Better Life with Steem|| The Diary Game||05 may 2024

in Incredible Indialast month
Picsart_24-05-06_19-12-28-585.jpg

প্রতিদিনের মতই গতকালকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বসে থাকি। সকাল মুহূর্তে বেশ ভালো লাগছিল আর হ্যাঁ সৃষ্টিকর্তার রহমতে জ্বর একদম কমে গেছে বললেই চলে। আর দুদিন হয় গরমের চাপটা অনেকটা কমে গেছে কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে না। যাইহোক কিছু সময় বসে থাকার পর সকালের খাবার খেয়ে নেই আর আজ আমার ভাগিনাকে মাদ্রাসায় দিয়ে যাব, বাসা থেকে একটু দূরে একটা মাদ্রাসা হয়েছে যেহেতু বোন বেশ কিছুদিন থাকবে তাই ভাবলাম ভাগনাকে প্রতিদিন মাদ্রাসায় রেখে আসব।

IMG_20240505_182415.jpg

পরে ভাগনাকে মাদ্রাসায় রেখে আমি বাসায় চলে আসি আর বাসায় এসে বই নিয়ে বসি। দুদিন অসুস্থ থাকার জন্য একদম পড়তে পারিনি তাই যতটুকু সময় আছে এইটুকু একটু বেশি সময় নিয়ে পড়বো। পরে বেশ কিছু সময় পড়াশোনা করার পর একটু বোন জামাইয়ের কাছে যায় আর বসে থেকে একটু কথা বলার চেষ্টা করি। মাঝে মাঝে মনে হয় একদম মাথা ঠিক হয়ে গেছে আবার মাঝে মাঝে উলটপালট বলে।

IMG_20240505_182634.jpg

পরে ভাইয়ের ওখানে কিছুক্ষণ থাকার পর আমি দুপুরে গোসল করে নেই সেই সাথে খাবার খেয়ে একটা ওষুধ খেয়ে রুমে চলে আসি। আর রুমে এসে শুয়ে থেকে একটু মোবাইল দেখি তারপর আবার একটু পড়তে বসি। কিছু সময় পড়ার পর আম্মু বলতেছিল চাউল গুড়া করে আনতে। পরে চাউল নিয়ে চলে যায় মেলে আর যাওয়ার পর আমার চাচাতো ভাইকে বলি ভেঙ্গে দিতে। পরে সে ভেঙ্গে দিলে আমি বাসায় নিয়ে আসি।

বাসায় আসার পর বোনের সাথে কিছুক্ষণ গল্প করি, বর্তমান সময়ে বোনের সাথে প্রতিদিনই অনেকক্ষণ গল্প করি। ওর শরীরও একটু অসুস্থ তাছাড়া একটু টেনশনেই থাকে তাই আমি ওর সাথে কথা বলে টেনশন দূর করার চেষ্টা করি। পরে ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর আমি একটু বাহিরে আসি আর একটা জায়গায় বসে থেকে প্রতিদিনের মতোই একটা পোস্ট লিখে ফেলি।

IMG_20240506_182444.jpg

পোস্ট লেখার পর আমি একটু বাজারে যাই, বর্তমান সময়ে বাজার খুবই কম যাওয়া হয়, যখন একটু প্রয়োজন হয় ঠিক তখনই বাজারে যায়। পরে বাজারে যাওয়ার পর একটা ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলি আর ভাইয়ের সাথে কথা বলার পর আমি একটা দোকানে যাই। আর সেখানে যেয়ে একটা টোসের প্যাকেট নিয়ে বাসায় চলে আসি আর বাসায় আসার পর বোনকে দিয়ে আমি কিছুক্ষণ বসে থাকি।

আর বসে থেকে টেনশন করতে ছিলাম যেহেতু পরের দিন পরীক্ষা আর এই পরীক্ষাটা বেশ কঠিন, আর প্রস্তুতি খুবই খারাপ। যাইহোক তার একটু পরেই একটু নাস্তা করে বই নিয়ে বসি।।

Sort:  
 last month 

@sabus ভাই ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য। তবে আপনি আপনার পোস্টে ৫ তারিখের দিনলিপি শেয়ার করেছেন। তবে ছবি ক্রপ করার কারনে শেষের ছবিটির তারিখ পরিবর্তন হয়ে গেছে,যেটা ৬ তারিখ দেখাচ্ছে। তাই এইভাবে কখনো যদি ছবি ক্রপ করে ব্যবহার করেন, সেটা অবশ্যই পোস্টের নীচে মেনশন করে দেবেন।

 last month 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমার পোস্টটি অধ্যায়ন করার জন্য সেই সাথে পোষ্টের সমস্যা উল্লেখ করার জন্য।। অবশ্যই আমি পরবর্তীতে ছবি ক্রপ করার পর সেটি উল্লেখ করে দিব।।

