My weekly report (Moderator )|| 04 May 2024||

in Incredible India7 months ago (edited)

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyXBkkKh5kn3mZ7AJarYvkbLQHDEdtEmTYuq2frq885RkNtgXkxWms24woPuv...jvbdaS2KpY153X3yxGksiDjEgyHk6Sfze2GH2S9TtCSstm3NzH4xQjgCUx9N9hfwLPZ8K15pUg96kDnnyEgG1dFVmiMZLL55xvMBgDYVNDj2WnBdAGLeNrBUcn.png

Hello friends

বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব আমার সাপ্তাহিক রিপোর্ট। সত্যি কথা বলতে কি বিপদ-আপদ বলে কয়ে আসে না, কখন কাকে কোন অবস্থায় পড়তে হয় সেটা আল্লাহই ভালো জানে। গত সপ্তাহটা আমার খুব একটা ভালো কাটেনি তারপর ও আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। কারণ হলো আমার চেয়েও তো খারাপ অনেকেই রয়েছেন তাই না। যাই হোক বন্ধুরা এখন মূল পর্বে প্রবেশ করি। চলুন তাহলে শুরু করা যাক ।আমার গত সপ্তাহের যাবতীয় কার্যক্রমের বেশ কিছু অংশ। আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আমার সঙ্গেই থাকুন এবং উপভোগ করুক আমার সপ্তাহিক রিপোর্টটি।

টিউটোরিয়াল ক্লাস:

প্রথমে আমি যে বিষয়টি উপস্থাপন করছি, তাহলে টিউটোরিয়াল ক্লাস। প্রতি সপ্তাহের বুধবার টিউটোরিয়াল ক্লাশ অনুষ্ঠিত হয়। গতকালকে ছিল আমাদের টিউটোরিয়াল ক্লাস ।বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই ক্লাশে। আমাদের কমিউনিটি -কো এডমিন ম্যাম অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। ‌ যা ইউজার এবং মডারেটর উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।একটি কথা আমরা প্রায়ই বলে থাকি শিক্ষার কোন বয়স নেই ,শিক্ষার কোন শেষ নেই ।দোলনা থেকে কবর পর্যন্ত আমরা শিক্ষা লাভ করি ।তাই আমরা মডারেটর বলে যে আমার জানার কিছুই নেই তা একেবারেই ভিত্তিহীন । কারন আমরা প্রতিদিনই শিখছি ,প্রতিনিয়তই নিজেকে আপডেট করার চেষ্টা করছি। গত কালকের ক্লাস ছিল খুবই গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমাদের সাথে উনি শেয়ার করেছেন এবং আমাদের কিছু বিষয়ে জানার ছিল ওনার কাছ থেকে তা জেনেছি। বাংলাদেশ সময় রাত ৯ টাই ক্লাস অনুষ্ঠিত হয়। গতকাল যথাসময়েই ক্লাস শুরু হয়েছিল। এবং প্রায় অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই ক্লাসে।

হ্যাং আউট:

যদি ও এই সপ্তাহে হ্যাংআউট হয়নি। কারণ আমাদের সিডিউল করা থাকে অর্থাৎ, এক সপ্তাহে যদি টিউটোরিয়াল ক্লাস হয় ,তাহলে পরের সপ্তাহে হ্যাং আউট থাকে । এর মানে যদি বিশেষ কোন সমস্যা না থাকে তাহলে আগামী বুধবার হ্যাং আউট অনুষ্ঠিত হবে।

কমিউনিটিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন কালে যে বিষয় গুলো নজরে পরেছিল:

এ সপ্তাহে কাজ করতে গিয়ে অনেকগুলো সমস্যার মধ্যেই পড়েছি।

IMG_20240504_200231.jpg

সেগুলো অন্যান্য মডারেটসর সাথে আলাপ আলোচনা করে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এরমধ্যে কিছু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কারো ভোটিং সি এস‌‌‌ আই ছিল না, কারো আবার ক্লাব ঠিক ছিল না। আবার কেউ হ্যাশট্যাগ এর বানানো ভুল করেছে যেগুলো আমি কমেন্টে উল্লেখ করে দিয়েছি।

আমার বিগত সাপ্তাহের পোস্ট যাচাইকরণের তালিকা:
DatePost Count
👉03-05-202405
👉02-05-202404
👉01-05-202404
👉30-04-202405
👉29-04-202404
👉-28-04-202406
👉27-04-202410

উপরে উল্লেখিত পোস্টগুলো আমি বিগত সপ্তাহে যাচাই করতে সক্ষম হয়েছে। আমি পূর্বে উল্লেখ্য করেছিলাম গত সপ্তাহে আমি একটু ব্যস্ত ছিলাম পারিবারিক কারণে ‌।তার জন্য পোস্ট ভেরিফিকেশন এর একটা প্রভাব পড়েছে। ইনশাআল্লাহ আগামীতে আমি আমার কাজের গতি বাড়ানোর চেষ্টা করব।

