ব্যস্তময় একটি দিন

in Incredible India25 days ago

বর্তমানের সময় গুলো অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই পার হয়ে যাচ্ছে তাই নিয়মিত পোস্ট করার সময় পাচ্ছি না। যদিও আরো কয়েকটা দিন ব্যস্ততার মধ্যেই থাকতে হবে,, যত সময় না বাসার কাজ শেষ হচ্ছে। প্রতিবছরের এই সময়ে একটু বেশি ব্যস্ত থাকতে হয়, এবার আরো একটু বেশি ব্যস্ত কারণ এবারে ধান একটু বেশি রোপন করেছি আর ভুট্টা বেশি লাগাবো। তার জন্য একটু ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে যদিও কাজ করার জন্য মানুষ নেওয়া হয় কিন্তু তাদের সাথে না থাকলে তারা যেন কাজ করতে হয় চায়না, তাই তাদের সাথে থাকতে হয়।

IMG_20241215_175945.jpg

মোটামুটি ধান নিয়ে আসা শেষের দিকে গতকালকে একটা জমিতে ধান ছিল সেগুলো আনার জন্য একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। বর্তমান সময়ে প্রতিটা গাড়ি চালক অনেক বেশি ব্যস্ত কারণ একবারে সবার ধান কেটেছে তাই তারা সময় মতো কারো ধান নিয়ে আসতে পারতেছে না। দুইদিন হয় গাড়ি কে খবর দেওয়া হয়েছিল কিন্তু ব্যস্ত থাকার জন্য আসতে পারছে না গতকালকে তারা একটু সময় পেয়েছে আর ধান নিয়ে আসবে তাই জমিতে যাই।

IMG_20241215_175921.jpg

সত্যি কথা বলতে কৃষি কাজ করা অনেক কষ্টের ব্যাপার, আমাকে দিয়ে এই কৃষি কাজ হবে না। কিন্তু আমার ভাইকে দিয়ে হবে সে বেশ ভালোভাবেই পারে আর পরিশ্রমও করতে পারে। সে তুলনায় আমি কোন পরিশ্রম করতে পারি না বিশেষ করে কৃষিকাজে। তারপরও করতে হয় যেহেতু বাসায় রয়েছি আর বাবা একা একা করে সাহায্য করাটা আমার উচিত। প্রত্যেকবারই এই সময়টাকে একটু পরিশ্রম করতে হয় আর কয়েকদিন করলেই সকল কাজ শেষ হবে‌।

IMG_20241215_180010.jpg

এই বছরের জন্য ধান নিয়ে আসার শেষ করলাম, আবার সৃষ্টিকর্তা বেচে রাখলে আগামী বছরে ধান রোপন করব। আমরা শুধু এক মৌসুমেই ধান রোপন করি আর এই মৌসুমে সব ভুট্টা লাগাই। যদিও একটা জমিতে ধান রোপন করতে হয় সেটা শহরের দিকে ওখানে ভুট্টা লাগানোর মত অবস্থা নেই কারণ সবাই ওখানে ধান রোপন করে। তাই বাধ্য হয়েও আমাদের করতে হয় যদিও কন্টাক্ট দিয়ে থাকি কিন্তু বর্তমানে সময়ে সব কিছু দাম বৃদ্ধি তাই কেউ কন্টাক্ট নিতে চায় না, তাই নিজেদেরই রোপন করতে হয়।

IMG_20241215_180154.jpg

যাই হোক ধান সব বাসায় এসেছি এজন্য ভালই লাগছে অনেক পরিশ্রমের ফল বাসায় নিয়ে আসতে পেরেছি। যদিও ধানগুলো এখন মাড়াই করবো না ভুট্টা রোপন করার শেষে ধান মাড়াই করব। আর প্রতিটা মানুষ এমনই করে ধান নিয়ে এসে সেগুলো রেখে দেয় ভুট্টার কাজ শেষ করে একবারে সকল ধান মাড়াই করে ।

Sort:  
 25 days ago 

সত্যি বলেছেন ভাই কৃষিকাজ অনেক কষ্টের একটি কাজ। আমি একবার শীতের সময়, আমার গ্রামে বাড়িতে ছিলাম। সকাল পাঁচটার দিকে ঘুম ভেঙ্গে গেলো আমার। ঘুম থেকে উঠে দেখি, আমার এক চাচাতো ভাই এই শীতের সকালে পাঁচটার দিকে লাঙ্গল দিয়ে, মাটিগুলো ,ভাঙতাছে , সুবজি চাষ করার জন্য। অনেক পরিশ্রম একটি কাজ, যা সবার ধারা সম্ভব হয় না। তারপরও নিজের কাজ, নিজে করছেন ,তা দেখে অনেক ভালো লাগলো। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম। যে আপনারা মৌসুমী একটাই, ধানের ফসল করে থাকেন। আপনাকে ভাই ধন্যবাদ, এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Loading...