Loading...
 last month 
  • এতদিন বৃষ্টি না হলেও আজ বিকাল থেকে বেশ ভালো পরিমানে মুশলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারনে সকল প্রাণীকুল যেন একটু স্বস্তি পেলো।

  • পরিক্ষার আগে শরীর খারাপ হলে পড়াশোনায় অনেক ক্ষতি হয়ে যায়। আর তাছাড়া এতে পড়ার চাপও বেড়ে যায়। এখন আপনার শরীর সুস্থ এটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

প্রাকৃতির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বৃষ্টির বিকল্প কিছু নেই।। এবার দীর্ঘ সময় পর বৃষ্টির দেখা মিলেছে প্রতিটি জায়গায়।।

 last month (edited)

আপনার জ্বরের কথা শুনে খারাপ লেগেতিলো কিন্তু এখন আগের থেকে সুস্থ আছেন জেনে ভালো লাগলো।
আপনাদের এলাকার মতই বৃষ্টি হওয়ার পর থেকে ঢাকাতেও গরম একদমই কমে গেছে। আজ রাতের বেলাতো কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি।

অনেক সময় মাথায় ব্যাথা পেলে কিছু সময়ের জন্য কথা সামান্য এলোমেলো হয়ে যায়। তবে বেশির ভাগই আস্তে আস্তে ঠিক হয়ে যায়।
যতদিন আপনাদের বাসায় আছে এ'কদিন ভাগ্নেকে মাদ্রাসা বা স্কুলে দেয়াটা বুদ্ধিমানের কাজ হবে।ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন ভাগ্নের বিষয়ে।
আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো।
ভালো থাকবেন সবসময়।

 last month 

এটা আপনি সঠিক বলেছেন যে মাথায় আঘাত পেলে কথা কিছু সময়ের জন্য এলোমেলো হয় পরবর্তীতে এটি ঠিক হয়।।

Hello dear friend, I know that due to stress we get tense but nice day can relieve and fulfill the good energy in ourselves to be able to give our best output. You have shared details of the day. The kid must enjoyed the meal. Biscuits are common in every house as it is available near our houses as well.

 last month 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করেছেন।

বেশ ভালো লাগলো আপনি এখন অনেকটা সুস্থতা ফিল করছেন এই কথাটা শোনার পর। আপনার জ্বর একেবারেই কমে গিয়েছে দোয়া করি আপনার সুস্থতা যেন এভাবেই বজায় থাকে ভালো থাকবেন।

 last month 

শরীর সুস্থ থাকলে সবকিছুই ভালো লাগে ভাই।। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।

 last month 

ঠিক তাই সুস্থ একজন মানুষের সকল সুখের মূল। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টই পড়ে যথার্থ একটি মন্তব্য করার জন্য।

 last month 

মামা ভাগ্নের সম্পর্ক সব সময় অনেক মধুর হয়, আপনাদের সম্পর্ক ও প্রায়ই আপনি আপনার পোএটে লিখেন ভালো লাগে দ্বখে মামা ভাগ্নে কে।
এক্সামের আগে শরীর খারাপ হলে আসলে তার ইফেক্ট পড়ালেখাতেও পরে।

 last month 

একদম ভাই পরীক্ষার আগে অসুস্থ হলে সেই প্রভাব সরাসরি পড়াশুনায় পড়ে আর রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।।

 last month 

আপনি সকালে উঠে সকালের যাবতীয় কাজ সেরে ফেললেন তারপর আপনার ভাগনে কে নিয়ে চলে গেলেন মাদ্রাসায় তাকে প্রতিদিন মাদ্রাসায় রেখে আসতে হয় ৷

তারপর দুপুরের খাবার খেয়ে বিকেলে বাজার চলে যান সেখান থেকে একটি টসের প্যাকেট নিয়ে এসেছিলেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 last month 

যাক আপনার আগের থেকে অনেকটা জ্বর কমে গেছে জেনে খুব ভালো লাগলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাগিনাকে মাদ্রাসা নিয়ে গেছেন।
এদিকে আপনার দুলাভাই আগে থেকে অনেকটাই সুস্থ হয়েছে তবে এখনো মাঝে মাঝে উল্টাপাল্টা বলে। তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
আপনার বোনের এই সময় একটু টেনশন হওয়া স্বাভাবিক বিষয়। তবে ভাই হিসাবে সব সময় বোনের পাশে থাকার চেষ্টা করবেন।
সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67082.24
ETH 3475.61
USDT 1.00
SBD 3.17