সবাই একটু আশ্চর্য হয়েছে,, আমি আমার বয়সে এরকম সাধা রংগের ভুট্টার গাছ কখনোই দেখেনি শুধু আমি না কেউ দেখেছে বলে আমার মনে হয় না। আর এই গাছগুলো দেখানোর জন্য কৃষি কার্যালয় থেকে মানুষ নিয়ে আসা হয়েছিল। তারা পর্যবেক্ষণ করে দেখে ভুট্টা গুলো আর হবে না। এ কথা শুনে তার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ে বেশ কিছু জমিতে একই সমস্যা হয়েছে।

এত দামি ভুট্টা রোপন করার পর যদি একটি ভুলের জন্য এরকম হয় তাহলে কার মাথা ঠিক থাকবে। এখন সে অনেক হতাশার মধ্যে পড়ে যায় আর সে আবারও নতুন ভাবে ভুট্টা রোপন করতে থাকে। আর এতে করে তার অতিরিক্ত অনেক টাকা আবারো ব্যয় করতে হয়। যদি তার এরকম ভুল না হতো তাহলে আজ তার অতিরিক্ত এতগুলো টাকা নষ্ট হতো না।

তাই আমরা যে কোন কাজ করার আগে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ এরকম ভুলের জন্য আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে।

Sort:  
 8 days ago 

দাদা আপনি ঠিক কথাই বলেছেন, মানুষের কিছু শেখার জন্য ভুলের প্রয়োজন হয়। তবে এই ভুল হতে হবে সামান্য। প্রতি ক্ষেত্রে আমাদের ভুল হলে পরে বিপদে পড়তে হয়। যার থেকে পরে আর বের হওয়া যায় না। যেমন আপনার গল্পের প্রতিবেশীর হয়েছে। এখান থেকে সে হয়তো ফিরে আসতে পারবে না। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন তার বিপদ থেকে রক্ষা পায়।

ভালো থাকবেন দাদা।

 7 days ago 

একদমই তাই ভাই শেখার জন্য ভুলের প্রয়োজন থাকলেও সব ক্ষেত্রে ভুল করা আমাদের জীবনের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।।।

Loading...
 7 days ago 

আমরা ভুল করার সাথে সাথে নতুন কিছু শিখতে পারি। আমিও এইরকম সাদা ভুট্টা গাছ কখনো দেখিনি। কিছুদিন আগে গ্ৰামে ভুট্টা গাছ দেখে এসেছি তার সাথে এই ভুট্টা গাছের কোন মিল নেই। তবে ভুট্টা গাছের ছবিগুলো অসাধারন লাগছে। আপনার সুন্দর পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।

 7 days ago 

ভুল ওষুধের জন্য গাছগুলোর এই অবস্থা, তাই যেকোনো কাজ আমাদের সতর্ক থাকা উচিত তা না হয় অনেক ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে।। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

 6 days ago 

এটা আপনি ঠিক বলেছেন যত ভূল তত শিক্ষা আসলে আমি গত কয়েকদিন আগে এক ভালো মানুষের পাল্লায় পড়ে ৪ হাজার টাকার মত একটু চুক্তি করি তারপর তাকে টাকাও দিয়েছিল আর বিনিময়ে আমার সাথে এখন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে যেটা আর সম্ভব না তার সাথে যোগাযোগ করার ৷

আর আমি এখান থেকে যে ভূলের শিক্ষাটা পেয়েছি যেটা আমার সারাজীবন মনে থাকবে ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 6 days ago 

সত্যি কথা বলতে অনলাইনে আমি এরকম অনেক ধোকা খেয়েছি যারা কিনা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর আর খোঁজ রাখে না।। আর এখন থেকে গেছি কাকে ডাকাত দেওয়া যাবে আর কাকে না।। জীবনে অভিজ্ঞতাগুলো ধোকা খাওয়ার পরেই শেখা যায়।।