জল রং দিয়ে ক্যানভাস পেপারের ভিতরে চমৎকার একটি ফুল গাছ অঙ্কন।
বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।আপনাদের সবার মাঝে আজকে আমার অংকন করার নতুন একটি ফুল গাছের অংকন নিয়ে এসেছি আমি মাঝেমধ্যে চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন অংকন নিয়ে আসার। আমি যখনই অংকন করতে বসি তখনই আমার মাথায় আসে অংকন টি আপনাদের মাঝে শেয়ার করবো। জল রং দিয়ে অঙ্কন করতে আমার বেশ ভালো লাগে তাই আজকে আমি ছোট একটি ক্যানভাস পেপার এর মধ্যে সুন্দর একটি ফুল গাছ অংকন করার চেষ্টা করি। ক্যানভাস পেপার এর ভিতরে যখন জল রং দিয়ে অঙ্কন করা হয় এটি দেখতে অনেক বেশি সুন্দর হয়। বিশেষ করে লাল সবুজ রং দিয়ে ফুল ও পাতার মাধ্যমে ফুল গাছ অংকন করলে এটি দেখতে বেশ সুন্দর দেখায়। আমি চেষ্টা করেছি আপনাদের সবার মাঝে চমৎকার একটি ফুল গাছের অংকন নিয়ে আসার। আজকে আমার এই অংকন ঠিক করতে আমার বেশ ভালো লাগলো কারণ লাল রঙের ফুলগুলো আমার বেশ ভালো লেগেছে।
ক্যানভাস পেপার
জল রং
তুলি
পানি
ধাপ -১
প্রথমে আমি সাদা রঙের ক্যানভাস পেপারটিকে হলুদ রং দিয়ে রং করে দিলাম।
ধাপ -২
এবার আমি হলুদ রঙের উপরে হালকা লাল রং দিয়ে তুলি দিয়ে দুইটি রং কে সুন্দর করে মিশিয়ে কিছু অংশ লাল ও কিছু অংশ হলুদ করে নিলাম।
ধাপ -৩
এবার আমি কালো রং দিয়ে পেপারটির উপরে একটি গাছ অঙ্কন করে নিলাম।
ধাপ -৪
এবার আমি অঙ্কন করা গাছটিতে ছোট ছোট অনেকগুলো ফুল অঙ্কন করে তা লাল রং করে দিলাম।
ধাপ -৫
ফুলগুলো লাল রং করা হলে ফুলের মাঝখানে আমি সাদা রং দিয়ে ফুলের কলি অঙ্কন করে দিলাম।
সবার শেষে, আমি ফুল গাছটি ডালের বিভিন্ন জায়গায় সবুজ রং দিয়ে অনেকগুলো পাতাঙ্কন করে দিলাম।
তো বন্ধুরা, আমার তো অঙ্কন করতে অনেক বেশি ভালো লাগে তাই আমি মাঝেমধ্যেই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর একটি অংকন উপস্থাপন করার। আজকের অংকনটি আপনাদের সবার মাঝে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে।







