ইফতার মাহফিলের বিশেষ আলোচনা

in Incredible India9 months ago
Messenger_creation_1007091954270093.jpeg

আমাদের চর কুলাঘাট উচ্চ বিদ্যালয় থেকে ২০০১ হইতে ২০২৪ সালের সকল এসএসসি ব্যাচের পুনর্মিলনের আয়োজন করা হচ্ছে।। আর সেই বিষয় নিয়েই ছোট বড় সকলে মিলেই চলছে আলোচনা কিভাবে পুনর্মিলন সুন্দরভাবে উপস্থাপন করা যায়।। যে কোন বিষয়ে উদ্যোগ নিলে সেটা যত সময় না সুন্দর ভাবে সফল করা যাচ্ছে তত সময় মনের মধ্যে একটা দুশ্চিন্তা যেন কাজ করে।

IMG_20250325_163958.jpg

১৯৯৬ সালে চর কুলাঘাট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আর তখন থেকেই আজ পর্যন্ত যত শিক্ষার্থী অধ্যায়ন করে গেছে সকলে মিলে এই আয়োজন।। দুর্ভাগ্য শত ১৯৯৬ থেকে ২০০০ ব্যাচের কোন শিক্ষার্থী খুঁজে পাওয়া যায়নি, তাই ২০০১ থেকে ২৪ সাল উল্লেখ করা হয়েছে।। এরকম আয়োজন করা কতটা কঠিন সেটা যারা করেছে তারাই বুঝতে পারবে।। কারণ সবার সাথে কমিউনিকেশন করা এটা সহজ নয়।

বিশেষ করে ২০১০ সালের পূর্বের যে শিক্ষার্থীরা ছিল সকলে কর্মে ব্যস্ত আর তাদের সাথে কন্টাক করা খুবই কঠিন।। তারপরও আমরা এক দুইজনকে খুঁজে বের করে তাদের হাতে দায়িত্ব দেই তাদের ব্যাচের সকলকে যেন অবগত করে।। এছাড়াও সকল শিক্ষকের দেওয়া থেকে শুরু করে স্কুলের কমিটিতে যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া এছাড়াও আরো কিছু মানুষকে দাওয়াত দেওয়ার কাজ করা সত্যিই অনেক কঠিন।।

IMG_20250325_163925.jpg

রমজান মাসে প্রথম থেকেই এই উদ্যোক্ত নেওয়া হয়েছিল আর আজ প্রায় শেষের পথে মোটামুটি আমরা সব কিছু নেই আলোচনা করেছি এবং আজকে আলোচনা হলো। কিভাবে এই আয়োজনটা সফল করা যায়।। তাই কিছু বড় ভাইদের সাথে নিয়ে আমরা আজকেও বিশেষ আলোচনা করেছি।।

এরকম আয়োজন করতে অনেক টাকার প্রয়োজন তাই আমরা প্রতিটি শিক্ষার্থীর একটা নির্দিষ্ট টাকা ধরেছি।। আর এই টাকাও তোলার জন্য কিছু জনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি নিজেও দায়িত্ব রয়েছি।। যদি টাকা না হয় তাহলে আয়োজন সুন্দরভাবে করা সম্ভব না। তাই টাকার বিষয় টাই আগে যেকোনো আয়োজনের ক্ষেত্রে।

আমরা ২৮ রমজান অর্থাৎ ২৯ তারিখে আমাদের ইফতার মাহফিল হবে। আমরা আশাবাদী সকল ব্যাচের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হবে আর এই পুনর্মিলনের মাধ্যমে আমরা অনেক শিক্ষার্থীর সাথে পরিচিত হব এটাই সবচাইতে বড় পাওয়া আমার কাছে।। আমাদের বাবা চাচারা সেই স্কুল থেকে অধ্যায়ন করেছে এছাড়াও আন্টিরাও সেখানে ছিল।। সকলে মিলে একত্রিত হয়ে ইফতারের আয়োজন করা সত্যি অনেক বেশি আনন্দের।।

আমরা বেশ কয়েকদিন এই বিষয় নিয়ে আলোচনা করেছি আর আজকে আমাদের প্রায় শেষ আলোচনা হল।। আমরা সকলেই আশা করছি খুবই সুন্দর ভাবে এই পুনর্মিলন টি আমরা বাস্তবায়ন করতে পারব।। আর আমাদের এই উদ্যোগ দেখে প্রতিটি শিক্ষক ও ছাত্ররা অনেক বেশি আনন্দিত কারণ ইতিপূর্বে এরকম কোন পুনর্মিলনের আয়োজন করা হয়নি ।।।

Sort:  
Loading...
 9 months ago 

আপনারা সবাই মিলে খুবই ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন তবে এই সময় আসলে সবাইকে একসাথে করা মোটেও সম্ভব না যেহেতু মেয়েদের ক্ষেত্রে যদি বলি তাহাদের অনেকের বিয়ে হয়ে গেছে বাচ্চাকাচ্চা নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে এবং ছেলেরা অনেকেই বাহিরে আছে কেউ চাকরি করছে আর পরেও আপনারা বেশ কয়েকজনের সাথে যুক্ত হতে পেরেছেন এটা জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ ভাল থাকবেন।