জল রং দিয়ে ক্যানভাস পেপারের ভিতরে চমৎকার একটি ফুল গাছ অঙ্কন।

in Steem For Bangladesh9 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
Steem For Bangladesh সম্প্রদায়ের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।আপনাদের সবার মাঝে আজকে আমার অংকন করার নতুন একটি ফুল গাছের অংকন নিয়ে এসেছি আমি মাঝেমধ্যে চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন অংকন নিয়ে আসার। আমি যখনই অংকন করতে বসি তখনই আমার মাথায় আসে অংকন টি আপনাদের মাঝে শেয়ার করবো। জল রং দিয়ে অঙ্কন করতে আমার বেশ ভালো লাগে তাই আজকে আমি ছোট একটি ক্যানভাস পেপার এর মধ্যে সুন্দর একটি ফুল গাছ অংকন করার চেষ্টা করি। ক্যানভাস পেপার এর ভিতরে যখন জল রং দিয়ে অঙ্কন করা হয় এটি দেখতে অনেক বেশি সুন্দর হয়। বিশেষ করে লাল সবুজ রং দিয়ে ফুল ও পাতার মাধ্যমে ফুল গাছ অংকন করলে এটি দেখতে বেশ সুন্দর দেখায়। আমি চেষ্টা করেছি আপনাদের সবার মাঝে চমৎকার একটি ফুল গাছের অংকন নিয়ে আসার। আজকে আমার এই অংকন ঠিক করতে আমার বেশ ভালো লাগলো কারণ লাল রঙের ফুলগুলো আমার বেশ ভালো লেগেছে।

IMG_20250324_133851.jpg

প্রয়োজনীয় উপকরণ

ক্যানভাস পেপার
জল রং
তুলি
পানি

IMG_20250324_133720.jpg


ধাপ -১


প্রথমে আমি সাদা রঙের ক্যানভাস পেপারটিকে হলুদ রং দিয়ে রং করে দিলাম।

IMG_20250324_133733.jpg


ধাপ -২


এবার আমি হলুদ রঙের উপরে হালকা লাল রং দিয়ে তুলি দিয়ে দুইটি রং কে সুন্দর করে মিশিয়ে কিছু অংশ লাল ও কিছু অংশ হলুদ করে নিলাম।

IMG_20250324_133744.jpg


ধাপ -৩


এবার আমি কালো রং দিয়ে পেপারটির উপরে একটি গাছ অঙ্কন করে নিলাম।

IMG_20250324_133754.jpg


ধাপ -৪


এবার আমি অঙ্কন করা গাছটিতে ছোট ছোট অনেকগুলো ফুল অঙ্কন করে তা লাল রং করে দিলাম।

IMG_20250324_133809.jpg


ধাপ -৫


ফুলগুলো লাল রং করা হলে ফুলের মাঝখানে আমি সাদা রং দিয়ে ফুলের কলি অঙ্কন করে দিলাম।

IMG_20250324_133821.jpg

শেষ ধাপ

সবার শেষে, আমি ফুল গাছটি ডালের বিভিন্ন জায়গায় সবুজ রং দিয়ে অনেকগুলো পাতাঙ্কন করে দিলাম।

IMG_20250324_133838.jpg

তো বন্ধুরা, আমার তো অঙ্কন করতে অনেক বেশি ভালো লাগে তাই আমি মাঝেমধ্যেই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর একটি অংকন উপস্থাপন করার। আজকের অংকনটি আপনাদের সবার মাঝে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে।

আজকের জন্য বিদায়। Allah Hafez
Sort:  
Loading...