একজন ইউজার হিসেবে কমিউনিটির মধ্যে আমার বিগত সপ্তাহের পোস্ট:-::
NoDateTitleThumbnail
0101-04-2024The Diary Game
0230-04-2024challenge Post
0329-04-2024The Diary Game
0428-04-2024The Diary Game
0527-04-2924weekly report

উপরের উল্লেখিত পোস্ট গুলো আমি গত সপ্তাহে এই কমিউনিটিতে পোস্ট করেছি।

উপসংহার:

এই ছিল আমার বিগত সপ্তাহের যাবতীয় কাজের অংশবিশেষ ।যা আমি আমার মতন করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা রাখছি আপনাদের সকলেরই আমার রিপোর্টটি পড়ে ভালো লেগেছে। পরিশেষে, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি করার জন্য।

Sort:  
Loading...
 7 months ago 

প্রতি সপ্তাহের মতোই এ সপ্তাহেও আপনি আপনার সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন।

একদম ঠিক কথা বলেছেন যে, আমাদের শিখার কোন বয়স নেই।আমরা প্রতিনিয়তই কিছু না কিছু নতুন জিনিস শিখতেছি।
গতকালকের টিউটোরিয়াল ক্লাসেও আমরা নতুন অনেক কিছুই জানতে পারছি।
এত চমৎকার করে এই রিপোর্টটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

 7 months ago 

হে আপু বিশেষ করে আমি প্রায় প্রতিদিন ই কিছু না কিছু শিখার চেষ্টা করি। আসলে আমি চেষ্টা করেছি, আমার কাজটি সঠিকভাবে পালন করার। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার লেখা পড়ে আমি নতুন অনেক বিষয়ে জানতে পারি। ক্লাব সম্পর্কে আমার কোন ধারণাই নেই আমি আপনার পোষ্টের মাধ্যমে শুনতে পারলাম ক্লাবের সম্পর্কে বিস্তারিত। হ্যাশটেক তো আমাদের পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোস্ট করতে হলে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এটাকে মেইনটেইন করতেও হবে সবার সুন্দরভাবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 
  • নতুন হিসেবে আপনি যথেষ্ট আপডেট। এবং কাজ করা আগ্রহ আপনার খুব বেশি যা আমার খুব ভালো লাগে। জেনে খুব ভালো লাগলো যে আমার রিপোর্টটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। এর চেয়ে বড় কিছু আমার কাছে আর হতে পারে না।
 7 months ago 

সর্বপ্রথম আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার একটি সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে তুলে ধরার জন্য,কো এডমিন ম্যাম টিউটোরিয়াল ক্লাসে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিল যেগুলো আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সপ্তাহে টিউটোরিয়াল ক্লাস যখন উপস্থাপনা হয় তখন আমরা নিত্য নতুন তথ্য জানতে পারি এবং তথ্য গুলো আমাদের জন্য অনেক কার্যকারী। এটা অবশ্যই ঠিক শিক্ষার কোন বয়স হয় না যতদিন বাঁচবো ততদিন নতুন কিছু আমরা শিখে যাবো এবং শেখার ক্ষেত্রে কোন লজ্জা নেই ছোট হোক বড় হোক সবাই কম বেশি আমরা অনেক কিছু শিখতে পারি যতদিন বেঁচে থাকবো।

 7 months ago 
  • আসলেই আমাদের কাজের উন্নতির এই ধরনের ক্লাসের বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসব মন্তব্য করার জন্য আমি আসলে চেষ্টা করেছি আমার কাছ থেকে যথাযথভাবে পালন করার জন্য।
 7 months ago 

dear sister,
Thank you very much for presenting the Weekly Moderator Report beautifully. Thank you again for your hard work and hope this hard work pays off. Because hard work is never wasted.

Best wishes for you.

 7 months ago 
  • বাহ দারুন মন্তব্য করেছেন ।মন জুড়িয়ে গেল মন্তব্যটি শুনে ।দোয়া করবেন ভাইয়া আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
 7 months ago 

অবশ্যই দোয়া করি আল্লাহ আপনাকে রহমত দান করুন এবং নেক মাকসাদ গুলো পূরণ করার তৌফিক দান করুন।

 7 months ago 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে প্রকাশ করেছেন।
আপনার নিজের পরিবার, চাকরি সবকিছু বাদেও আপনি কমিউনিটির সাথে বেশ সক্রিয়তার মাঝে কাজ করে যাচ্ছেন।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল আরো সামনের দিকে এগিয়ে যান।