Better Life with Steem|| The Diary Game||27 march 2025
রাত ছোট হওয়ার জন্য সেহেরিতে উঠতে একটু কষ্ট হয় কারণ ঘুমানোর পর একটু পরেই আবারো উঠতে হয়। ঘুম যেন কিছুতেই ছাড়ে না তারপরও সঠিক সময় উঠে সেহেরী খেতে একদিনও ভুল হয়নি।। গতকালকে সঠিক সময় উঠে সেহরি খেয়ে একটু পরে ঘুমিয়ে যাই।। আর তিন চারটা
রোজা আছে তাই এ বছরের মত রমজান মাস আমাদের মাঝখান থেকে বিদায় নেবে।। জানিনা আবারও আগামী রমজান পাব কিনা এই দীর্ঘ ১১ মাসের মধ্যে অনেক আপন মানুষ থাকবে কিনা জানিনা তবে দোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে সুস্থ ও ভালো রাখে।।
![]() |
|---|
যাইহোক ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম বর্তমান সময়ে তাপমাত্রা অনেক বেড়ে গেছে সেই সাথে গরম।। আস্তে আস্তে আরো বেশি গরম পড়বে যদিও এই মাসটা খুব বেশি গরম যায়নি রোজাদার ব্যক্তিদের জন্য অনেক ভালো হয়েছে।। কিছু সময় বসে থাকার পর বাসার কিছু কাজ ছিল সেগুলি করি।।
পরে রুমে এসে শুয়ে থেকে কিছু সময় ফোন দেখতে ছিলাম বেশ গরম পড়েছিল গতকালকে।। আর কিছু সময় শুয়ে থাকার পরে একটু বাইরে বের হই। রমজান মাস থাকাই খুব বেশি কাজ নেই।। আর গতকালকে কমিউনিটি ক্লিনিকে ছোট বাচ্চাদের টিকা দেখছিল সেখানে যেয়ে বসে থেকে একটা নতুন ভাই এসেছে তার সাথে অনেক সময় গল্প করি।। আর ওখানে বসে থাকতেই একটু পরেই আযানের শব্দ শুনতে পাই। পরে সেখান থেকে বাসায় চলে আসি আর গরুর জন্য কিছু জবা কেটে নেই।
পরে প্রতিদিনের মতই দুপুরে গোসল করে নেই, আর গোসল করার পর রুমে এসে শুয়ে থেকে একটু ফোন দেখতে ঘুমিয়ে যায়।। প্রতিদিনই দুপুরের গোসল করার পর কিছু সময় ঘুমানো হয় আর বিকাল মুহূর্তে শরীরটা এমনি একটু দুর্বল হয়ে যায়।। পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম তারপরে একটু বাইরে বের হয় হাঁটাহাঁটি করার জন্য।
![]() |
|---|
আর বাহিরে থেকে আসার পর বাড়ির পাশে ছাগলের জন্য ঘাস লাগানো হয়েছিল। তাই ছাগলের জন্য কিছু ঘাস এনে তাদেরকে খেতে দেয়। বাসায় বেশকিছু ছাগল হয়েছে তাই ভাবতেছি কয়েকটা ছাগল বিক্রি করতে হবে কারণ এতগুলো ছাগল পালন করা একটু কষ্টকর হয়ে যায়।। পরে সেখান থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ইফতারের জন্য সব কিছু রেডি করে নেই।।
![]() |
|---|
আর অপেক্ষা করতে থাকি আযানের, আর গরমের সময় শরবত না খেলে যেন শরীরের ক্লান্তি দূর হয় না।। তাই আগেই শরবত রেডি করেছিলাম। কিছু সময় অপেক্ষা করতেই আযানের শব্দ শুনতে পায় আর প্রতিদিনের মতোই ইফতার করে নেই । আর এভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।।



একদমই তাই এ বছরের মত আপনাদের রমজান মাস শেষ হয়ে আসছে আর মাত্র দুদিন পরেই আপনাদের সবথেকে বড় ঈদের অনুষ্ঠান। এখন সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরই বাইরে এত তাপমাত্রা যে বেরোনোর উপায় নেই। আপনার সারাদিনের কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গরমের কথা আর বলবেন না এত পরিমানে গরম যেটা বলে বোঝানো সম্ভব না ঘরে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে তার ওপরে রোজা রেখে কাজ করাটা আরো বেশি কষ্টকর একটা বিষয় আপনাদের ছাগলের বাচ্চা গুলো অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এ ধরনের একটা ছাগলের বাচ্চা পালন করার আমার অনেক শখ ছিল আমার জন্য একটা পাঠিয়ে দেন যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।